ETV Bharat / state

Bangla Academy : ব্রাত্য বাংলা ! আসানসোল পৌরনিগমে শুধু হিন্দি ও উর্দু অ্যাকাডেমির বিশাল ভবন ; সরব বাংলাপক্ষ

Asansol Municipal Corporation: আসানসোল পৌরনিগমে আজও তৈরি হল না বাংলা অ্যাকাডেমি । অথচ পাঁচতলা ভবন নিয়ে চলছে উর্দু অ্যাকাডেমি । বিরাট ভবন ও গ্রন্থাগার নিয়ে হিন্দি অ্যাকাডেমিও বেশ জাঁকজমক । কিন্তু বাংলা অ্যাকাডেমির নুন্যতম কমিটিটুকু গঠন করতে পারেনি পৌরনিগম । পৌরকর্তারা আজও হচ্ছে-হবে বলেই আশ্বাস দিয়ে চলেছেন । যা নিয়ে সরব হয়েছে বাংলাপক্ষ ৷

Bangla Academy
বাংলা অ্যাকাডেমির দাবি
author img

By

Published : Aug 10, 2023, 3:08 PM IST

ব্রাত্য বাংলা ! শুধু হিন্দি ও উর্দু অ্যাকাডেমির বিশাল ভবন আসানসোল পৌরনিগমে; সরব বাংলাপক্ষ

আসানসোল, 10 অগস্ট: আসানসোল পৌরনিগমে রয়েছে হিন্দি ও উর্দু অ্যাকাডেমি ৷ তবে হচ্ছে হবে বলেও আজ পর্যন্ত সেখানে দেখা মিলল না বাংলা অ্যাকাডেমির ভবনের ৷ এ দিকে পৌরবোর্ডের বেশিরভাগ সদস্যই বাঙালি । একদিকে মুখ্যমন্ত্রী বাংলা ভাষার শেখার উপর জোর দিচ্ছেন ৷ অন্যদিকে তৃণমূল পরিচালিত পৌরবোর্ড এখনও বাংলা অ্যাকাডেমি গড়তে না পারায় সরব হয়েছে বাংলাপক্ষ ৷

বাংলাপক্ষের শীর্ষ পরিষদের সদস্য করবী রায় বলেন, "আমরা বারবার পৌরনিগমের কাছে আবেদন করেছি । যেখানে পৌরবোর্ডের বেশিরভাগ সদস্যই বাঙালি সেখানে বাংলা অ্যাকাডেমি করা যাচ্ছে না, এটা ওদের লজ্জা নয়? সাংস্কৃতিক জগতের মানুষরা কেন বিষয়টা নিয়ে সোচ্চার হচ্ছেন না বুঝতে পারছি না । একটা কমিটি বহুদিন আগে গঠিত হয়েছিল ৷ একটি মাত্র পত্রিকা প্রকাশ করেই সেই কমিটি কোথায় গেল কেউ জানে না । বলা হচ্ছে, আসানসোলে বাঙালি সংস্কৃতির মানুষজন এক হতে পারছেন না বলেই কমিটি হচ্ছে না । সবাইকে ডেকে আলোচনা করলেই সমস্যা মিটে যায় ।"

বিষয়টি নিয়ে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, " আমরা ইতিমধ্যেই মেয়র পারিষদ বৈঠকে বাংলা অ্যাকাডেমি নিয়ে আলোচনা সেরে ফেলেছি । খুব দ্রুত এই কমিটি গঠন করা হবে এবং বাংলার জন্য বাংলা সংস্কৃতির উন্নয়নের জন্য যা যা প্রয়োজন আমরা সবকিছুই করব ।"

আসানসোল পৌরনিগম সূত্রে খবর, জিতেন্দ্র তিওয়ারি মেয়র থাকাকালীন বাংলা অ্যাকাডেমি তৈরি করার চেষ্টা হয়েছিল । একটি কমিটিও গঠন হয় তখন । বাংলা অ্যাকাডেমির পক্ষ থেকে একটি পত্রিকারও প্রকাশ করা হয়েছিল । কিন্তু জিতেন্দ্র আসানসোল পৌরনিগমের প্রশাসনিক পদ ছেড়ে দেওয়ার পর বিশ বাঁও জলে বাংলা অ্যাকাডেমিও । বিরোধীদের দাবি , গত দেড় বছরে বাংলা অ্যাকাডেমি তৈরির তেমন কোন উদ্যোগই চোখে পড়েনি নতুন পৌরবোর্ডের ৷

আরও পড়ুন: মন্ত্রিসভায় পাশ রাজ্যের শিক্ষানীতি, সব স্কুলে বাধ্যতামূলক হচ্ছে ইংরেজি ও বাংলা ভাষা

জানা গিয়েছে, বাংলা অ্যাকাডেমি তৈরির একাধিকবার দাবি জানিয়েছে বাংলাপক্ষ ৷ কিন্তু বারবার দাবি জানালেও তাদেরকে কেবল আশ্বাস দেওয়া ছাড়া পৌরকর্তারা আর কিছুই করছেন না বলে অভিযোগ উঠেছে । অথচ হিন্দি এবং উর্দুর ক্ষেত্রে বিষয়টি একেবারেই উলটো । বেশ কয়েক বছর আগেই হিন্দি এবং উর্দু অ্যাকাডেমি তৈরি হয়েছে আসানসোলে । 5 তলা বিরাট ভবন নিয়ে আসানসোল উত্তর বিধানসভা এলাকায় রয়েছে উর্দু অ্যাকাডেমি । উর্দু সংস্কৃতি এবং ভাষার স্বার্থে প্রায়শই উর্দু অ্যাকাডেমি নানান অনুষ্ঠান এবং কার্যকলাপ করে আসছে ।

আসানসোলের অগ্নিকন্যা ভবনেও বিরাট ভবন তৈরি হয়েছে হিন্দি অ্যাকাডেমির জন্য । সম্প্রতি সেখানে একটি গ্রন্থাগারের উদ্বোধন করলেন আসানসলের সাংসদ 'বিহারী বাবু' শত্রুঘ্ন সিনহা । কিন্তু বাংলা কোথায়? উর্দু ও হিন্দি অ্যাকাডেমির যেখানে এত জাঁকজমক সেখানে বাংলা অ্যাকাডেমির সামান্যতম কমিটি তৈরি করতে পারেনি আসানসোল পৌরনিগম । ভবন তো দূরের কথা । সেই প্রশ্নই তুলছে বুদ্ধিজীবীমহল ৷

ব্রাত্য বাংলা ! শুধু হিন্দি ও উর্দু অ্যাকাডেমির বিশাল ভবন আসানসোল পৌরনিগমে; সরব বাংলাপক্ষ

আসানসোল, 10 অগস্ট: আসানসোল পৌরনিগমে রয়েছে হিন্দি ও উর্দু অ্যাকাডেমি ৷ তবে হচ্ছে হবে বলেও আজ পর্যন্ত সেখানে দেখা মিলল না বাংলা অ্যাকাডেমির ভবনের ৷ এ দিকে পৌরবোর্ডের বেশিরভাগ সদস্যই বাঙালি । একদিকে মুখ্যমন্ত্রী বাংলা ভাষার শেখার উপর জোর দিচ্ছেন ৷ অন্যদিকে তৃণমূল পরিচালিত পৌরবোর্ড এখনও বাংলা অ্যাকাডেমি গড়তে না পারায় সরব হয়েছে বাংলাপক্ষ ৷

বাংলাপক্ষের শীর্ষ পরিষদের সদস্য করবী রায় বলেন, "আমরা বারবার পৌরনিগমের কাছে আবেদন করেছি । যেখানে পৌরবোর্ডের বেশিরভাগ সদস্যই বাঙালি সেখানে বাংলা অ্যাকাডেমি করা যাচ্ছে না, এটা ওদের লজ্জা নয়? সাংস্কৃতিক জগতের মানুষরা কেন বিষয়টা নিয়ে সোচ্চার হচ্ছেন না বুঝতে পারছি না । একটা কমিটি বহুদিন আগে গঠিত হয়েছিল ৷ একটি মাত্র পত্রিকা প্রকাশ করেই সেই কমিটি কোথায় গেল কেউ জানে না । বলা হচ্ছে, আসানসোলে বাঙালি সংস্কৃতির মানুষজন এক হতে পারছেন না বলেই কমিটি হচ্ছে না । সবাইকে ডেকে আলোচনা করলেই সমস্যা মিটে যায় ।"

বিষয়টি নিয়ে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, " আমরা ইতিমধ্যেই মেয়র পারিষদ বৈঠকে বাংলা অ্যাকাডেমি নিয়ে আলোচনা সেরে ফেলেছি । খুব দ্রুত এই কমিটি গঠন করা হবে এবং বাংলার জন্য বাংলা সংস্কৃতির উন্নয়নের জন্য যা যা প্রয়োজন আমরা সবকিছুই করব ।"

আসানসোল পৌরনিগম সূত্রে খবর, জিতেন্দ্র তিওয়ারি মেয়র থাকাকালীন বাংলা অ্যাকাডেমি তৈরি করার চেষ্টা হয়েছিল । একটি কমিটিও গঠন হয় তখন । বাংলা অ্যাকাডেমির পক্ষ থেকে একটি পত্রিকারও প্রকাশ করা হয়েছিল । কিন্তু জিতেন্দ্র আসানসোল পৌরনিগমের প্রশাসনিক পদ ছেড়ে দেওয়ার পর বিশ বাঁও জলে বাংলা অ্যাকাডেমিও । বিরোধীদের দাবি , গত দেড় বছরে বাংলা অ্যাকাডেমি তৈরির তেমন কোন উদ্যোগই চোখে পড়েনি নতুন পৌরবোর্ডের ৷

আরও পড়ুন: মন্ত্রিসভায় পাশ রাজ্যের শিক্ষানীতি, সব স্কুলে বাধ্যতামূলক হচ্ছে ইংরেজি ও বাংলা ভাষা

জানা গিয়েছে, বাংলা অ্যাকাডেমি তৈরির একাধিকবার দাবি জানিয়েছে বাংলাপক্ষ ৷ কিন্তু বারবার দাবি জানালেও তাদেরকে কেবল আশ্বাস দেওয়া ছাড়া পৌরকর্তারা আর কিছুই করছেন না বলে অভিযোগ উঠেছে । অথচ হিন্দি এবং উর্দুর ক্ষেত্রে বিষয়টি একেবারেই উলটো । বেশ কয়েক বছর আগেই হিন্দি এবং উর্দু অ্যাকাডেমি তৈরি হয়েছে আসানসোলে । 5 তলা বিরাট ভবন নিয়ে আসানসোল উত্তর বিধানসভা এলাকায় রয়েছে উর্দু অ্যাকাডেমি । উর্দু সংস্কৃতি এবং ভাষার স্বার্থে প্রায়শই উর্দু অ্যাকাডেমি নানান অনুষ্ঠান এবং কার্যকলাপ করে আসছে ।

আসানসোলের অগ্নিকন্যা ভবনেও বিরাট ভবন তৈরি হয়েছে হিন্দি অ্যাকাডেমির জন্য । সম্প্রতি সেখানে একটি গ্রন্থাগারের উদ্বোধন করলেন আসানসলের সাংসদ 'বিহারী বাবু' শত্রুঘ্ন সিনহা । কিন্তু বাংলা কোথায়? উর্দু ও হিন্দি অ্যাকাডেমির যেখানে এত জাঁকজমক সেখানে বাংলা অ্যাকাডেমির সামান্যতম কমিটি তৈরি করতে পারেনি আসানসোল পৌরনিগম । ভবন তো দূরের কথা । সেই প্রশ্নই তুলছে বুদ্ধিজীবীমহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.