ETV Bharat / state

আবাস যোজনায় বাড়ি তৈরিতে কাটমানি নেওয়ার অভিযোগ পৌরকর্মীর বিরুদ্ধে - Asansol TMC

আবাস যোজনায় বাড়ি তৈরির প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ এক পৌরকর্মীর বিরুদ্ধে ৷ অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস আসানসোল পৌরনিগমের বর্তমান প্রশাসকের ৷

আসানসোল
আসানসোল
author img

By

Published : Feb 9, 2021, 7:19 PM IST

আসানসোল, 9 ফেব্রুয়ারি : এবারে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল এক পৌরকর্মীর বিরুদ্ধে ৷ আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য কাটমানি চাওয়া হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷ ঘটনাটি ঘটেছে আসানসোল পৌরনিগম এলাকায় ৷ বিষয়টি প্রমাণিত হলে ওই কর্মীকে সাসপেন্ড করা হবে বলে জানান আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় ৷

ভিডিয়োতে শুনুন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য

প্রসঙ্গত, আসানসোল পৌরনিগমের 55 নম্বর ওয়ার্ডের অন্তর্গত লোয়ার কুমারপুর এলাকা ৷ এই অঞ্চলের বহু মানুষই দিনমজুর ৷ "হাউজিং ফর অল (আরবান)" প্রকল্পে তাঁরা বাড়ির জন্য আবেদন করেন ৷ কিন্তু, বেশ কয়েকজন এই প্রকল্পের আওতায় বাড়ি পেয়ে গেলেও এখনও বাড়ি পাননি অনেকেই ৷ অভিযোগ, পৌরনিগমের এক কর্মী তাঁদের কাছে বেশ কিছু টাকা চান ৷ যারা এই টাকা দিতে পেরেছেন তাঁদেরই বাড়ি তৈরি হয়েছে ৷ কিন্তু, যারা টাকা দিতে পারেননি তাঁদের বাড়ি তৈরি হয়নি বলেই অভিযোগ ৷ এলাকার বাসিন্দা গোপাল মাহাতর অভিযোগ, "বছর খানেক আগে নিয়মমাফিক 10 হাজার টাকা জমা করেছি পৌরনিগমে । প্রথম পর্যায়ে যে টাকা এসেছে তাতে ভিত পর্যন্ত উঠে আর কাজ হয়নি । একটি মাত্র ঘরে কষ্ট করে থাকি । বারবার পৌরনিগমে গিয়ে আবেদন করছি, বাড়িটি তৈরির জন্য । কিন্তু, এক পৌরকর্মী টাকা চাইছে । সেই টাকা না দিতে পারায় আমার বাড়ি হয়নি ।"

আরও পড়ুন : ফের রাজ্যে নাড্ডা, পরিবর্তন যাত্রার প্রভাব ভোটে পড়বেই; বললেন দিলীপ

একই অভিযোগ এলাকার আরেক বাসিন্দা মিনা গুপ্তার ৷ তিনি বলেন, "আমার স্বামী মারা যাওয়ার পর অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে ৷ সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরও বাড়ি মেলেনি ৷ বাড়ির জন্য টাকা চাইছে ৷ কিন্তু টাকা কোথায় যে দেবো ? টাকা না দেওয়ায় আমার কাজ আটকে গিয়েছে ৷ " অপরদিকে, এবিষয়ে ক্ষুব্ধ স্থানীয় তৃণমূল কর্মীরাও ৷ তৃণমূল কর্মী কুন্দন কুমার বলেন, " আমরা স্থানীয় নেতা সহ পৌরনিগমে জানিয়েছি ৷" বিষয়টি জানানো হয় আসানসোল পৌরনিগমের বর্তমান প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়কে ৷ এবিষয়ে তিনি বলেন, "এই ধরণের কোনও ঘটনার যদি প্রমাণ পেয়ে থাকি তাহলে ওই কর্মীকে সাসপেন্ড করা হবে ৷ বাসিন্দারা অবশ্যই বাড়ি তৈরির টাকা পাবে ৷ না পেলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৷"

আসানসোল, 9 ফেব্রুয়ারি : এবারে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল এক পৌরকর্মীর বিরুদ্ধে ৷ আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য কাটমানি চাওয়া হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷ ঘটনাটি ঘটেছে আসানসোল পৌরনিগম এলাকায় ৷ বিষয়টি প্রমাণিত হলে ওই কর্মীকে সাসপেন্ড করা হবে বলে জানান আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় ৷

ভিডিয়োতে শুনুন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য

প্রসঙ্গত, আসানসোল পৌরনিগমের 55 নম্বর ওয়ার্ডের অন্তর্গত লোয়ার কুমারপুর এলাকা ৷ এই অঞ্চলের বহু মানুষই দিনমজুর ৷ "হাউজিং ফর অল (আরবান)" প্রকল্পে তাঁরা বাড়ির জন্য আবেদন করেন ৷ কিন্তু, বেশ কয়েকজন এই প্রকল্পের আওতায় বাড়ি পেয়ে গেলেও এখনও বাড়ি পাননি অনেকেই ৷ অভিযোগ, পৌরনিগমের এক কর্মী তাঁদের কাছে বেশ কিছু টাকা চান ৷ যারা এই টাকা দিতে পেরেছেন তাঁদেরই বাড়ি তৈরি হয়েছে ৷ কিন্তু, যারা টাকা দিতে পারেননি তাঁদের বাড়ি তৈরি হয়নি বলেই অভিযোগ ৷ এলাকার বাসিন্দা গোপাল মাহাতর অভিযোগ, "বছর খানেক আগে নিয়মমাফিক 10 হাজার টাকা জমা করেছি পৌরনিগমে । প্রথম পর্যায়ে যে টাকা এসেছে তাতে ভিত পর্যন্ত উঠে আর কাজ হয়নি । একটি মাত্র ঘরে কষ্ট করে থাকি । বারবার পৌরনিগমে গিয়ে আবেদন করছি, বাড়িটি তৈরির জন্য । কিন্তু, এক পৌরকর্মী টাকা চাইছে । সেই টাকা না দিতে পারায় আমার বাড়ি হয়নি ।"

আরও পড়ুন : ফের রাজ্যে নাড্ডা, পরিবর্তন যাত্রার প্রভাব ভোটে পড়বেই; বললেন দিলীপ

একই অভিযোগ এলাকার আরেক বাসিন্দা মিনা গুপ্তার ৷ তিনি বলেন, "আমার স্বামী মারা যাওয়ার পর অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে ৷ সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরও বাড়ি মেলেনি ৷ বাড়ির জন্য টাকা চাইছে ৷ কিন্তু টাকা কোথায় যে দেবো ? টাকা না দেওয়ায় আমার কাজ আটকে গিয়েছে ৷ " অপরদিকে, এবিষয়ে ক্ষুব্ধ স্থানীয় তৃণমূল কর্মীরাও ৷ তৃণমূল কর্মী কুন্দন কুমার বলেন, " আমরা স্থানীয় নেতা সহ পৌরনিগমে জানিয়েছি ৷" বিষয়টি জানানো হয় আসানসোল পৌরনিগমের বর্তমান প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়কে ৷ এবিষয়ে তিনি বলেন, "এই ধরণের কোনও ঘটনার যদি প্রমাণ পেয়ে থাকি তাহলে ওই কর্মীকে সাসপেন্ড করা হবে ৷ বাসিন্দারা অবশ্যই বাড়ি তৈরির টাকা পাবে ৷ না পেলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.