ETV Bharat / state

খোলা আকাশের নীচে রাত কাটল শতাধিক ভোটকর্মীর - রিজার্ভ ভোটকর্মী

কুলটির মিঠানী হাইস্কুলে 6 টি বুথ আছে । এবছর ওই বুথগুলি মহিলা ভোটকর্মী দ্বারা পরিচালিত বুথ । সেইমত মহিলারা বিকেলেই পৌঁছে গিয়েছেন বুথে । কিন্তু রাতে হঠাৎই দুটি সরকারি বাসে শতাধিক ভোটকর্মীকে পাঠিয়ে দেওয়া হয় মিঠানী হাইস্কুলে । কিন্তু তাদের মিঠানী হাইস্কুলে পাঠিয়ে দেওয়া হলে মহিলা ভোটকর্মীরা ওই পুরুষ রিজার্ভ ভোটকর্মীদের বুথে ঢুকতে দেয়নি ।

খোলা আকাশের নীচে রাত কাটালেন ভোটকর্মীরা
খোলা আকাশের নীচে রাত কাটালেন ভোটকর্মীরা
author img

By

Published : Apr 26, 2021, 8:14 AM IST

আসানসোল, 26 এপ্রিল : মহিলা ভোটকর্মী দ্বারা পরিচালিত বুথে পাঠিয়ে দেওয়া রিজার্ভ ভোটকর্মীদের । আর সেই পুরুষ রিজার্ভ ভোটকর্মীদের ঢুকতেই দিলেন না মহিলা ভোটকর্মীরা । ফলে শতাধিক ভোটকর্মী খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছেন । নেই পানীয় জল, শৌচাগার । চরম অসহায় অবস্থা ভোটকর্মীদের । ঘটনাটি ঘটেছে কুলটির মিঠানী হাইস্কুলে ।

জানা গিয়েছে, কুলটির মিঠানী হাইস্কুলে 6 টি বুথ আছে । এবছর ওই বুথগুলি মহিলা ভোটকর্মী দ্বারা পরিচালিত বুথ । সেইমত মহিলারা বিকেলেই পৌঁছে গিয়েছেন বুথে । কিন্তু রাতে হঠাৎই দুটি সরকারি বাসে শতাধিক ভোটকর্মীকে পাঠিয়ে দেওয়া হয় মিঠানী হাইস্কুলে । ওই ভোটকর্মীরা রিজার্ভ হিসেবে ছিলেন । অর্থাৎ কোনও ভোটকর্মী অসুস্থ হয়ে পড়লে বা কেউ অনুপস্থিত থাকলে কিংবা অন্য কোনও কাজে এই রিজার্ভ ভোটকর্মীদের কাজে লাগান হবে । কিন্তু তাদের মিঠানী হাইস্কুলে পাঠিয়ে দেওয়া হলে মহিলা ভোটকর্মীরা ওই পুরুষ রিজার্ভ ভোটকর্মীদের বুথে ঢুকতে দেয়নি । তারা জানিয়ে দেয়, মহিলা পরিচালিত বুথে পুরুষদের ঢুকতে দেওয়া হবে না । অগত্যা অসহায় হয়ে স্থানীয় মন্দির, আটচালা, যাত্রামঞ্চ ও মাঠে আশ্রয় নেয় ওই রিজার্ভ ভোটকর্মীরা ।

খোলা আকাশের নীচে রাত কাটালেন ভোটকর্মীরা

ভোটকর্মীরা জানিয়েছেন, সেক্টর অফিসারের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না । ফলে রাতটা মশার কামড়েই কাটাতে হয়েছে তাঁদের । অন্যদিকে ভোটকর্মীরা কিছুই খেতে পাননি । এমনকি পানীয় জলও নেই । শৌচাগারেরও কোনও ব্যবস্থা নেই । খবর পেয়ে আসে কুলটি নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ । পুলিশের সামনেই বিক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মীরা । গভীর রাত পর্যন্ত কোনও ব্যবস্থা হয়নি বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন : গণতন্ত্রের উৎসব, ফুল দিয়ে সজ্জিত কাঁকসার মহিলা বুথ

আসানসোল, 26 এপ্রিল : মহিলা ভোটকর্মী দ্বারা পরিচালিত বুথে পাঠিয়ে দেওয়া রিজার্ভ ভোটকর্মীদের । আর সেই পুরুষ রিজার্ভ ভোটকর্মীদের ঢুকতেই দিলেন না মহিলা ভোটকর্মীরা । ফলে শতাধিক ভোটকর্মী খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছেন । নেই পানীয় জল, শৌচাগার । চরম অসহায় অবস্থা ভোটকর্মীদের । ঘটনাটি ঘটেছে কুলটির মিঠানী হাইস্কুলে ।

জানা গিয়েছে, কুলটির মিঠানী হাইস্কুলে 6 টি বুথ আছে । এবছর ওই বুথগুলি মহিলা ভোটকর্মী দ্বারা পরিচালিত বুথ । সেইমত মহিলারা বিকেলেই পৌঁছে গিয়েছেন বুথে । কিন্তু রাতে হঠাৎই দুটি সরকারি বাসে শতাধিক ভোটকর্মীকে পাঠিয়ে দেওয়া হয় মিঠানী হাইস্কুলে । ওই ভোটকর্মীরা রিজার্ভ হিসেবে ছিলেন । অর্থাৎ কোনও ভোটকর্মী অসুস্থ হয়ে পড়লে বা কেউ অনুপস্থিত থাকলে কিংবা অন্য কোনও কাজে এই রিজার্ভ ভোটকর্মীদের কাজে লাগান হবে । কিন্তু তাদের মিঠানী হাইস্কুলে পাঠিয়ে দেওয়া হলে মহিলা ভোটকর্মীরা ওই পুরুষ রিজার্ভ ভোটকর্মীদের বুথে ঢুকতে দেয়নি । তারা জানিয়ে দেয়, মহিলা পরিচালিত বুথে পুরুষদের ঢুকতে দেওয়া হবে না । অগত্যা অসহায় হয়ে স্থানীয় মন্দির, আটচালা, যাত্রামঞ্চ ও মাঠে আশ্রয় নেয় ওই রিজার্ভ ভোটকর্মীরা ।

খোলা আকাশের নীচে রাত কাটালেন ভোটকর্মীরা

ভোটকর্মীরা জানিয়েছেন, সেক্টর অফিসারের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না । ফলে রাতটা মশার কামড়েই কাটাতে হয়েছে তাঁদের । অন্যদিকে ভোটকর্মীরা কিছুই খেতে পাননি । এমনকি পানীয় জলও নেই । শৌচাগারেরও কোনও ব্যবস্থা নেই । খবর পেয়ে আসে কুলটি নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ । পুলিশের সামনেই বিক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মীরা । গভীর রাত পর্যন্ত কোনও ব্যবস্থা হয়নি বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন : গণতন্ত্রের উৎসব, ফুল দিয়ে সজ্জিত কাঁকসার মহিলা বুথ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.