জামুরিয়া, 11 অগস্ট: ভুয়ো আইএএস, আইপিএস এবং সিবিআই অফিসারের পর এবার ভুয়ো পঞ্চায়েত প্রধান ৷ ঘটনায় কাঠগড়ায় তৃণমূল অঞ্চল সভাপতি । বুধবার জামুড়িয়ার তপসি পঞ্চায়েত অফিসে প্রধানের চেয়ারে বসে ছবি তোলেন তৃণমূল নেতা রাজু মুখোপাধ্যায় । সেই ছবি তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করেন । যার পর নেতার অনুগামীরা কমেন্টে ভরিয়ে দেয়। মূহুর্তের মধ্যেই সেই ছবি ভাইরাল হয় । তারপরেই শুরু হয় বিতর্ক ।
পঞ্চায়েত প্রধান সুশান্ত গোপ দুপুরে যখন অফিসে ছিলেন না তখন এই কাণ্ড ঘটান অভিযুক্ত তৃণমূল নেতা । ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ ব্লক প্রশাসন । প্রধানের চেয়ারকে অবমাননা করার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে । অভিযুক্ত রাজু মুখোপাধ্যায় বলেন, "আমি মজার ছলে ছবিটি তুলেছি । এর বেশি কিছু নয় ।"
আরও পড়ুন: বর্ণ পরিচয় হাতে বাংলা ক্লাসে আরপিএফ জওয়ানরা
এই ঘটনায় বিরোধীরা আক্রমণ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বকে । শিক্ষার অভাব থেকেই তৃণমূল নেতা-কর্মীরা এই কাণ্ড করছেন বলে তাদের অভিযোগ । বিজেপির কটাক্ষ, এই তৃণমূল নেতার আর দোষ কী ? সরকারি অফিস আর পার্টি অফিসের ফারাক তৃণমূল নেতা-কর্মীরা জানেন না বলেই এই ধরণের ঘটনা ঘটেছে । এটাই ওদের সংস্কৃতি ।