আসানসোল, 28 এপ্রিল : লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ । আর সেই সংক্রমনের কথা মাথায় রেখেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল আসানসোলের কফি হাউস । আজ বিকেলে কফি হাউসের মূল ফটকে তালা দিয়ে বেরিয়ে যান কফি হাউসের কর্মীরা ।
দৈনিক প্রায় সাড়ে 750 থেকে থেকে 800 মানুষ করোনায় সংক্রামিত হচ্ছেন পশ্চিম বর্ধমান জেলায় । বর্তমানে প্রায় 4 হাজার 800 সক্রিয় করোনা রোগী রয়েছেন জেলায় ৷ কফি হাউসের আড্ডা বা জমায়েত হলে সেখান থেকে আরও করোনা সংক্রমণ ছড়াতে পারে ৷ এমনটাই মনে করছে কফি হাউস কর্তৃপক্ষ ৷ আর তাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল কফি হাউস ।
আসানসোল কফি হাউসের কর্মী রাজু দাস জানিয়েছেন, কফি হাউসকে সম্পূর্ণভাবে স্যানিটাইজ করা হবে এবং কফি হাউসের কর্মীদের করোনা টেস্ট করা হবে । তারপর পরিস্থিতি বিচার করে পুনরায় কফি হাউস খোলা হবে । তবে কবে খোলা হবে সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেননি তারা ।
আরও পড়ুন : করোনার ধাক্কায় ফের বন্ধ নিক্কো পার্ক
করোনা সংক্রমণ কমলেই পুনরায় কফি হাউসের আড্ডা জমে উঠবে বলে মনে করছে আসানসোলবাসীরা ।