ETV Bharat / state

Man missing in Asansol: রাস্তা থেকে উধাও গাড়ি-সহ চালক, তলিয়ে গিয়েছে পাথর খাদানে ? - রাস্তা থেকে উধাও গাড়ি সহ চালক

আসানসোলে রাস্তা থেকে উধাও গাড়ি-সহ চালক (Man missing in Asansol)৷ অনুমান করা হচ্ছে রাস্তার পাশে একটি বড় পাথর খাদানে সেই গাড়িটি পড়ে গিয়েছে ৷

Car missing with driver in Asansol
Man missing in Asansol
author img

By

Published : Jul 25, 2022, 2:53 PM IST

আসানসোল, 25 জুলাই: এ যেন ঠিক বারমুডা ট্রায়াঙ্গলের গল্প । রাস্তা থেকে একটা আস্ত গাড়ি চালক-সহ উধাও হয়ে গেল (Car missing with driver in Asansol) । আর এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আসানসোল উত্তর থানার ধাদকা র‍্যাকিট কোলমাইন সংলগ্ন এলাকার রাস্তায় ।

অনুমান করা হচ্ছে, রাস্তার পাশে একটি বড় পাথর খাদানে সেই গাড়িটি পড়ে গিয়েছে এবং তারপরই নিখোঁজ হয়েছে চালক । পাথর খাদানের জলে গাড়িটির লগ বুক ভেসে উঠেছে । সেখান থেকেই অনুমান করা হচ্ছে চালক-সহ গাড়িটি তলিয়ে গিয়েছে । আসানসোল উত্তর থানার পুলিশ ও দুর্যোগ মোকাবিলা কেন্দ্রের কর্মীরা উদ্ধার কার্যে নেমেছে ।

আসানসোল পৌরনিগমের 15 নম্বর ওয়ার্ডের আদিবাসী এলাকার বাসিন্দা সুনীল হাঁসদা । তিনি কোল ইন্ডিয়ার সিএমপিডিআই-এর গাড়ি চালানোর কাজ করতেন । গতকাল রাতে বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন সুনীল । উদ্দেশ্য ছিল সিএমপিডিআইয়ের কোনও আধিকারিককে স্টেশন থেকে নিয়ে তাঁর বাড়িতে ছেড়ে দেওয়া । কিন্তু মাঝ রাস্তা থেকেই হারিয়ে যান সুনীল । গাড়িটিরও সন্ধান মেলেনি । তাঁর ফোনও বন্ধ হয়ে যায় ।

একদিকে সিএমপিডিআইয়ের আধিকারিকরা, অন্যদিকে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে সুনীল হাঁসদার খোঁজ করতে থাকেন । রাতে কোনও খোঁজ পাওয়া যায়নি । আজ সকালে রাস্তায় খুঁজতে খুঁজতে পরিবারের লোকজন দেখতে পান, রাস্তার একটি বাঁকে পাথর খাদানের সামনে স্তম্ভ ভেঙে পড়ে আছে । পাশাপাশি ঝোপঝাড়ও ভাঙা এবং সেখানেই রয়েছে গাড়ির চাকার দাগ । অনুমান করা হয়, কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাথর খাদানে পড়ে গিয়েছে ।

আরও পড়ুন: চা বিক্রেতার মুণ্ডুহীন দেহ উদ্ধার

এরপর পাথর খাদানের নিচে নেমে জলের কাছে খোঁজার চেষ্টা করা হয় । তখন দেখা যায় জলে ভেসে উঠেছে ওই গাড়িটির লগ বুক । এরপরেই অনুমান দৃঢ় হয়, গাড়িটি-সহ সুনীল হাঁসদা পাথর খাদানের জলে তলিয়ে গিয়েছেন । আসানসোল উত্তর থানার পুলিশ ও দুর্যোগ মোকাবিলা কেন্দ্রের কর্মীরা উদ্ধার কার্য শুরু করেছে । কিন্তু পাথর খাদানের গভীরতা এতটাই, কোনও কিছু পাওয়া যায়নি সোমবার বেলা পর্যন্ত ।

আসানসোল, 25 জুলাই: এ যেন ঠিক বারমুডা ট্রায়াঙ্গলের গল্প । রাস্তা থেকে একটা আস্ত গাড়ি চালক-সহ উধাও হয়ে গেল (Car missing with driver in Asansol) । আর এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আসানসোল উত্তর থানার ধাদকা র‍্যাকিট কোলমাইন সংলগ্ন এলাকার রাস্তায় ।

অনুমান করা হচ্ছে, রাস্তার পাশে একটি বড় পাথর খাদানে সেই গাড়িটি পড়ে গিয়েছে এবং তারপরই নিখোঁজ হয়েছে চালক । পাথর খাদানের জলে গাড়িটির লগ বুক ভেসে উঠেছে । সেখান থেকেই অনুমান করা হচ্ছে চালক-সহ গাড়িটি তলিয়ে গিয়েছে । আসানসোল উত্তর থানার পুলিশ ও দুর্যোগ মোকাবিলা কেন্দ্রের কর্মীরা উদ্ধার কার্যে নেমেছে ।

আসানসোল পৌরনিগমের 15 নম্বর ওয়ার্ডের আদিবাসী এলাকার বাসিন্দা সুনীল হাঁসদা । তিনি কোল ইন্ডিয়ার সিএমপিডিআই-এর গাড়ি চালানোর কাজ করতেন । গতকাল রাতে বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন সুনীল । উদ্দেশ্য ছিল সিএমপিডিআইয়ের কোনও আধিকারিককে স্টেশন থেকে নিয়ে তাঁর বাড়িতে ছেড়ে দেওয়া । কিন্তু মাঝ রাস্তা থেকেই হারিয়ে যান সুনীল । গাড়িটিরও সন্ধান মেলেনি । তাঁর ফোনও বন্ধ হয়ে যায় ।

একদিকে সিএমপিডিআইয়ের আধিকারিকরা, অন্যদিকে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে সুনীল হাঁসদার খোঁজ করতে থাকেন । রাতে কোনও খোঁজ পাওয়া যায়নি । আজ সকালে রাস্তায় খুঁজতে খুঁজতে পরিবারের লোকজন দেখতে পান, রাস্তার একটি বাঁকে পাথর খাদানের সামনে স্তম্ভ ভেঙে পড়ে আছে । পাশাপাশি ঝোপঝাড়ও ভাঙা এবং সেখানেই রয়েছে গাড়ির চাকার দাগ । অনুমান করা হয়, কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাথর খাদানে পড়ে গিয়েছে ।

আরও পড়ুন: চা বিক্রেতার মুণ্ডুহীন দেহ উদ্ধার

এরপর পাথর খাদানের নিচে নেমে জলের কাছে খোঁজার চেষ্টা করা হয় । তখন দেখা যায় জলে ভেসে উঠেছে ওই গাড়িটির লগ বুক । এরপরেই অনুমান দৃঢ় হয়, গাড়িটি-সহ সুনীল হাঁসদা পাথর খাদানের জলে তলিয়ে গিয়েছেন । আসানসোল উত্তর থানার পুলিশ ও দুর্যোগ মোকাবিলা কেন্দ্রের কর্মীরা উদ্ধার কার্য শুরু করেছে । কিন্তু পাথর খাদানের গভীরতা এতটাই, কোনও কিছু পাওয়া যায়নি সোমবার বেলা পর্যন্ত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.