আসানসোল, 4 জানুয়ারি: একজন ছিলেন গত পৌরবোর্ডের ডেপুটি মেয়র, অন্যজন মেয়র পারিষদ। কিন্তু তা সত্ত্বেও দল তাঁদের টিকিট দেয়নি। আর সেই কারণেই নির্দলে মনোনয়ন দাখিল করলেন মীর হাসিম ও তবাসুম আরা (Independent Candidates)। কিন্তু নির্দলে দাঁড়ালেও দুজনেই দাবি করলেন, তাঁরা জিতে আসনটি দলকে উপহার দিতে চান। গত পৌরবোর্ডের ডেপুটি মেয়র ছিলেন তবাসুম আরা। তাঁর ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল। অন্যদিকে গত দু'বারের কাউন্সিলর তথা মেয়র পারিষদ মীর হাসিম। দু'জনকেই এবার প্রার্থী করেনি তৃণমূল। ক্ষোভ-বিক্ষোভও দেখিয়েছে অনুগামীরা। কিন্তু সোমবার দু'জনেই নির্দল আসনে মনোনয়ন দাখিল করলেন। যদিও তাঁদের দাবি, তাঁরা তৃণমূল ছাড়েননি।
মীর হাসিম বলেন, "1998 সাল থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত আমি। আমার ওয়ার্ডের মাটি আমিই তৈরি করেছি। বামেদের কবল থেকে এই ওয়ার্ডকে আমি ছিনিয়ে নিয়ে এসেছিলাম। বর্তমানে যাকে প্রার্থী করা হয়েছে সেও খারাপ ছেলে নয়। কিন্তু তার দ্বারা জেতা সম্ভব নয়। সেই কারণেই আমি নির্দল থেকে দাঁড়িয়েছি। আমি নিশ্চিত আমি জিতব এবং আমি জিতে এই আসনটি আমার দলকে উপহার দেব।"
আরও পড়ুন: তৃণমূলে টিকিট না পেয়ে কংগ্রেসে ফিরলেন আসানসোলের প্রাক্তন মেয়র পারিষদ
তবাসুম আরা বলেন "দল কেন আমাকে প্রার্থী করেনি আমি জানি না। তবে আমি তৃণমূলেই আছি। জেতার পরে আমি আবার নিজের ঘরে ফিরতে চাই। " জেতার ব্যাপারে 100 শতাংশ নিশ্চিত দু'জনেই ।
অন্যদিকে, বিষয়টি নিয়ে জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, " তারা যখন দাবি করছে তখন বুঝতে হবে যে দলকে তারা ভালবাসে। আমরা তাদের সঙ্গে আলোচনায় বসে মিটিয়ে নেব এবং আমরা সবাইকে নিয়েই পথ চলতে চাই।"