দুর্গাপুর, 20 নভেম্বর: ইস্পাত কারখানায় শ্রমিক মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন দুর্গাপুর ইস্পাত প্ল্যান্ট কর্তৃপক্ষ (Durgapur Steel Plant Accident) ৷ অন্যান্য দিনের মতোই রবিবার কারখানার কাজ শুরু হয়েছিল সকালেই ৷ তাল কাটল দুর্ঘটনায় ৷ ব্লাস্ট ফার্নেস থেকে উত্তপ্ত গলিত লোহা নিয়ে যাওয়ার সময় একটি ল্যাডেল উলটে এক শ্রমিকের উপর পড়ে যাওয়াতেই দুর্ঘটনা ঘটে ৷ এই ঘটনাতে কাঠ গোড়ায় কারখানার শ্রমিক নিরাপত্তা ৷ প্রশ্ন উঠেছে কিভাবে কারখানা লেকোতে গলিত উত্তপ্ত লোহা কীভাবে যাচ্ছিল সেই সমস্ত বিষয় খতিয়ে দেখাতেই তদন্তের নির্দেশ দিয়েছেন ডিএসপি কতৃপক্ষ ৷
সূূত্রের খবর, এই ঘটনার পরেই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন কর্মীরা ৷ দুর্ঘটনার জেরে সব শ্রমিক সংগঠনও নিরাপত্তার দাবি জানিয়ে ৷ পরিস্থিতি সামাল দিতে আসরে নামে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ ৷ ঘটনার কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশদেন ডিএসপি কতৃপক্ষ ৷
আরও পড়ুন: দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় মৃত কর্মী, আহত 3
কারখানা সূত্রে খবর, গলিত উত্তপ্ত তরল লোহা যখন লোকোতে যাচ্ছিল সেই সময় একটি ল্যাডেল বা টব লক করা ছিল না ৷ সেই টবটি কোনও কারণে ছলকে গিয়ে উত্তপ্ত গলিত তরল লোহা গিয়ে পড়ে পি ডব্লিউই বিভাগের কর্মরত 4 ঠিকা শ্রমিকের গায়ে ৷ দুর্ঘটনায় সম্পূর্ণ পুড়ে গিয়ে ঘটনাস্থালে মৃত্যু হয় এক কর্মীর ৷ গুরুতর জখম অবস্থায় বাকি 3 কর্মী হাসাপাতালে চিকিৎসাধীন ৷
আরও পড়ুন: প্রাক্তন নৌসেনা কর্মীর দেহাংশের খোঁজে ডুবুরি
উল্লেখ্য, এটাই প্রথম নয় এর আগেও দুর্গাপুর ইস্পাত কারখানায় কখনো গ্যাস লিক করে আবার কখনো বা লোহার কাঠামো ভেঙে পড়ে বহু ঠিকা কর্মীর মৃত্যু হয়েছে । অধিকাংশ ক্ষেত্রেই কর্তৃপক্ষের উদাসীনতা সামনে এসেছে ৷ বলা যায় শ্রমিক নিরাপত্তার প্রশ্নে ডিএসপি কারখানা এখন শ্রমিকদের কাছে ‘কালখানা’তে পরিনত হয়েছে ৷