আসানসোল, 31 মার্চ : আসানসোল লোকসভা উপনির্বাচনের আগেই বড় ধাক্কা কংগ্রেস শিবিরে ৷ আসানসোল পৌরনিগমের কংগ্রেস ও নির্দল কাউন্সিলররা যোগদান করলেন তৃণমূলে (Congress Councillor Joined In TMC At Asansol Municipal Corporation) । আর তাকে ঘিরেই বিতর্ক সৃষ্টি হয়েছে তৃণমূলের অন্দরে ।
বৃহস্পতিবার আসানসোল রবীন্দ্রভবনে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে তৃণমূলে যোগ দেন 59 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর মহম্মদ জাকির হোসেন এবং 67 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুম্পা চৌধুরী । দু‘জনেই জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার দেখেই তাঁরা তৃণমূলে এসেছেন । অন্যদিকে একই মঞ্চে তৃণমূলে যোগ দেওয়ানো হয় কুলটি ডিসেরগড় অঞ্চলের নির্দল নেতা চাঁদ খানকে । এই চাঁদ খানকে যোগদান করানোয় অসন্তোষ প্রকাশ করেছেন কুলটির ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান আচার্য ।
বিমান আচার্য এ বিষয়ে বলেন, "গত পৌরভোটে আমার পুত্রবধু শুকলা আচার্য তৃণমূল প্রার্থী হয়েছিলেন । ওই ওয়ার্ডেই চাঁদ খান নিজের স্ত্রীকে দাঁড় করায় আমার পুত্রবধুর বিরুদ্ধে গোঁজ প্রার্থী হিসাবে । ফলে আসনটি তৃণমূলকে হারতে হয় ।"
আরও পড়ুন : Suvendu Adhikari To Mamata: মুখ্যমন্ত্রীকে রাজধর্ম পালনের ডাক শুভেন্দুর
দলবিরোধী কাজ করা নির্দল ব্যক্তিকে কেন দলে নেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন এদিন বিমান আচার্য । যদিও তৃণমূল নেতৃত্বের দাবি লোকসভা ভোটের আগে এই যোগদানে তৃণমূল শিবিরে শক্তি বাড়বে এবং তার ফল ভোটে প্রতিফলিত হবে ।