দুর্গাপুর, 14 জুলাই : বর্ষার রাতে উত্তাল দামোদর সাঁতরে পার হয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৷ এখন আর সে যুগ নেই ৷ কিন্তু এই একবিংশ শতাব্দীতেও ব্রিজ, নৌকার অভাবে প্রাণ হাতে করে নিয়ে নদী পারাপার করতে হচ্ছে ৷ পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুরে এমনই দৃশ্য দেখা গিয়েছে ৷ সাঁতরে নদের এপার থেকে ওপারে যেতে হচ্ছে ৷
কাঁকসার শিবপুরের অজয় নদে বন্ধ নৌকাে পরিষেবা । গত তিনদিন ধরে বন্ধ রয়েছে পরিষেবা ৷ প্রশাসনের কোনও নজরদারি নেই । একদিকে শিবপুর অন্যদিকে বীরভূমের জয়দেব পারাপার করতে হয় অজয় নদের অস্থায়ী ব্রিজ দিয়ে ৷ কিন্তু বর্ষায় অস্থায়ী ব্রিজ ভেঙে যাওয়ায় বর্তমানে অজয়ের স্রোতের মধ্যে পারাপার করতে হচ্ছে । বুধবার নদ পার হতে গিয়ে এক মহিলা তলিয়ে যেতে যেতে বেঁচে যান ৷ যাতায়াতকারী মানুষজনদের অভিযোগ, নৌকা পরিষেবা বন্ধ থাকার জন্য তাদের চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে । জীবন হাতে নিয়ে সাঁতার কেটে অজয় নদে পারাপার করতে হচ্ছে ।
আরও পড়ুন : সমুদ্রে ফের ট্রলার ডুবি, নিখোঁজ নামখানার 10 মৎস্যজীবী
বুধবার সকাল থেকেই এভাবেই অজয় নদ পারাপার করতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে । কাঁধে করে সাইকেল বাচ্চাদের নিয়ে পারাপার করতে দেখা যায় যাতায়াতকারী মানুষজনদের । যেকোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে । ঝুঁকি নিয়ে পারাপারকারী মানুষজনের একাংশ অভিযোগ করছেন, এভাবেই তাঁদের পারাপার করতে হয় জীবন হাতে নিয়ে । কবে শেষ হবে অজয়ের নতুন স্থায়ী ব্রিজ সেদিকেই তাকিয়ে দুই জেলার মানুষ । বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য গিরিধারী সিনহা জানান, প্রশাসনের নজরদারি ও আমজনতার সচেতনতার প্রয়োজন রয়েছে ।