ETV Bharat / state

লকডাউনের মধ্যে গরিবদের হাতে চাল-ডাল তুলে দিলেন পুলিশকর্মীরা - কোরোনা কলকাতা

আজ দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DC (পূর্ব) এলাকার বিভিন্ন থানা এলাকার পুলিশকর্মীরা নিজের নিজের এলাকার দীনদুঃখী মানুষদের খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ৷

Durgapur asansol police workers gave groceries to the poor people in lockdown
লকডাউনের মধ্যে গরিবদের হাতে চাল-ডাল তুলে দিলেন পুলিশকর্মীরা
author img

By

Published : Mar 27, 2020, 9:53 PM IST

Updated : Mar 27, 2020, 10:48 PM IST

দুর্গাপুর, 27 মার্চ : শহরজুড়ে চলছে লকডাউন ৷ কোরোনা মোকাবিলায় শুধুমাত্র এ রাজ্যেই নয় দেশজুড়ে এবং বিশ্বজুড়ে চলছে লকডাউন ৷ আজ তার তৃতীয় দিন ৷ সাধারণ মানুষ এই লকডাউনের মধ্যেও রাস্তায় বেরিয়ে পড়ছে ৷ সেকারণে পুলিশ এই লকডাউন মানতে বাধ্য করতে বেশ কঠোর ৷ তবে এরই মধ্যে আজ এক অন্য দৃশ্য দেখা গেল দুর্গাপুরের আসানসোলে ৷

Durgapur asansol police workers gave groceries to the poor people in lockdown
লকডাউনের মধ্যে গরিবদের হাতে চাল-ডাল তুলে দিলেন পুলিশকর্মীরা

এ যেন এক অন্য পুলিশের ছবি দুর্গাপুরের আসানসোলে ৷ আজ দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DC (পূর্ব) এলাকার বিভিন্ন থানা এলাকার পুলিশকর্মীরা নিজের নিজের এলাকার দীনদুঃখী মানুষদের খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ৷ অন্যদিকে, আজ দুর্গাপুর ট্রাফিক পুলিশের অফিসার ইন চার্জ মনোরঞ্জন মণ্ডল ও কয়েকজন সিভিক ভলেন্টিয়র একটি রক্তদান শিবিরে রক্তও দেন ৷

দুর্গাপুর, 27 মার্চ : শহরজুড়ে চলছে লকডাউন ৷ কোরোনা মোকাবিলায় শুধুমাত্র এ রাজ্যেই নয় দেশজুড়ে এবং বিশ্বজুড়ে চলছে লকডাউন ৷ আজ তার তৃতীয় দিন ৷ সাধারণ মানুষ এই লকডাউনের মধ্যেও রাস্তায় বেরিয়ে পড়ছে ৷ সেকারণে পুলিশ এই লকডাউন মানতে বাধ্য করতে বেশ কঠোর ৷ তবে এরই মধ্যে আজ এক অন্য দৃশ্য দেখা গেল দুর্গাপুরের আসানসোলে ৷

Durgapur asansol police workers gave groceries to the poor people in lockdown
লকডাউনের মধ্যে গরিবদের হাতে চাল-ডাল তুলে দিলেন পুলিশকর্মীরা

এ যেন এক অন্য পুলিশের ছবি দুর্গাপুরের আসানসোলে ৷ আজ দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DC (পূর্ব) এলাকার বিভিন্ন থানা এলাকার পুলিশকর্মীরা নিজের নিজের এলাকার দীনদুঃখী মানুষদের খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ৷ অন্যদিকে, আজ দুর্গাপুর ট্রাফিক পুলিশের অফিসার ইন চার্জ মনোরঞ্জন মণ্ডল ও কয়েকজন সিভিক ভলেন্টিয়র একটি রক্তদান শিবিরে রক্তও দেন ৷

Last Updated : Mar 27, 2020, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.