আসানসোল, 4 এপ্রিল : কোরোনা মোকাবিলায় প্রায় 1 লাখ টাকার আর্থিক অনুদান দিল আসানসোলের একটি স্বেচ্ছাসেবী সংস্থা । মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য সেই টাকা দান করে তারা ।
কোরোনা নিয়ে সরকার যেমন লড়ছে, তেমনি সরকারের পাশে থেকেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়িক সংগঠন ও প্রতিষ্ঠান । আবার অনেকেই ব্যক্তিগতভাবে অনুদান দিচ্ছেন । এবার আসানসোলের এই স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছে সরকারের পাশে দাঁড়াতে । বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের হাতে ত্রাণ তহবিলের জন্য তুলে দিলেন 1 লাখ 11 হাজার 111 টাকার অনুদান ।
সংগঠনের পক্ষ থেকে সুব্রত ভট্টাচার্য বলেন, " সংগঠনের সদস্যরা ব্যক্তিগতভাবে টাকা দান করেছেন । সেই অনুদানের টাকাই আমরা কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারের ত্রাণ তহবিলে দিলাম ।
তবে শুধু ত্রাণ তহবিল নয় , দুস্থ মানুষদের পাশেও দাঁড়িয়েছে এই সেচ্ছাসেবী সংস্থা । প্রায় 200 মানুষকে খাদ্য দেওয়ার কথা জানানো হয়েছে তাঁদের পক্ষ থেকে ।