দুর্গাপুর, 11 এপ্রিল : ভোটের ঠিক আগে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ভাঙন ধরেছিল ৷ শুভেন্দু অধিকারীর পথে হেঁটে জিতেন্দ্র তিওয়ারি সহ একাধিক হেভিওয়েট নেতা দল বদলে নাম লিখিয়েছিলেন পদ্মশিবিরে ৷ সে-রকমই কয়েক মাস আগে বিজেপি শিবিরে নাম লিখিয়েছিলেন কর্নেল দীপ্তাশু চৌধুরী ৷ প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর দলীয় কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়তে শুরু করেছিল ৷ দুর্গাপুর স্টিল টাউনশিপে বিজেপি কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন কর্মীরা ৷
আজকের ছবিটা ছিল একদম অন্যরকম ৷ তাঁকে ঘিরে কোনও বিক্ষোভ নেই ৷ কার্যালয়ে ভাঙচুর নেই ৷ আদি বিজেপির নেতাদের মধ্যে কোনও অসন্তোষও নেই ৷ বরং আজ দীপ্তেংশুর রবিবাসরীয় প্রচারে পা মিলিয়েছেন বিজেপির কর্মী-সমর্থকরা ৷ কেউ সেজেছেন হনুমান আবার কেউ মাথায় পদ্মের মুকুট মাথায় পরে প্রচারে সঙ্গ দিয়েছেন তাঁকে ৷ সেদিনের ছবিটার আমুল পরিবর্তনে স্বাভাবিকভাবেই খুশি দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী ৷
উচ্ছ্বসিত কণ্ঠে বলেন ," কর্মীরা সোনার বাংলা গড়তে চায় ৷ নতুন বাংলা গড়তে চায় ৷ তাই স্বতঃস্ফূর্তভাবে কর্মীরা প্রচারে যোগ দিয়েছেন ৷ " অন্যদিকে দুর্গাপুরবাসীদের উদ্দেশ্যে বলেন, " দুর্গাপুরের মানুষ পরিত্রান চায় ৷ নতুন সূর্যোদয় চায় ৷ দীর্ঘ 11 বছর তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন ৷ মানুষ এখানে নতুন সরকার গড়তে চায় ৷ সিপিআইএম বা তৃণমূলকে নয় , বিজেপি সরকার গড়তে চায় তারা ৷ "
আরও পড়ুন : এটা গণহত্যা, তথ্য লোপাটের জন্য আমাকে আটকে দেওয়া হল : মমতা