ETV Bharat / state

এনডিএ জোট ভেঙে দুর্গাপুর পশ্চিমে আরপিআই প্রার্থী সন্দীপ - RPI Candidate Breaking NDA Alliance

এনডিএ-জোট ভেঙে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে আরপিআই-প্রার্থী সন্দীপ শিকদার৷ তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই৷ কিন্তু আরপিআই প্রার্থীকে নিয়ে মাথাব্যথা নেই তাঁর ৷ আজ জমজমাট রোড শো করে সন্দীপ জমা দিলেন মনোনয়নপত্র ৷

আরপিআই প্রার্থী সন্দীপ শিকদার
আরপিআই প্রার্থী সন্দীপ শিকদার
author img

By

Published : Apr 7, 2021, 6:10 PM IST

দুর্গাপুর, 7 এপ্রিল: কেন্দ্রে শাসক-জোট এনডিএ-র অন্যতম সদস্য দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আরপিআই) ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে এবারে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে সেই দলের প্রার্থী সন্দীপ শিকদার ৷ বিভিন্ন কর্পোরেট সংস্থার দেখাশোনা করা, করদাতাদের পরামর্শ দেওয়ার জন্য তাঁর একটি সংস্থা আছে ৷ এছাড়া একটি স্বেচ্ছাসেবী সংগঠনও তৈরি করেছেন তিনি । বিশেষ সূত্রে জানা গিয়েছে, 2019-র লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি-র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছিলেন সন্দীপ ৷ সে বার তাঁর স্বপ্ন পূরণ না হলেও এবারের নির্বাচনে বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে লড়ার জন্য তিনি প্রস্তুত ৷

আজই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৷ এ দিন দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান থেকে ঘোড়ায় টানা রথে চড়ে আরপিআই-কর্মী সমর্থকদের নিয়ে শুরু হয় তাঁর মিছিল । চারপাশে মানুষের নজর কাড়তে ছিল আদিবাসী নৃত্য, মহিলা ঢাকি-র ঢাকের আয়োজন ৷ এমনই জমজমাট রোড শো করে তিনি দুর্গাপুর মহকুমাশাসকের দফতরে আসেন, জমা দেন তাঁর মনোনয়নপত্র ৷ সেখানে নিজেকে ভূমিপুত্র বলে দাবি করে জনগণের কাছে অঞ্চলের উন্নয়নের জন্য আরপিআই-কে ভোট দিতে আবেদন জানান তিনি ।

আরপিআই প্রার্থী সন্দীপের রোড শো


তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দুর্গাপুরের দুটি আসন, বিশেষত দুর্গাপুর পশ্চিম বিধানসভায় আসনটিতে গেরুয়া শিবিরের 'অন্তর্দ্বন্দ্ব' যে ভাবে প্রকাশ্যে আসছে, তাতে অন্য দলগুলি যে তাতে তাল ঠুকবে, তা বলার অপেক্ষা রাখে না ।

দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'সন্দীপ শিকদার বিজেপি-র কেউ নন ৷ এনডিএ জোট ভেঙে বিজেপি-র বিরুদ্ধে লড়ছেন তিনি ৷ বিষয়টি দলকে জানানো হয়েছে ৷ দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন ৷ আমি এই বিষয়টাকে পাত্তা দিচ্ছি না ৷'

দুর্গাপুর, 7 এপ্রিল: কেন্দ্রে শাসক-জোট এনডিএ-র অন্যতম সদস্য দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আরপিআই) ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে এবারে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে সেই দলের প্রার্থী সন্দীপ শিকদার ৷ বিভিন্ন কর্পোরেট সংস্থার দেখাশোনা করা, করদাতাদের পরামর্শ দেওয়ার জন্য তাঁর একটি সংস্থা আছে ৷ এছাড়া একটি স্বেচ্ছাসেবী সংগঠনও তৈরি করেছেন তিনি । বিশেষ সূত্রে জানা গিয়েছে, 2019-র লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি-র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছিলেন সন্দীপ ৷ সে বার তাঁর স্বপ্ন পূরণ না হলেও এবারের নির্বাচনে বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে লড়ার জন্য তিনি প্রস্তুত ৷

আজই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৷ এ দিন দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান থেকে ঘোড়ায় টানা রথে চড়ে আরপিআই-কর্মী সমর্থকদের নিয়ে শুরু হয় তাঁর মিছিল । চারপাশে মানুষের নজর কাড়তে ছিল আদিবাসী নৃত্য, মহিলা ঢাকি-র ঢাকের আয়োজন ৷ এমনই জমজমাট রোড শো করে তিনি দুর্গাপুর মহকুমাশাসকের দফতরে আসেন, জমা দেন তাঁর মনোনয়নপত্র ৷ সেখানে নিজেকে ভূমিপুত্র বলে দাবি করে জনগণের কাছে অঞ্চলের উন্নয়নের জন্য আরপিআই-কে ভোট দিতে আবেদন জানান তিনি ।

আরপিআই প্রার্থী সন্দীপের রোড শো


তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দুর্গাপুরের দুটি আসন, বিশেষত দুর্গাপুর পশ্চিম বিধানসভায় আসনটিতে গেরুয়া শিবিরের 'অন্তর্দ্বন্দ্ব' যে ভাবে প্রকাশ্যে আসছে, তাতে অন্য দলগুলি যে তাতে তাল ঠুকবে, তা বলার অপেক্ষা রাখে না ।

দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'সন্দীপ শিকদার বিজেপি-র কেউ নন ৷ এনডিএ জোট ভেঙে বিজেপি-র বিরুদ্ধে লড়ছেন তিনি ৷ বিষয়টি দলকে জানানো হয়েছে ৷ দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন ৷ আমি এই বিষয়টাকে পাত্তা দিচ্ছি না ৷'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.