দুর্গাপুর, 22 অগাস্ট : গলসি এক নম্বর ব্লকের BJP সাধারণ সম্পাদক বুদ্ধদেব ঘোষকে মারধরের ঘটনায় উত্তপ্ত বুদবুদের নস্করবাঁধ । পরিবারের অভিযোগ, রাস্তায় পাঁচ-ছ জন তৃণমূল কর্মী তাঁকে ঘিরে ধরে মারধর করে । গুরুতর জখম অবস্থায় তাঁকে মানকর গ্রামীণ হাসপাতালে পাঠানো হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
স্থানীয় সূত্রে খবর, আজ সকালে নস্করবাঁধের বাসিন্দা BJP নেতা বুদ্ধদেব ঘোষ চাষের কাজের জন্য নিজের মোটরবাইকে করে লেবার খুঁজতে বের হন ৷ একই গ্রামের বাসিন্দা শাসকদলের পাঁচ-ছ জন তাঁর পথ আটক ঘিরে ধরে বলে অভিযোগ । প্রথমে ভারী হাঁতুড়ি দিয়ে আঘাত করা হলে বুদ্ধদেববাবু পড়ে যান নর্দমাতে । সেখানেও তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ । খবর পেয়ে তাঁর পরিবারের লোক গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে মানকর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসার পরে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা দেখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন ।
যদিও গলসি এক নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি মহম্মদ জাকির হোসেন অস্বীকার করে বলেন, "ওই ব্যক্তির জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে প্রতিবেশীদের সঙ্গে । সেই ঝামেলা আজকেও হয় । BJP সেই অশান্তিকে রাজনৈতিক রং চড়িয়ে তৃণমূলকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে ।" দুই পক্ষের মোট তিনজন জখম হয়েছে বলে তিনি জানিয়েছেন । বুদ্ধদেব ঘোষের পরিবারের পক্ষ থেকে বুদবুদ থানায় লিখিত অভিযোগ জানানোর কথাও জানানো হয় ।
এই ঘটনায় চাপা উত্তেজনা বুদবুদের নস্করবাঁধ গ্রামে । তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে রাজনৈতিক সংঘর্ষ না বলা হলেও, আহত বুদ্ধদেব ঘোষের পরিবারের দাবি BJP করার অপরাধেই তাঁকে মারধর করা হয়েছে ।