ETV Bharat / state

আশঙ্কাই সত্যি ! কোরোনায় মৃত্যু ল্যাব টেকনিশিয়ানের

author img

By

Published : Jul 7, 2020, 4:33 PM IST

সুরক্ষার ব্যবস্থা না থাকায় সংক্রমণের আশঙ্কা প্রকাশ করে সহকর্মীদের সঙ্গে বিক্ষোভ দেখিয়েছিলেন আসানসোল জেলা হাসপাতালের ল্যাব টেকিনিশিয়ান ৷ গতকাল তাঁর মৃত্যু হয় ৷ তিনি কোরোনায় আক্রান্ত হয়ে কলকাতা মেডিকেল কলেজে ভরতি ছিলেন ৷

Died Lab Technician
মৃত ল্যাব টেকিনিশিয়ান

আসানসোল, 7 জুলাই : কোনও সুরক্ষা ছাড়াই সীমান্তেপাঠানো হচ্ছে ৷ এই অভিযোগ তুলেই হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন জেলাহাসপাতালের টেকিনিশিয়ানরা ৷ বিক্ষোভকারীদের মধ্যে একজন ল্যাব টেকিনিশিয়ান বৃন্দাবনমণ্ডল সংক্রমণের আশঙ্কাও প্রকাশ করেছিলেন ৷ পরে আশঙ্কা সত্যি হয় ৷ কোরোনায়আক্রান্ত হন ওই ল্যাব টেকিনিশিয়ান ৷ গত রাতে তাঁর মৃত্যু হয় ৷ কিন্তু তাঁর মৃত্যুসরাসরি কোরোনায় হয়েছে না কি কো-মরবিডিটিতে হয়েছে তা এখনও সরকারিভাবে জানানো হয়নি ৷

বাংলা-ঝাড়খণ্ডসীমান্তে ভিনরাজ্য থেকে আসা মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করতে হেলথ কিয়স্ক করাহয়েছিল ৷ অভিযোগ, সেই হেলথকিয়স্কে স্বাস্থ্য পরীক্ষার জন্য শুধু আসানসোল জেলা হাসপাতাল থেকেই টেকনিশায়নদেরনিয়ে যাওয়া হচ্ছে ৷ কেউ যেতে না চাইলে হুমকি দেওয়া হচ্ছে ৷ তার উপর কোনও উপযুক্তসুরক্ষা দেওয়া হচ্ছে না ৷ তাই সুরক্ষার দাবি জানিয়ে মে মাসে বিক্ষোভ দেখিয়েছিলেনআসানসোল জেলা হাসপাতালের টেকিনিশিয়ানরা ৷

বিক্ষোভকারীএই টেকিনিশিয়ানদের মধ্যে ছিলেন বৃন্দাবন মণ্ডল ৷ উপযুক্ত সুরক্ষার অভাবে সংক্রমণেরআশঙ্কাও প্রকাশ করেছিলেন তিনি ৷ সেই আশঙ্কাই সত্যি হয় গত মাসে ৷ 28 জুন শারীরিক অসুস্থতার কারণে আসানসোলজেলা হাসপাতালে ভরতি হন তিনি ৷ পরে তাঁর সোয়াব টেস্টের নমুনা পরীক্ষা করায় কোরোনাপজ়িটিভ আসে ৷ এরপরই তাঁকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷ গত রাতেসেখানেই তাঁর মৃত্যু হয় ৷ যদিও তাঁর মৃত্যু সরাসরি কোরোনায় হয়েছে না কি অন্য কোনওরোগে আক্রান্ত ছিলেন তিনি সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেনি জেলা স্বাস্থ্য বিভাগ ৷কোনও স্বাস্থ্য আধিকারিকই বিষয়টি নিয়ে মুখ খুলছেন না ৷ তবে, সোশাল মিডিয়া-সহ হাসপাতাল চত্বরেগেলেই শোনা যাচ্ছে যে, কোরোনাতেইমৃত্যু হয়েছে বৃন্দাবনের ৷

বৃন্দাবন পূর্ব বর্ধমান জেলারবাসিন্দা ৷ কাজের সূত্রে আসানসোল ঘর ভাড়া নিয়ে থাকতেন ৷ তাঁর মৃত্যুতে শোকাহতসহকর্মীরাও ৷ অনেকেই তাঁর মৃত্যুকে মেনে নিতে পারছেন না ৷

আসানসোল, 7 জুলাই : কোনও সুরক্ষা ছাড়াই সীমান্তেপাঠানো হচ্ছে ৷ এই অভিযোগ তুলেই হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন জেলাহাসপাতালের টেকিনিশিয়ানরা ৷ বিক্ষোভকারীদের মধ্যে একজন ল্যাব টেকিনিশিয়ান বৃন্দাবনমণ্ডল সংক্রমণের আশঙ্কাও প্রকাশ করেছিলেন ৷ পরে আশঙ্কা সত্যি হয় ৷ কোরোনায়আক্রান্ত হন ওই ল্যাব টেকিনিশিয়ান ৷ গত রাতে তাঁর মৃত্যু হয় ৷ কিন্তু তাঁর মৃত্যুসরাসরি কোরোনায় হয়েছে না কি কো-মরবিডিটিতে হয়েছে তা এখনও সরকারিভাবে জানানো হয়নি ৷

বাংলা-ঝাড়খণ্ডসীমান্তে ভিনরাজ্য থেকে আসা মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করতে হেলথ কিয়স্ক করাহয়েছিল ৷ অভিযোগ, সেই হেলথকিয়স্কে স্বাস্থ্য পরীক্ষার জন্য শুধু আসানসোল জেলা হাসপাতাল থেকেই টেকনিশায়নদেরনিয়ে যাওয়া হচ্ছে ৷ কেউ যেতে না চাইলে হুমকি দেওয়া হচ্ছে ৷ তার উপর কোনও উপযুক্তসুরক্ষা দেওয়া হচ্ছে না ৷ তাই সুরক্ষার দাবি জানিয়ে মে মাসে বিক্ষোভ দেখিয়েছিলেনআসানসোল জেলা হাসপাতালের টেকিনিশিয়ানরা ৷

বিক্ষোভকারীএই টেকিনিশিয়ানদের মধ্যে ছিলেন বৃন্দাবন মণ্ডল ৷ উপযুক্ত সুরক্ষার অভাবে সংক্রমণেরআশঙ্কাও প্রকাশ করেছিলেন তিনি ৷ সেই আশঙ্কাই সত্যি হয় গত মাসে ৷ 28 জুন শারীরিক অসুস্থতার কারণে আসানসোলজেলা হাসপাতালে ভরতি হন তিনি ৷ পরে তাঁর সোয়াব টেস্টের নমুনা পরীক্ষা করায় কোরোনাপজ়িটিভ আসে ৷ এরপরই তাঁকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷ গত রাতেসেখানেই তাঁর মৃত্যু হয় ৷ যদিও তাঁর মৃত্যু সরাসরি কোরোনায় হয়েছে না কি অন্য কোনওরোগে আক্রান্ত ছিলেন তিনি সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেনি জেলা স্বাস্থ্য বিভাগ ৷কোনও স্বাস্থ্য আধিকারিকই বিষয়টি নিয়ে মুখ খুলছেন না ৷ তবে, সোশাল মিডিয়া-সহ হাসপাতাল চত্বরেগেলেই শোনা যাচ্ছে যে, কোরোনাতেইমৃত্যু হয়েছে বৃন্দাবনের ৷

বৃন্দাবন পূর্ব বর্ধমান জেলারবাসিন্দা ৷ কাজের সূত্রে আসানসোল ঘর ভাড়া নিয়ে থাকতেন ৷ তাঁর মৃত্যুতে শোকাহতসহকর্মীরাও ৷ অনেকেই তাঁর মৃত্যুকে মেনে নিতে পারছেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.