আসানসোল, 5 ডিসেম্বর : বারাবনির ঘটনায় সরাসরি তৃণমূলকে দোষী করে জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে এই কান্ড ঘটেছে বলে দাবি করেছিলেন বিজেপি জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই ৷ পালটা জবাব দিলেন জিতেন্দ্র তেওয়ারি । বারাবনির ঘটনায় তৃণমূল জড়িত নয়, বরং বিজেপি কর্মীরা নিজেই এমন ঘটনা ঘটিয়েছে বলে দাবি করলেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারি ।
আজ বারাবনির জামগ্রামে বিজেপির একটি মিছিল ছিল । "আর নয় অন্যায়" শীর্ষক এই মিছিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ । বোমা, গুলি, লাঠিসোটা নিয়ে আক্রমণ করা হয় । তাতে একজন বিজেপি কর্মী গুলিবিদ্ধ হন । তিনজন বোমার আঘাতে আহত হন ।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারিকে প্রশ্ন করা হলে তিনি জানান, বিজেপি সব জায়গায় মিছিল করছে । তাঁরা ভেবেছিল যে মিছিল করে গন্ডগোল পাকিয়ে একটা অন্য আবহাওয়া সৃষ্টি করবে আসানসোলে । পান্ডবেশ্বরে মিছিল হয়েছে, অন্ডালে হয়েছে, জামুড়িয়ায় হয়েছে, রানিগঞ্জে হয়েছে । কোথাও তো কেউ কোনও ভাবে গন্ডগোল করছে না । যখন দেখল কোনওভাবেই ইশু পাচ্ছে না, তখন নিজেদের মধ্যে একটা গন্ডগোল পাকিয়ে ইশু তৈরির চেষ্টা করছে । আমরা দাবি করছি যারা বোম চালিয়েছে, গুলি চালিয়েছে তাঁদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে কাস্টডি ট্রায়ালের মাধ্যমে শাস্তিদানের ব্যবস্থা করা হোক ।
আরও পড়ুন : বারাবনিতে মিছিলে হামলা, গুলিবিদ্ধ বিজেপি কর্মী
এবিষয়ে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় জানান, কয়লা মাফিয়া ও দুষ্কৃতীদের স্বর্গরাজ্য বারাবণি, লালাকে(অনুপ মাজি) সামনে রেখে কয়লা মাফিয়া অসিত সিং দিনের পর দিন এই চক্র চালিয়ে গেছে এবং এতে আগাগোড়া জড়িত আছেন আসানসোল মেয়র তথা আসানসোলের #টিএমছিঃ প্রেসিডেন্ট জিতেন্দ্র তেওয়ারি । সিবিআই তল্লাশি ও গ্রেপ্তারিতে ভয় পেয়েই বিজেপির "আর নয় অন্যায়" কর্মসূচিতে এই নক্কারজনক হামলা । এই হামলার উত্তর মানুষ 2021-এ ইভিএমে দেবে । কে বলতে পারে , হয়তো তার আগে এর বিহীত হবে ।