ETV Bharat / state

চাকরির নামে প্রতারণা, অভিযুক্তদের বাড়ির সামনে বিক্ষোভ ভুক্তভোগীদের - পাণ্ডবেশ্বর

চাকরির প্রতিশ্রুতি দিয়ে এলাকার মহিলাদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ যুগলের বিরুদ্ধে ৷ দু’বছর অপেক্ষার পরও চাকরি না পেয়ে অভিযুক্তদের বাড়ির সামনে বিক্ষোভ প্রতারিতদের ৷ বুধবারের ঘটনা ঘিরে অশান্তি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধ নিউ সেন্টার এলাকায় ৷

fraud allegation against two, agitation in Pandabeswar
চাকরির নামে প্রতারণা, অভিযুক্তদের বাড়ির সামনে বিক্ষোভ ভুক্তভোগীদের
author img

By

Published : Jun 2, 2021, 3:07 PM IST

দুর্গাপুর, 2 জুন : আইনজীবী পরিচয় দিয়ে গত প্রায় দু’বছর ধরে প্রতারণার অভিযোগ ৷ কাঠগড়ায় এলাকারই এক যুবক ও তাঁর বান্ধবী ৷ দীর্ঘ অপেক্ষার পর চাকরি না পেয়ে টাকা ফেরতের দাবিতে সরব হন ভুক্তভোগীরা ৷ করেন প্রতারণার অভিযোগ ৷ বুধবারের ঘটনা ঘিরে অশান্তি ছড়াল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধ নিউ সেন্টার এলাকায় ৷

স্থানীয় সূত্রে খবর, চাকরি দেওয়ার নাম করে এলাকার কয়েক হাজার মহিলার কাছ থেকে টাকা তুলেছিলেন অরুণ ভারতী ও তাঁর বান্ধবী বিন্দু যশোরা ৷ অভিযোগ, কারোও কাছ থেকে পাঁচ হাজার, কারো কাছ থেকে 10 হাজার টাকা তুলেছিলেন তাঁরা ৷ প্রতিশ্রুতি দিয়েছিলেন এই টাকার বিনিময়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি স্কুলেও চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে ৷ এমনকী, টাকা নিয়ে চাকরিপ্রার্থীদের অনেককে ভুয়ো পরিচয়পত্রও তৈরি করে দেন অরুণ ৷ তবে শেষমেশ তাঁদের কেউই চাকরি পাননি ৷

ভুক্তভোগী মহিলাদের অভিযোগ, বার বার চাকরির কথা বলা হলেও অরুণ ভারতী ও বিন্দু যশোরা বিষয়টি এড়িয়ে গিয়েছেন ৷ এই অবস্থায় বুধবার সকালে অভিযুক্ত দু’জনের বাড়ির সামনে গিয়ে প্রতারিতরা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ বিপদ বুঝে গা-ঢাকা দেন দুই অভিযুক্ত ৷

অবিলম্বে টাকা ফেরত চান ভুক্তভোগীরা ৷

আরও পড়ুন : পুলিশ আধিকারিকের পরিচয়ে কুড়ি হাজারের প্রতারণা

এরপরই অরুণ ভারতী ও তাঁর বান্ধবী বিন্দু যশোরার বিরুদ্ধে পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিতরা ৷ বাড়ির সামনে ভিড় দেখে ভয় পেয়ে যান অরুণ ও বিন্দুর পরিবারের সদস্যরা ৷ অরুণের মা জানান, সকলকেই টাকা ফেরত দিয়ে দেওয়া হবে ৷ যদিও তাঁর ছেলে কোথায় রয়েছেন, তা চেপে যান তিনি ৷ এতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রতারিতরা ৷ তাঁদের সাফ কথা, অভিযুক্তদের এলাকায় থাকতে দেওয়া হবে না ৷ তার আগে প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে ৷ অভিযোগ, এলাকার মহিলাদের কাছ থেকে টাকা তুলে তাঁদের চাকরি না দিলেও নিজেদের জীবনযাত্রা পাল্টে ফেলেছিলেন অরুণ ও বিন্দু ৷ কিনেছিলেন চারচাকা গাড়ি ৷ জীবনযাপনও ছিল বিলাসবহুল ৷

দুর্গাপুর, 2 জুন : আইনজীবী পরিচয় দিয়ে গত প্রায় দু’বছর ধরে প্রতারণার অভিযোগ ৷ কাঠগড়ায় এলাকারই এক যুবক ও তাঁর বান্ধবী ৷ দীর্ঘ অপেক্ষার পর চাকরি না পেয়ে টাকা ফেরতের দাবিতে সরব হন ভুক্তভোগীরা ৷ করেন প্রতারণার অভিযোগ ৷ বুধবারের ঘটনা ঘিরে অশান্তি ছড়াল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধ নিউ সেন্টার এলাকায় ৷

স্থানীয় সূত্রে খবর, চাকরি দেওয়ার নাম করে এলাকার কয়েক হাজার মহিলার কাছ থেকে টাকা তুলেছিলেন অরুণ ভারতী ও তাঁর বান্ধবী বিন্দু যশোরা ৷ অভিযোগ, কারোও কাছ থেকে পাঁচ হাজার, কারো কাছ থেকে 10 হাজার টাকা তুলেছিলেন তাঁরা ৷ প্রতিশ্রুতি দিয়েছিলেন এই টাকার বিনিময়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি স্কুলেও চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে ৷ এমনকী, টাকা নিয়ে চাকরিপ্রার্থীদের অনেককে ভুয়ো পরিচয়পত্রও তৈরি করে দেন অরুণ ৷ তবে শেষমেশ তাঁদের কেউই চাকরি পাননি ৷

ভুক্তভোগী মহিলাদের অভিযোগ, বার বার চাকরির কথা বলা হলেও অরুণ ভারতী ও বিন্দু যশোরা বিষয়টি এড়িয়ে গিয়েছেন ৷ এই অবস্থায় বুধবার সকালে অভিযুক্ত দু’জনের বাড়ির সামনে গিয়ে প্রতারিতরা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ বিপদ বুঝে গা-ঢাকা দেন দুই অভিযুক্ত ৷

অবিলম্বে টাকা ফেরত চান ভুক্তভোগীরা ৷

আরও পড়ুন : পুলিশ আধিকারিকের পরিচয়ে কুড়ি হাজারের প্রতারণা

এরপরই অরুণ ভারতী ও তাঁর বান্ধবী বিন্দু যশোরার বিরুদ্ধে পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিতরা ৷ বাড়ির সামনে ভিড় দেখে ভয় পেয়ে যান অরুণ ও বিন্দুর পরিবারের সদস্যরা ৷ অরুণের মা জানান, সকলকেই টাকা ফেরত দিয়ে দেওয়া হবে ৷ যদিও তাঁর ছেলে কোথায় রয়েছেন, তা চেপে যান তিনি ৷ এতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রতারিতরা ৷ তাঁদের সাফ কথা, অভিযুক্তদের এলাকায় থাকতে দেওয়া হবে না ৷ তার আগে প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে ৷ অভিযোগ, এলাকার মহিলাদের কাছ থেকে টাকা তুলে তাঁদের চাকরি না দিলেও নিজেদের জীবনযাত্রা পাল্টে ফেলেছিলেন অরুণ ও বিন্দু ৷ কিনেছিলেন চারচাকা গাড়ি ৷ জীবনযাপনও ছিল বিলাসবহুল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.