ETV Bharat / state

স্পর্শ ছাড়াই হাতের জীবাণুমুক্তি, দিশা দেখাল দুর্গাপুরের CMERI

author img

By

Published : May 6, 2020, 5:30 PM IST

ছবি
ছবি

এই পোর্টেবল টাচ ফ্রি সোপ কাম ওয়াটার ডিস্পেন্সিং সিস্টেমে কল স্পর্শ না করেই সাবান জল দিয়ে হাত ধোওয়া যাবে ।

দুর্গাপুর, 6 মে : কোরোনা মোকাবিলায় বারবার প্রাথমিক স্বাস্থ্য়বিধি মেনে চলার কথা বলা হচ্ছে । সংক্রমণ থেকে বাঁচতে হাত ধোয়ার তথা জীবাণমুক্ত করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা । এবার হাতকে জীবাণুমুক্ত করার জন্য পোর্টেবল টাচ ফ্রি সোপ কাম ওয়াটার ডিস্পেন্সিং সিস্টেম তৈরি করলেন দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট(CMERI)-এর গবেষকরা ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র নির্দেশানুসারে কমপক্ষে কুড়ি সেকেন্ড হাতের বিভিন্ন অংশকে ভালো করে ধুতে হবে অথবা স্যানিটাইজ়়ার দিয়ে হাত জীবাণুমুক্ত করতে হবে। সংক্রমণ এড়াতে প্রত্যেককে এই প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে । সেকথা মাথায় রেখেই এবার দুর্গাপুরের CMERI- এর গবেষকরা এবার টাচ ফ্রি সোপ কাম ওয়াটার ডিসপেনসিং সিস্টেম তৈরি করলেন । গবেষকরা জানাচ্ছেন, হাসপাতাল থেকে শপিং মল, রেস্তরাঁ থেকে আদালত জনবহুল এলাকাগুলিতে ওয়াশ বেশিনে এই ছোট্ট যন্ত্রটি বসানো যেতে পারে।

গবেষকরা জানান, সবচেয়ে বড় বিষয় হাত ধুতে গেলে কল স্পর্শ করতে হয়। আর সেই কলে জীবাণু থাকতেই পারে। হাত ধোওয়ার পরও আপনাকে জল বন্ধ করতে হয় । তাই এতে সংক্রমণের আশঙ্কা থেকে যেতে পারে। আর এই সংক্রমণ এড়াতেই এই পোর্টেবল টাচ ফ্রি সোপ কাম ওয়াটার ডিস্পেন্সিং সিস্টেমের ছোট্ট যন্ত্রটিতে বসানো আছে সেন্সর । সেন্সরের কাছে হাত নিয়ে গেলেই সাবান জল বেরিয়ে আসবে । একটি নির্দিষ্ট সময়ে জল বেরোনো বন্ধ হয়ে যাবে । কোথাও কোনওরকম স্পর্শ করার প্রয়োজন হবে না । কিন্তু হাত ধোওয়া হয়ে যাবে ।

এবিষয়ে CMERI-র ডিরেক্টর হরিশ হিরানি বলেন, "যেখানে বহু মানুষের সমাগম হয়, সেখানে হাত জীবাণুমুক্ত করার জন্য এই পোর্টেবল টাচ ফ্রি সোপ কাম ওয়াটার ডিস্পেন্সিং সিস্টেম অত্যন্ত জরুরি। এখন দেখার, এই যন্ত্র যাতে যথাযথ ব্যবহার করা হয় । এটি যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়।"

ইতিমধ্যেই স্পর্শহীন হাত ধোওয়ার এই ছোটো যন্ত্র নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে কাঁকসার রাজবাঁধের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আধিকারিকরা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.