ETV Bharat / state

বারাবনিতে হ্যাট্রিক বিধানের, হার বাবুলের স্নেহধন্য অরিজিতের

বারাবনিতে এবারের ভোটে জয়ী হয়ে হ্যাটট্রিক করলেন তৃণমূলের প্রার্থী বিধান উপাধ্যায় ৷ বললেন, "আমি যেরকম বারাবনিতে ছিলাম । তেমনই বারাবনিতেই থাকব । গ্রামের মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে আমার । আবার সেই কাজ কাল থেকে শুরু করব ।"

বারাবনিতে হ্যাট্রিক বিধানের
বারাবনিতে হ্যাট্রিক বিধানের
author img

By

Published : May 2, 2021, 10:49 PM IST

বারাবনি, 2 মে: পরপর তিনবার জিতে হ্যাটট্রিক করলেন বারাবনির তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় । 2011, 2016 এবং 2021-এর বিধানসভা নির্বাচনে পরপর জিতলেন বিধান ৷ এবারে 23 হাজার 457 ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অরিজিৎ রায়কে পরাজিত করেন বিধান উপাধ্যায় ।

বারাবনি চিরকালই উপাধ্যায়দের ঘাঁটি । বিধান উপাধ্যায়ের বাবা মাণিক উপাধ্যায় একসময় বারাবনির বিধায়ক ছিলেন । পরবর্তীকালে বিধান রাজনীতিতে আসেন । ভোটে দাঁড়িয়ে তিনবারই জয়লাভ করলেন । অন্যদিকে অরিজিৎ রায় যুব মোর্চার জেলা সভাপতি । তিনি বাবুল সুপ্রিয়র ঘনিষ্ঠ বলে পরিচিত । বাবুলও তাঁর প্রচারে গিয়ে অরিজিৎ রায় সম্পর্কে অনেক সুনামও করেছিলেন বারাবনিবাসীদের কাছে ৷ তারপরও অরিজিতের ভাগ্যে শিকে ছিঁড়ল না ।

বারাবনিতে হ্যাট্রিক বিধান উপাধ্যায়ের, জানালেন থাকবেন বারাবনিতেই ৷

ভোটে জয়লাভ করে বিধান উপাধ্যায় বলেন, "আমি যেরকম বারাবনিতে ছিলাম । তেমনই বারাবনিতেই থাকব । গ্রামের মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে আমার । আবার সেই কাজ কাল থেকে শুরু করব ।" এই জয়ের জন্য বিধান উপাধ্যায় তাঁর ব্লক সভাপতি ও ব্লকের অন্যান্য নেতৃত্বদের ভূয়সী প্রশংসা করেছেন ৷

আরও পড়ুন: ‘‘মানুষের এই রায়কে সম্মান করি না’’, হেরে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট বাবুলের

বারাবনি, 2 মে: পরপর তিনবার জিতে হ্যাটট্রিক করলেন বারাবনির তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় । 2011, 2016 এবং 2021-এর বিধানসভা নির্বাচনে পরপর জিতলেন বিধান ৷ এবারে 23 হাজার 457 ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অরিজিৎ রায়কে পরাজিত করেন বিধান উপাধ্যায় ।

বারাবনি চিরকালই উপাধ্যায়দের ঘাঁটি । বিধান উপাধ্যায়ের বাবা মাণিক উপাধ্যায় একসময় বারাবনির বিধায়ক ছিলেন । পরবর্তীকালে বিধান রাজনীতিতে আসেন । ভোটে দাঁড়িয়ে তিনবারই জয়লাভ করলেন । অন্যদিকে অরিজিৎ রায় যুব মোর্চার জেলা সভাপতি । তিনি বাবুল সুপ্রিয়র ঘনিষ্ঠ বলে পরিচিত । বাবুলও তাঁর প্রচারে গিয়ে অরিজিৎ রায় সম্পর্কে অনেক সুনামও করেছিলেন বারাবনিবাসীদের কাছে ৷ তারপরও অরিজিতের ভাগ্যে শিকে ছিঁড়ল না ।

বারাবনিতে হ্যাট্রিক বিধান উপাধ্যায়ের, জানালেন থাকবেন বারাবনিতেই ৷

ভোটে জয়লাভ করে বিধান উপাধ্যায় বলেন, "আমি যেরকম বারাবনিতে ছিলাম । তেমনই বারাবনিতেই থাকব । গ্রামের মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে আমার । আবার সেই কাজ কাল থেকে শুরু করব ।" এই জয়ের জন্য বিধান উপাধ্যায় তাঁর ব্লক সভাপতি ও ব্লকের অন্যান্য নেতৃত্বদের ভূয়সী প্রশংসা করেছেন ৷

আরও পড়ুন: ‘‘মানুষের এই রায়কে সম্মান করি না’’, হেরে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট বাবুলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.