ETV Bharat / state

MLA Missing Poster: কুলটিতে 'বিধায়ক নিখোঁজ' পোস্টার দিয়ে অভিনব বিক্ষোভ তৃণমূলের

কয়েকদিন আগেই কুলটিতে কর্মী সন্মেলনে গিয়ে দলীয় নেতৃত্বদের বিরুদ্ধে তোপ দেগে বেশ কয়েকজন বিক্ষুদ্ধ তৃণমূল নেতা । এবার তাঁরাই কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের নামে 'বিধায়ক নিখোঁজ' পোস্টার লাগালেন ৷

Etv Bharat
অজয় পোদ্দারের নামে 'বিধায়ক নিখোঁজ' পোস্টার
author img

By

Published : Apr 5, 2023, 9:52 PM IST

কুলটিতে বিধায়ক নিখোঁজ পোস্টার

আসানসোল, 5 এপ্রিল: কয়েকদিন আগেই কুলটিতে কর্মী সম্মেলন করে দলীয় নেতৃত্বের বিরুদ্ধেই তোপ দেগেছিলেন বেশ কয়েকজন বিক্ষুব্ধ তৃণমূল নেতা । এবার তাদেরই দেখা গেল কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের নামে পোস্টার লাগাতে । বিজেপি বিধায়ক অজয় পোদ্দার নাকি নিখোঁজ ! তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে না । মানুষের উন্নয়নের কাজে তাঁকে পাওয়া যাচ্ছে না সেই কারণেই পোস্টার লাগিয়ে, হ্যান্ডবিল বিলি করে অভিনব কায়দায় প্রতিবাদ জানালো তৃণমূল নেতারা ।

কুলটিতে এর আগে সাংসদ শত্রুঘ্ন সিনহার নিয়ে 'মিসিং' পোস্টার পড়েছিল । বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে পোস্টার পড়েছিল । ফের কুলটিতে সেই পোস্টার রাজনীতি ফিরে এল । তবে এবার খানিকটা অন্যরকম । এতদিন পর্যন্ত কারা পোস্টার লাগাচ্ছে তা জানা যায়নি । এবার প্রকাশ্যে কুলটির এক শ্রেণির তৃণমূল নেতারা কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের নামে নিখোঁজ পোস্টার লাগালেন ।

তৃণমূল যুবনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলেন, "হ্যাঁ আমরা বলছি বিধায়ক নিখোঁজ । কারণ বিধায়ককে কোনওরকমের উন্নয়নমূলক কাজে পাওয়া যায় না । জয়ের পর একবার দেহরক্ষীদের নিয়ে তিনি বিজয় মিছিলে বেরিয়েছিলেন । তারপর থেকে তাঁর আর পাত্তা নেই । মানুষজন বিভিন্ন কাগজ নিয়ে ঘুরছে তার সইয়ের জন্য। কিন্তু তাঁকে পাওয়া যাচ্ছে না । আমরা উনাকে খুঁজে বের করবই । প্রয়োজনে আগামিদিনে সংবাদপত্রে বিজ্ঞাপন দেব । পুলিশ থানায় অভিযোগ করবে ।"

আরও পড়ুন: রামনবমীর মিছিলে শাসকদল থেকে গেরুয়া শিবির, একসঙ্গে হাঁটলেন কংগ্রেস নেতাও

অপরদিকে যার বিরুদ্ধে এই অভিযোগ ও পোস্টার, সেই বিজেপি বিধায়ক অজয় পোদ্দার বলেন "ভালোই হচ্ছে আমার নামে পোস্টার করছে । লোকে আমার ছবি দেখতে পাবে । মানুষ সবই জানে কতটা উন্নয়ন হয়েছে । ওরা বিক্ষুব্ধ তৃণমূল । আমি ওনাদের সুপ্রিমোর কাছে অনুরোধ করব যে দলে ওদের কাজ দিতে ৷ না-হলে ওদের মাথা বিগড়ে গিয়েছে ।"

কুলটিতে বিধায়ক নিখোঁজ পোস্টার

আসানসোল, 5 এপ্রিল: কয়েকদিন আগেই কুলটিতে কর্মী সম্মেলন করে দলীয় নেতৃত্বের বিরুদ্ধেই তোপ দেগেছিলেন বেশ কয়েকজন বিক্ষুব্ধ তৃণমূল নেতা । এবার তাদেরই দেখা গেল কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের নামে পোস্টার লাগাতে । বিজেপি বিধায়ক অজয় পোদ্দার নাকি নিখোঁজ ! তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে না । মানুষের উন্নয়নের কাজে তাঁকে পাওয়া যাচ্ছে না সেই কারণেই পোস্টার লাগিয়ে, হ্যান্ডবিল বিলি করে অভিনব কায়দায় প্রতিবাদ জানালো তৃণমূল নেতারা ।

কুলটিতে এর আগে সাংসদ শত্রুঘ্ন সিনহার নিয়ে 'মিসিং' পোস্টার পড়েছিল । বিজেপি নেত্রী তথা আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে পোস্টার পড়েছিল । ফের কুলটিতে সেই পোস্টার রাজনীতি ফিরে এল । তবে এবার খানিকটা অন্যরকম । এতদিন পর্যন্ত কারা পোস্টার লাগাচ্ছে তা জানা যায়নি । এবার প্রকাশ্যে কুলটির এক শ্রেণির তৃণমূল নেতারা কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের নামে নিখোঁজ পোস্টার লাগালেন ।

তৃণমূল যুবনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলেন, "হ্যাঁ আমরা বলছি বিধায়ক নিখোঁজ । কারণ বিধায়ককে কোনওরকমের উন্নয়নমূলক কাজে পাওয়া যায় না । জয়ের পর একবার দেহরক্ষীদের নিয়ে তিনি বিজয় মিছিলে বেরিয়েছিলেন । তারপর থেকে তাঁর আর পাত্তা নেই । মানুষজন বিভিন্ন কাগজ নিয়ে ঘুরছে তার সইয়ের জন্য। কিন্তু তাঁকে পাওয়া যাচ্ছে না । আমরা উনাকে খুঁজে বের করবই । প্রয়োজনে আগামিদিনে সংবাদপত্রে বিজ্ঞাপন দেব । পুলিশ থানায় অভিযোগ করবে ।"

আরও পড়ুন: রামনবমীর মিছিলে শাসকদল থেকে গেরুয়া শিবির, একসঙ্গে হাঁটলেন কংগ্রেস নেতাও

অপরদিকে যার বিরুদ্ধে এই অভিযোগ ও পোস্টার, সেই বিজেপি বিধায়ক অজয় পোদ্দার বলেন "ভালোই হচ্ছে আমার নামে পোস্টার করছে । লোকে আমার ছবি দেখতে পাবে । মানুষ সবই জানে কতটা উন্নয়ন হয়েছে । ওরা বিক্ষুব্ধ তৃণমূল । আমি ওনাদের সুপ্রিমোর কাছে অনুরোধ করব যে দলে ওদের কাজ দিতে ৷ না-হলে ওদের মাথা বিগড়ে গিয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.