দুর্গাপুর, 3 এপ্রিল : লকডাউনের জোরে বিপাকে দরিদ্ররা ৷ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন অনেকেই ৷ এবার একইরকম পদক্ষেপ করল দুর্গাপুর বেনাচিতি অগ্রণী সাংস্কৃতিক পরিষদে ৷ এই ক্লাবের সদস্যরা হাজার পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন ৷ তবে, সেখানে কোনও অনিয়ম চোখে পড়েনি ৷ সামাজিক দূরত্ব মেনে সুন্দরভাবে পালন করা হল সব কিছু ৷
বর্তমান পরিস্থিতিতে এবার অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ালেন ক্লাবের সদস্যরা ৷ দুর্গাপুরের একাধিক এলাকার 1000 পরিবারের হাতে তুলে দেওয়া হল চাল, ডাল, আলু, চা পাতা, সয়াবিন, ডিম, সাবান সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস ৷
ক্লাব সম্পাদক সোনা চট্টোপাধ্যায় বলেন, "শুধু সরকারি প্রচেষ্টাতে কোরোনার বিরুদ্ধে জয়লাভ অসম্ভব ৷ কারণ, লকডাউনের জেরে দেশের সঙ্গে রাজ্যের অনেকে বিপাকে পড়েছেন ৷ আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে শুধুমাত্র তাঁদের পাশে থাকার অঙ্গীকার করলাম ৷ বহু মানুষ আমাদের সহযোগিতা করেছেন ৷"