ETV Bharat / state

অপরিশোধিত জল দিয়ে আর চাষ নয়, নতুন যন্ত্র নিয়ে এল সিএমইআরআই

author img

By

Published : Jan 24, 2021, 10:16 PM IST

CMERI
CMERI

সমস্যার সমাধানে এবার এক নতুন যন্ত্র নিয়ে এল কেন্দ্রীয় সংস্থা সিএমইআরআই । দুর্গাপুরের এই সংস্থার দাবি, তাঁদের তৈরি এই যন্ত্রের সাহায্যে জল পরিশোধন করে তা ব্যবহার করা যাবে শস্যচাষে ।

দুর্গাপুর, 24 জানুয়ারি : বর্জ্য মিশ্রিত জলকে পরিশোধন করে চাষের জমিতে ব্যবহারের জন্য এক নতুন যন্ত্র তৈরি করেছে দুর্গাপুরের কেন্দ্রীয় সংস্থা সিএমইআরআই । গ্রিন ট্রাইবুনালের এক সাম্প্রতিক নির্দেশিকায় বলা হয়, চাষের জমিতে বর্জ্য পদর্থ মিশ্রিত জল ব্যবহারের ফলে উৎপাদিত শাকসবজিতে প্রচুর ব্যাকটেরিয়া থেকে যায় । যা মানবদেহের পক্ষে ক্ষতিকারক । এই সমস্যার সমাধান করতেই সিএমইআরআই-এর বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন "অ্যাকোয়া রেজুভেশন ফর ইরিগেশন ইউনিট" ।

সমস্যার সমাধানে নতুন যন্ত্র

বর্জ্য মিশ্রিত অপরিশোধিত জল দিয়ে আর চাষাবাদ নয় । নতুন এই যন্ত্রের সাহায্যে অপরিশোধিত জল পরিশোধন করে তা ব্যবহার করা যাবে শাকসবজি চাষে, এমনটাই জানিয়েছেন সংস্থার কর্তারা । যার ফলে ফসলে থাকবে না কোনও ভাইরাস ও ব্যাকটেরিয়া । সিএমইআরআই-এর কর্তারা জানান, প্রায় সাড়ে ছয় লাখ টাকা খরচ এই যন্ত্র প্রতিস্থাপন করতে । এই যন্ত্রে বসানো পাম্পের ক্ষমতা অনুযায়ী জল পরিশোধন করা যাবে । শহর হোক বা গ্রাম, নর্দমা বাহিত বিভিন্ন ব্যাকটেরিয়া ও ভাইরাস মিশ্রিত অপরিশোধিত জলকে এবার কাজে লাগানো যাবে । এতে জল সংরক্ষণের পাশাপাশি জলের অপচয় বন্ধ করা যাবে বলেও জানান সংস্থার ডিরেক্টর ডক্টর হরিশ হিরানি ।

আরও পড়ুন : জারবেরা ফুল চাষে নতুন আয়ের দিশা নদিয়ায়

শুধু তাই নয় সিএমইআরআই-এর বিজ্ঞানীদের দাবি, এই জল যদি সেচের কাজে লাগানো যায় তাহলে শাক সবজি চাষে রাসায়নিক সার ব্যবহার করার প্রয়োজনীয়তা খুব একটা থাকবে না । পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক শুভেন্দু বসু এই যন্ত্র দেখার পর বলেন, "আগামী দিনে বিভিন্ন পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ ও পৌরসভার উদ্যোগে এলাকায় এলাকায় চাষাবাদের সুবিধার্থে এবং গুণগত ও উৎকৃষ্ট মানের শাক সবজি উৎপাদনের জন্য এই যন্ত্র বসানো যায় কি না তা নিয়ে আলোচনা চালানো হবে । দুর্গাপুরের সিএমইআরআই-এর সহায়তাও নেওয়া হবে ।"

আরও পড়ুন : অসুস্থ দাদার জন্য মাছ কিনতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.