ETV Bharat / state

Suryakanta Mishra: দলের নেতাদের বাঁচাতে অমিত শাহকে নবান্নে এনেছিলেন মমতা, অভিযোগ সূর্যকান্তর - সূর্যকান্ত মিশ্র

দুর্গাপুরের অন্ডালের খান্দরাতে শুক্রবার এক কর্মীসভায় যোগ দেন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra) ৷ এদিন তৃণমূল নেতৃত্বের ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করেন তিনি ৷

ETV Bharat
সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র
author img

By

Published : Dec 23, 2022, 7:53 PM IST

তৃণমূলকে আক্রমণ সূর্যকান্ত মিশ্রের

দুর্গাপুর, 23 ডিসেম্বর: "তৃণমূল শিল্প তাড়িয়েছে, গুন্ডাদের উপকার করতে ৷ আর জেল যাওয়া থেকে দলীয় নেতাদের বাঁচাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নবান্নতে নিয়ে আসার জন্য হাকুপাকু করেছেন মাননীয়া ৷ একসময় চুরির অপরাধে যে মাননীয়ার নির্দেশে জেলবন্দি ছিল, আজ আবার সেই মাননীয়ার আশীর্বাদে দলের মুখপাত্র ।" শুক্রবার দুর্গাপুরের এক কর্মীসভায় এসে এমনই মন্তব্য করেছেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র (CPM leader Suryakanta Mishra) ।

সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক এদিন আরও বলেন, "একসময় যে নেতা বলেছিলেন লুটের টাকা মুখ্যমন্ত্রীর ঘরে,আর্থিক দুর্নীতির দায়ে একসময় জেল খাটা সেই নেতা এখন তৃণমূলের মুখপাত্র ।" নাম না-করে এভাবেই কুণাল ঘোষকে আক্রমণ করেন তিনি ৷

আরও পড়ুন: অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি ফের পিছলো

এদিন দুর্গাপুরের অন্ডালের খান্দরাতে অসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা করতে এক কর্মীসভায় যোগ দেন সূর্যকান্ত মিশ্র ৷ সেখান থেকেই রাজ্যের শাসকদল তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি ৷ তিনি বলেন,"একটা সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিটফান্ডের টাকা লুট করেছিলেন বলে যিনি অভিযোগ করতেন সাংবাদিকদের কাছে, পুলিশ চিৎকার চেঁচামেচি করে তাঁর বিস্ফোরক মন্তব্যগুলি শুনতে দিত না, আজ সেই কী না তৃণমূলের মুখপাত্র, আর সেটাই বাংলার মানুষকে আজ কষ্ট হলেও দেখতে হচ্ছে ।"

পাশাপাশি, রাজ্য থেকে তৃণমূলই শিল্পকে তাড়িয়েছে বলে এদিন ফের অভিযোগ করেন এই সিপিএম নেতা (Suryakanta Mishra criticises TMC) ৷ বলেন,"এই বাংলা থেকে টাটাকে তাড়িয়ে দিয়ে শিল্প তাড়িয়েছে তৃণমূল, গুন্ডাদের উপকার করেছেন মুখ্যমন্ত্রী, মানুষের নয় ৷ শিল্প না থাকার কারণেই রাজ্যে বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ৷ তার চেয়েও বড় ভুল এই রাজ্যে বিজেপি'কে এনেছে তৃণমূল ৷ আর যার কুফল ভোগ করতে হচ্ছে মানুষকে ।"

তৃণমূলকে আক্রমণ সূর্যকান্ত মিশ্রের

দুর্গাপুর, 23 ডিসেম্বর: "তৃণমূল শিল্প তাড়িয়েছে, গুন্ডাদের উপকার করতে ৷ আর জেল যাওয়া থেকে দলীয় নেতাদের বাঁচাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নবান্নতে নিয়ে আসার জন্য হাকুপাকু করেছেন মাননীয়া ৷ একসময় চুরির অপরাধে যে মাননীয়ার নির্দেশে জেলবন্দি ছিল, আজ আবার সেই মাননীয়ার আশীর্বাদে দলের মুখপাত্র ।" শুক্রবার দুর্গাপুরের এক কর্মীসভায় এসে এমনই মন্তব্য করেছেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র (CPM leader Suryakanta Mishra) ।

সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক এদিন আরও বলেন, "একসময় যে নেতা বলেছিলেন লুটের টাকা মুখ্যমন্ত্রীর ঘরে,আর্থিক দুর্নীতির দায়ে একসময় জেল খাটা সেই নেতা এখন তৃণমূলের মুখপাত্র ।" নাম না-করে এভাবেই কুণাল ঘোষকে আক্রমণ করেন তিনি ৷

আরও পড়ুন: অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি ফের পিছলো

এদিন দুর্গাপুরের অন্ডালের খান্দরাতে অসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা করতে এক কর্মীসভায় যোগ দেন সূর্যকান্ত মিশ্র ৷ সেখান থেকেই রাজ্যের শাসকদল তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি ৷ তিনি বলেন,"একটা সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিটফান্ডের টাকা লুট করেছিলেন বলে যিনি অভিযোগ করতেন সাংবাদিকদের কাছে, পুলিশ চিৎকার চেঁচামেচি করে তাঁর বিস্ফোরক মন্তব্যগুলি শুনতে দিত না, আজ সেই কী না তৃণমূলের মুখপাত্র, আর সেটাই বাংলার মানুষকে আজ কষ্ট হলেও দেখতে হচ্ছে ।"

পাশাপাশি, রাজ্য থেকে তৃণমূলই শিল্পকে তাড়িয়েছে বলে এদিন ফের অভিযোগ করেন এই সিপিএম নেতা (Suryakanta Mishra criticises TMC) ৷ বলেন,"এই বাংলা থেকে টাটাকে তাড়িয়ে দিয়ে শিল্প তাড়িয়েছে তৃণমূল, গুন্ডাদের উপকার করেছেন মুখ্যমন্ত্রী, মানুষের নয় ৷ শিল্প না থাকার কারণেই রাজ্যে বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ৷ তার চেয়েও বড় ভুল এই রাজ্যে বিজেপি'কে এনেছে তৃণমূল ৷ আর যার কুফল ভোগ করতে হচ্ছে মানুষকে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.