ETV Bharat / state

রানিগঞ্জে জিতে চোখে জল তাপস বন্দ্যোপাধ্যায়ের - রানিগঞ্জ বিধানসভা

সারাদিন ধরে কঠিন লড়াইয়ের পর অবশেষে জয় মিলল রানিগঞ্জের তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের ৷ প্রতিদ্বন্দ্বী বিজেপির বিজন মুখোপাধ্যায়কে 3 হাজার 295 ভোটে পরাজিত করেন তাপস বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "এই জয় ঈশ্বরের জয় । আমি একবারও ভাবেনি আমি জয়ী হতে পারব । আমার বিশ্বাস হয়নি । যখন শুনলাম আমি বাস্তবিক জয়ী হয়েছি, তখন চোখে জল চলে এল ।"

রানিগঞ্জে স্বস্তির জয় তৃণমূলের তাপস বন্দ্যোপাধ্যায়ের
রানিগঞ্জে স্বস্তির জয় তৃণমূলের তাপস বন্দ্যোপাধ্যায়ের
author img

By

Published : May 2, 2021, 6:55 PM IST

দুর্গাপুর, 2 মে: আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে পরপর দু'বার বিধায়ক হওয়ার পরও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কঠিন রানিগঞ্জ আসনে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আসানসোলের প্রাক্তন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেন । ভোট গণনার পর প্রথম থেকে দেখা যায় কয়েক হাজার ভোটে পিছিয়ে রয়েছেন তাপস বন্দ্যোপাধ্যায় । প্রায় সমস্ত রাউন্ডে পিছিয়ে থাকা তাপস বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে 10 নম্বর রাউন্ড থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেন । এবং শেষমেষ তাপস বন্দ্যোপাধ্যায় জয়লাভ করলেন । হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রানিগঞ্জের বিজেপি প্রার্থী চিকিৎসক বিজন মুখোপাধ্যায়কে 3 হাজার 295 ভোটে পরাজিত করেন তাপস বন্দ্যোপাধ্যায় ।

দুর্গাপুরের গণনা কেন্দ্রে সার্টিফিকেট নিতে এসে তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, "এই জয় ঈশ্বরের জয় । আমি একবারও ভাবেনি আমি জয়ী হতে পারব । আমার বিশ্বাস হয়নি । যখন শুনলাম আমি বাস্তবিক জয়ী হয়েছি, তখন চোখে জল চলে এল ।"

দুর্গাপুর, 2 মে: আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে পরপর দু'বার বিধায়ক হওয়ার পরও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কঠিন রানিগঞ্জ আসনে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আসানসোলের প্রাক্তন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেন । ভোট গণনার পর প্রথম থেকে দেখা যায় কয়েক হাজার ভোটে পিছিয়ে রয়েছেন তাপস বন্দ্যোপাধ্যায় । প্রায় সমস্ত রাউন্ডে পিছিয়ে থাকা তাপস বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে 10 নম্বর রাউন্ড থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেন । এবং শেষমেষ তাপস বন্দ্যোপাধ্যায় জয়লাভ করলেন । হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রানিগঞ্জের বিজেপি প্রার্থী চিকিৎসক বিজন মুখোপাধ্যায়কে 3 হাজার 295 ভোটে পরাজিত করেন তাপস বন্দ্যোপাধ্যায় ।

দুর্গাপুরের গণনা কেন্দ্রে সার্টিফিকেট নিতে এসে তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, "এই জয় ঈশ্বরের জয় । আমি একবারও ভাবেনি আমি জয়ী হতে পারব । আমার বিশ্বাস হয়নি । যখন শুনলাম আমি বাস্তবিক জয়ী হয়েছি, তখন চোখে জল চলে এল ।"

আরও পড়ুন : জয়ের পর মমতা : এটা বাংলার জয়, বাংলাই পারে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.