দুর্গাপুর, 20 জুলাই : দুর্গাপুর বেনাচিতি বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার কোরোনায় আক্রান্ত । তড়িঘড়ি পুলিশের পক্ষ থেকে ওই ব্যাঙ্কের শাখা বন্ধ করে দেওয়া হয় । স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় 23 জন কর্মী রয়েছেন ওই ব্যাঙ্কে । ব্যাঙ্কের ওই কর্মীদের হোম কোয়ারানটিনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
জানা গেছে, ব্যাঙ্কের ম্যানেজার আসানসোলের বাসিন্দা । শনিবার পর্যন্ত তিনি ব্যাঙ্কে এসেছিলেন । সোমবার পুলিশের কাছে স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ওই ব্যাঙ্ক ম্যানেজার কোরোনায় আক্রান্ত । তারপরেই বন্ধ করে দেওয়া হয় ওই শাখা । সমস্ত কর্মীদের নাম ,ঠিকানা এবং ফোন নম্বর নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে ।
ঘটনাস্থানে আসে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ সদস্য রাখি তিওয়ারি । তিনি বলেন,"আমরা শুনেছি ব্যাঙ্ক ম্যানেজার কোরোনাতে আক্রান্ত । পুলিশ সিল করে দিয়েছে । দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে জীবাণুমুক্ত করার কাজ করা হবে ওই শাখায় এবং আশপাশের দোকানগুলিকে।"