ETV Bharat / state

লকডাউনের আগে মাস্কের কালোবাজারি রানিগঞ্জে - মাস্ক

কোরোনা সংক্রমণের জেরে জনতা কারফিউ ওঠার পরই মাস্কের কালোবাজারি শুরু রানিগঞ্জ বাজারে

ছবি
ছবি
author img

By

Published : Mar 23, 2020, 5:10 PM IST

Updated : Mar 23, 2020, 10:47 PM IST

রানিগঞ্জ, 23 মার্চ : কোরোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে গতকাল "জনতা কারফিউ" পালন করেছিল দেশবাসী । গতকাল বাড়ির বাইরে বেরোননি অনেকে । আর রাজ্যজুড়ে আজ বিকেল 5টা থেকে লকডাউন চলছে । তার আগেই রানিগঞ্জ ফুটপাথে চলল মাস্কের কালোবাজারি । চড়া দামে বিক্রি করা হল মাস্ক।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রানিগঞ্জ থানার পুলিশ । সেখানে মাস্কের নির্দিষ্ট মূল্য বেঁধে দেয় তারা । ব্যবসায়ীকে সতর্ক করে নির্দিষ্ট মূল্যে বিক্রির কথা বলা হয় । হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেওয়া হয়, আপৎকালীন পরিস্থিতির সময় মাস্ক ও স্যানিটাইজ়ার নিয়ে কালোবাজারি করলে আইনত শাস্তির মুখে পড়তে হবে অসৎ ব্যবসায়ীদের । আর পুলিশের এই ভূমিকায় খুশি রানিগঞ্জবাসী ।

স্থানীয় বাসিন্দা আশিস রায় বলেন, "আজ সকাল থেকে রানিগঞ্জ বাজারের অনেক দোকানপাট বন্ধ । ওষুধের দোকানে মাস্ক পাওয়া যাচ্ছে না। বাজারের ফুটপাথে অনেক রকমের মাস্কের পসরা সাজিয়ে চড়া দামে বিক্রি হচ্ছিল । যে মাস্কটির দাম 20টাকা, সেটি 40টাকায় বিক্রি হচ্ছে । প্রত্যেকটি মাস্ক দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে । এরপর রানিগঞ্জ থানার পুলিশ এসে ওই ব্যবসায়ীকে ধমক দিয়ে বলেন নির্দিষ্ট মূল্যে মাস্ক বিক্রি করতে।"

মাস্ক বিক্রেতা রনিক আক্তার বলেন, "আমরা যেখান থেকে মাস্ক কিনে আনছি সেখানেই চড়া দামে কিনতে হচ্ছে । তাই সামান্য লাভ রেখেই বিক্রি করছি । বাজারে মাস্ক পাওয়া যাচ্ছে না । "

রানিগঞ্জ, 23 মার্চ : কোরোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে গতকাল "জনতা কারফিউ" পালন করেছিল দেশবাসী । গতকাল বাড়ির বাইরে বেরোননি অনেকে । আর রাজ্যজুড়ে আজ বিকেল 5টা থেকে লকডাউন চলছে । তার আগেই রানিগঞ্জ ফুটপাথে চলল মাস্কের কালোবাজারি । চড়া দামে বিক্রি করা হল মাস্ক।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রানিগঞ্জ থানার পুলিশ । সেখানে মাস্কের নির্দিষ্ট মূল্য বেঁধে দেয় তারা । ব্যবসায়ীকে সতর্ক করে নির্দিষ্ট মূল্যে বিক্রির কথা বলা হয় । হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেওয়া হয়, আপৎকালীন পরিস্থিতির সময় মাস্ক ও স্যানিটাইজ়ার নিয়ে কালোবাজারি করলে আইনত শাস্তির মুখে পড়তে হবে অসৎ ব্যবসায়ীদের । আর পুলিশের এই ভূমিকায় খুশি রানিগঞ্জবাসী ।

স্থানীয় বাসিন্দা আশিস রায় বলেন, "আজ সকাল থেকে রানিগঞ্জ বাজারের অনেক দোকানপাট বন্ধ । ওষুধের দোকানে মাস্ক পাওয়া যাচ্ছে না। বাজারের ফুটপাথে অনেক রকমের মাস্কের পসরা সাজিয়ে চড়া দামে বিক্রি হচ্ছিল । যে মাস্কটির দাম 20টাকা, সেটি 40টাকায় বিক্রি হচ্ছে । প্রত্যেকটি মাস্ক দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে । এরপর রানিগঞ্জ থানার পুলিশ এসে ওই ব্যবসায়ীকে ধমক দিয়ে বলেন নির্দিষ্ট মূল্যে মাস্ক বিক্রি করতে।"

মাস্ক বিক্রেতা রনিক আক্তার বলেন, "আমরা যেখান থেকে মাস্ক কিনে আনছি সেখানেই চড়া দামে কিনতে হচ্ছে । তাই সামান্য লাভ রেখেই বিক্রি করছি । বাজারে মাস্ক পাওয়া যাচ্ছে না । "

Last Updated : Mar 23, 2020, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.