ETV Bharat / state

Filling Pond for Illegal Construction : রানিগঞ্জে পুকুর ভরাট করে বহুতল ! অভিযোগ পেয়েই নড়েচড়ে বসল পৌরনিগম - Illegal Construction by Filling Pond in Raniganj Municipality action after Receiving Complaint

পুকুর ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ উঠল আসানসোল পৌরনিগমের 92 নম্বর ওয়ার্ডে ৷ খবর জানা মাত্রই নোটিশ দিয়ে নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে (Filling Pond for Illegal Construction) ৷

Filling Pond for Illegal Construction
রানিগঞ্জে পুকুর বুজিয়ে বহুতল নির্মাণের অভিযোগ
author img

By

Published : Jun 21, 2022, 10:20 PM IST

আসানসোল, 21 জুন : আসানসোল পৌরনিগমের 92 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রানিগঞ্জ সাহেবপাড়া চুড়িপট্টি এলাকায় পুকুর ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ উঠল (Filling Pond for Illegal Construction)। বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি । ঘটনার কথা সামনে আসতেই নোটিশ পাঠিয়েছে নির্মাণ বন্ধ করেছে আসানসোল পৌরনিগমের রানিগঞ্জ বরো অফিস । তবে প্রশ্ন উঠছে বিনা প্ল্যানে কীভাবে নির্মাণ দোতলা পর্যন্ত উঠে গেল ওই নির্মাণ ।

জানা গিয়েছে, রানিগঞ্জের সাহেবপাড়া এলাকায় একটি বহু প্রাচীন পুকুর রয়েছে এবং সেই পুকুরের গা-ঘেষেই একটি বহুতল নির্মাণ চলছে । ইতিমধ্যেই দোতলা পর্যন্ত ওই নির্মাণ হয়ে গিয়েছে । অভিযোগ উঠছে, পুকুরের বেশ কিছুটা অংশ ভরাট করে ওই নির্মাণ করা হচ্ছে । স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন । পাশাপাশি আসানসোল পৌরনিগমের বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারিও এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন । চৈতালি তেওয়ারি জানিয়েছেন, অর্থবান মানুষরা দুর্নীতি করলে সবাই সে বিষয়ে চুপ থাকে ।

রানিগঞ্জে পুকুর বুজিয়ে বহুতল নির্মাণের অভিযোগ

আরও পড়ুন : পুকুর বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ, ‘টক টু মেয়রে’ জানিয়েও হয়নি সুরাহা

অভিযোগ, যার নামে পুকুর রয়েছে সেই ব্যক্তি নিজেই পুকুর ভরাট করে নির্মাণ করার চেষ্টা চালাচ্ছে । রানিগঞ্জ বরো অফিসের অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ কোনার বলেন, "আমরা বিষয়টি জানার পরেই সেখানে পুলিশ পাঠিয়েছি এবং নোটিশ পাঠিয়ে নির্মাণ বন্ধ কাজ করানো হয়েছে ।" ইন্দ্রজিৎবাবু স্পষ্ট জানিয়েছে, ওই নির্মাণের কোনও প্ল্যান নেই । তাহলে প্রশ্ন উঠছে বিনা প্ল্যানে কীভাবে ওই নির্মাণ দোতলা পর্যন্ত নির্মিত হয়ে গেল ?

অন্যদিকে, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানান, সাধারণ মানুষ সচেতন হলেই এই সমস্ত দুর্নীতিমূলক কাজ রোখা যায় । আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি । এর আগেও আমরা বেআইনি নির্মাণ ভেঙেছি । এক্ষেত্রেও যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আমরা এই নির্মাণ ভেঙে পুকুরটিকে আবার আগের চেহারায় ফিরিয়ে দেওয়া হবে ।

আসানসোল, 21 জুন : আসানসোল পৌরনিগমের 92 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রানিগঞ্জ সাহেবপাড়া চুড়িপট্টি এলাকায় পুকুর ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ উঠল (Filling Pond for Illegal Construction)। বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি । ঘটনার কথা সামনে আসতেই নোটিশ পাঠিয়েছে নির্মাণ বন্ধ করেছে আসানসোল পৌরনিগমের রানিগঞ্জ বরো অফিস । তবে প্রশ্ন উঠছে বিনা প্ল্যানে কীভাবে নির্মাণ দোতলা পর্যন্ত উঠে গেল ওই নির্মাণ ।

জানা গিয়েছে, রানিগঞ্জের সাহেবপাড়া এলাকায় একটি বহু প্রাচীন পুকুর রয়েছে এবং সেই পুকুরের গা-ঘেষেই একটি বহুতল নির্মাণ চলছে । ইতিমধ্যেই দোতলা পর্যন্ত ওই নির্মাণ হয়ে গিয়েছে । অভিযোগ উঠছে, পুকুরের বেশ কিছুটা অংশ ভরাট করে ওই নির্মাণ করা হচ্ছে । স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন । পাশাপাশি আসানসোল পৌরনিগমের বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারিও এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন । চৈতালি তেওয়ারি জানিয়েছেন, অর্থবান মানুষরা দুর্নীতি করলে সবাই সে বিষয়ে চুপ থাকে ।

রানিগঞ্জে পুকুর বুজিয়ে বহুতল নির্মাণের অভিযোগ

আরও পড়ুন : পুকুর বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ, ‘টক টু মেয়রে’ জানিয়েও হয়নি সুরাহা

অভিযোগ, যার নামে পুকুর রয়েছে সেই ব্যক্তি নিজেই পুকুর ভরাট করে নির্মাণ করার চেষ্টা চালাচ্ছে । রানিগঞ্জ বরো অফিসের অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ কোনার বলেন, "আমরা বিষয়টি জানার পরেই সেখানে পুলিশ পাঠিয়েছি এবং নোটিশ পাঠিয়ে নির্মাণ বন্ধ কাজ করানো হয়েছে ।" ইন্দ্রজিৎবাবু স্পষ্ট জানিয়েছে, ওই নির্মাণের কোনও প্ল্যান নেই । তাহলে প্রশ্ন উঠছে বিনা প্ল্যানে কীভাবে ওই নির্মাণ দোতলা পর্যন্ত নির্মিত হয়ে গেল ?

অন্যদিকে, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানান, সাধারণ মানুষ সচেতন হলেই এই সমস্ত দুর্নীতিমূলক কাজ রোখা যায় । আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি । এর আগেও আমরা বেআইনি নির্মাণ ভেঙেছি । এক্ষেত্রেও যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আমরা এই নির্মাণ ভেঙে পুকুরটিকে আবার আগের চেহারায় ফিরিয়ে দেওয়া হবে ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.