ETV Bharat / state

Old Woman Death: মহিলা সিভিক ভলান্টিয়ারের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে আপত্তি, দুর্গাপুরে শাশুড়িকে খুনে অভিযুক্ত বধূ

Old Woman Death in Durgapur: মহিলা সিভিক ভলান্টিয়ারের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক দুর্গাপুরের গৃহবধূর ৷ আপত্তি করায় শাশুড়িকে মারধরের অভিযোগ বধূর বিরুদ্ধে ৷ পরে বৃদ্ধা শাশুড়ির মৃত্যু হয় ৷ মৃতার ছেলের অভিযোগের ভিত্তিতে আপাতত বধূ ও বধূর বাবাকে আটক করেছে পুলিশ ৷ তদন্ত শুরু হয়েছে ৷

Old Woman Death
Old Woman Death
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 4:58 PM IST

দুর্গাপুর, 10 নভেম্বর: বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল দুর্গাপুরে ৷ অভিযোগ, পুত্রবধূর মারধরে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে ৷ ওই বৃদ্ধার পুত্রবধূ এক মহিলা সিভিক ভলান্টিয়ারের সঙ্গে ‘অন্তরঙ্গ’ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ৷ সেই নিয়ে অশান্তির জেরে ওই বৃদ্ধাকে মারধর করেন পুত্রবধূ ৷ তার জেরেই মৃত্যু হয় ৷ মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ ৷ অভিযুক্ত পুত্রবধূ ও তাঁর বাবাকে আটক করা হয়েছে ৷ মৃত্যুর সঠিক কারণ জানতে আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ ৷

মৃত বৃদ্ধার বাড়ি শিল্পাঞ্চল দুর্গাপুরের বেনাচিতি এলাকায় ৷ তাঁর ছেলের অভিযোগ, আসানসোলের একটি থানায় কর্মরত এক মহিলা সিভিক ভলান্টিয়ারের সঙ্গে তাঁর স্ত্রীর ‘অন্তরঙ্গ’ সম্পর্ক তৈরি হয় ৷ তাঁর বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল ওই মহিলা সিভিক ভলান্টিয়ারের ৷ তাঁর মা একদিন তাঁর স্ত্রী ও মহিলা সিভিক ভলান্টিয়ারকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেন ৷ তার পর থেকেই মাঝেমাঝে এই নিয়ে পরিবারে অশান্তি হত ৷

তিনিও এই নিয়ে আপত্তি করেন ৷ পরিবারের অন্য সদস্যরাও আপত্তি করেন এই ধরনের সম্পর্ক নিয়ে ৷ কিন্তু এই নিয়ে ওই বধূ শ্বশুরবাড়ির সদস্যদের উপর মানসিক নির্যাতন করেন বলে অভিযোগ ৷ এই কাজে বধূর দাদা ও বাবা মদত দিত বলেও মৃতার ছেলে দাবি করেছেন ৷

অভিযোগ, প্রায় বছর দুয়েক ধরে চলা এই অশান্তি গত 29 অক্টোবর চরম আকার ধারণ করে ৷ সেই সময় ওই বৃদ্ধাকে তাঁর পুত্রবধূ এবং ওই মহিলা সিভিক ভলান্টিয়ার মারধর করেন ৷ সেই সময় বধূর দাদা ও বাবা ঘটনাস্থলেই ছিলেন ৷ তাঁরা নীরব দর্শকের ভূমিকা নেন ৷ বধূর স্বামী মাকে বাঁচাতে যান ৷ তিনিও আহত হন ৷ কিন্তু তাঁরা এই নিয়ে কোনও আইনি পদক্ষেপ করার আগেই ওই বধূ থানায় অভিযোগ দায়ের করেন ৷

মৃতার ছেলে জানিয়েছেন, ঘটনার পরদিন তাঁর মাকে আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁর মায়ের প্রাথমিক চিকিৎসা হয় ৷ সেখান থেকে তিনি মাকে বাড়ি ফিরিয়ে আনেন ৷ এর পর তাঁর মায়ের শারীরিক অবস্থার অবনতি হয় ৷ তখন দুর্গাপুরের বিভিন্ন হাসপাতালে ভরতির চেষ্টা করেন তিনি ৷ শেষে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মাকে ভরতি করান ৷ বৃহস্পতিবার বিকেলে সেখানেই ওই বৃদ্ধার মৃত্যু হয় ৷

এই ঘটনায় ওই ব্যক্তি নিজের স্ত্রীকে কাঠগড়ায় তুলেছেন ৷ তাঁর দাবি, তাঁর মায়ের মৃত্যুর জন্য তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেরা এবং ওই মহিলা সিভিক ভলান্টিয়ার দায়ী ৷ তিনি এই ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে ওই বধূ ও বধূর বাবাকে পুলিশ আটক করেছে ৷

যে বেসরকারি হাসপাতালে ওই বৃদ্ধা ভরতি ছিলেন, তার ডিরেক্টর পঙ্কজ মুখোপাধ্যায় জানান, এসকেমিক আঘাতে মৃত্যু হয় । মাথায় একটা আঘাত লাগার ফলে অপারেশন করা হয় । কিন্তু বয়সজনিত কারণে অপারেশনের ধকল সহ্য করতে পারেননি ওই বৃদ্ধা ।

শুক্রবার ওই বৃদ্ধার মৃতদেহের ময়নাতদন্ত হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে । আসানসোল-দুর্গাপুরের এসিপি (দুর্গাপুর) তথাগত পাণ্ডে বলেন, "ঘটনার কথা আমরা শুনেছি । পুলিশ দু’জনকে আটক করেছে । তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে । অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।"

আরও পড়ুন:

  1. পরকীয়া সন্দেহে স্ত্রীকে 'খুন' স্বামীর, পলাতক অভিযুক্ত
  2. 'বাবা, তুমি বেরোলেই একটা আংকেল এসে মাকে ঘরে নিয়ে যায় ! আমাকে ওরা ভয় দেখায়, মারে...'
  3. মেদিনীপুরে যুবকের রহস্যমৃত্যু, পরকীয়ার কারণে খুন করল স্ত্রী ?

দুর্গাপুর, 10 নভেম্বর: বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল দুর্গাপুরে ৷ অভিযোগ, পুত্রবধূর মারধরে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে ৷ ওই বৃদ্ধার পুত্রবধূ এক মহিলা সিভিক ভলান্টিয়ারের সঙ্গে ‘অন্তরঙ্গ’ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ৷ সেই নিয়ে অশান্তির জেরে ওই বৃদ্ধাকে মারধর করেন পুত্রবধূ ৷ তার জেরেই মৃত্যু হয় ৷ মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ ৷ অভিযুক্ত পুত্রবধূ ও তাঁর বাবাকে আটক করা হয়েছে ৷ মৃত্যুর সঠিক কারণ জানতে আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ ৷

মৃত বৃদ্ধার বাড়ি শিল্পাঞ্চল দুর্গাপুরের বেনাচিতি এলাকায় ৷ তাঁর ছেলের অভিযোগ, আসানসোলের একটি থানায় কর্মরত এক মহিলা সিভিক ভলান্টিয়ারের সঙ্গে তাঁর স্ত্রীর ‘অন্তরঙ্গ’ সম্পর্ক তৈরি হয় ৷ তাঁর বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল ওই মহিলা সিভিক ভলান্টিয়ারের ৷ তাঁর মা একদিন তাঁর স্ত্রী ও মহিলা সিভিক ভলান্টিয়ারকে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেন ৷ তার পর থেকেই মাঝেমাঝে এই নিয়ে পরিবারে অশান্তি হত ৷

তিনিও এই নিয়ে আপত্তি করেন ৷ পরিবারের অন্য সদস্যরাও আপত্তি করেন এই ধরনের সম্পর্ক নিয়ে ৷ কিন্তু এই নিয়ে ওই বধূ শ্বশুরবাড়ির সদস্যদের উপর মানসিক নির্যাতন করেন বলে অভিযোগ ৷ এই কাজে বধূর দাদা ও বাবা মদত দিত বলেও মৃতার ছেলে দাবি করেছেন ৷

অভিযোগ, প্রায় বছর দুয়েক ধরে চলা এই অশান্তি গত 29 অক্টোবর চরম আকার ধারণ করে ৷ সেই সময় ওই বৃদ্ধাকে তাঁর পুত্রবধূ এবং ওই মহিলা সিভিক ভলান্টিয়ার মারধর করেন ৷ সেই সময় বধূর দাদা ও বাবা ঘটনাস্থলেই ছিলেন ৷ তাঁরা নীরব দর্শকের ভূমিকা নেন ৷ বধূর স্বামী মাকে বাঁচাতে যান ৷ তিনিও আহত হন ৷ কিন্তু তাঁরা এই নিয়ে কোনও আইনি পদক্ষেপ করার আগেই ওই বধূ থানায় অভিযোগ দায়ের করেন ৷

মৃতার ছেলে জানিয়েছেন, ঘটনার পরদিন তাঁর মাকে আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁর মায়ের প্রাথমিক চিকিৎসা হয় ৷ সেখান থেকে তিনি মাকে বাড়ি ফিরিয়ে আনেন ৷ এর পর তাঁর মায়ের শারীরিক অবস্থার অবনতি হয় ৷ তখন দুর্গাপুরের বিভিন্ন হাসপাতালে ভরতির চেষ্টা করেন তিনি ৷ শেষে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মাকে ভরতি করান ৷ বৃহস্পতিবার বিকেলে সেখানেই ওই বৃদ্ধার মৃত্যু হয় ৷

এই ঘটনায় ওই ব্যক্তি নিজের স্ত্রীকে কাঠগড়ায় তুলেছেন ৷ তাঁর দাবি, তাঁর মায়ের মৃত্যুর জন্য তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেরা এবং ওই মহিলা সিভিক ভলান্টিয়ার দায়ী ৷ তিনি এই ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে ওই বধূ ও বধূর বাবাকে পুলিশ আটক করেছে ৷

যে বেসরকারি হাসপাতালে ওই বৃদ্ধা ভরতি ছিলেন, তার ডিরেক্টর পঙ্কজ মুখোপাধ্যায় জানান, এসকেমিক আঘাতে মৃত্যু হয় । মাথায় একটা আঘাত লাগার ফলে অপারেশন করা হয় । কিন্তু বয়সজনিত কারণে অপারেশনের ধকল সহ্য করতে পারেননি ওই বৃদ্ধা ।

শুক্রবার ওই বৃদ্ধার মৃতদেহের ময়নাতদন্ত হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে । আসানসোল-দুর্গাপুরের এসিপি (দুর্গাপুর) তথাগত পাণ্ডে বলেন, "ঘটনার কথা আমরা শুনেছি । পুলিশ দু’জনকে আটক করেছে । তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে । অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।"

আরও পড়ুন:

  1. পরকীয়া সন্দেহে স্ত্রীকে 'খুন' স্বামীর, পলাতক অভিযুক্ত
  2. 'বাবা, তুমি বেরোলেই একটা আংকেল এসে মাকে ঘরে নিয়ে যায় ! আমাকে ওরা ভয় দেখায়, মারে...'
  3. মেদিনীপুরে যুবকের রহস্যমৃত্যু, পরকীয়ার কারণে খুন করল স্ত্রী ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.