ETV Bharat / state

আসানসোলে প্রবীণদের পাশে দাঁড়াতে "নমন" পুলিশের - আসানসোল

নিঃসঙ্গ প্রবীণদের পাশে দাঁড়াতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে শুরু হয়েছে " নমন " প্রকল্প ৷ পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় 350 জনের এই প্রকল্পের আওতায় স্বাস্থ্য পরীক্ষা করানো সম্ভব হয়েছে ।

Asansol Police Commissionerate started Naman scheme for senior citizens
প্রবীণদের উদ্যোগে আসানসোলে শুরু হল ' নমন ' প্রকল্প
author img

By

Published : Feb 17, 2020, 9:14 PM IST

আসানসোল, 17 ফেব্রুয়ারি : নিঃসঙ্গ প্রবীণদের পাশে দাঁড়াতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে শুরু হয়েছে " নমন " প্রকল্প ৷ বৃদ্ধ-বৃদ্ধাদের বাড়ি থেকে নিয়ে গিয়ে নার্সিংহোমে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করছে পুলিশ কমিশনারেট ৷ এই প্রকল্পের কাজ শুরু হয়েছে প্রায় এক মাস আগে ৷

কীভাবে হচ্ছে এই কাজ ? আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সুকেশ কুমার জৈন জানিয়েছেন, "বিভিন্ন থানা এলাকায় ইতিমধ্যেই আমরা ডাটাবেস তৈরি করেছি । এই "নমন" প্রকল্প শুরু হওয়ার পরই বৃদ্ধ-বৃদ্ধাদের কাছে যেমন আমাদের নম্বর আছে, তেমনি আমাদের কাছেও তাঁদের নম্বর আছে । তাঁদের সঙ্গে যোগাযোগ করে প্রতিদিন 5 জন বৃদ্ধ-বৃদ্ধাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে মাল্টি সুপার স্পেশালিটি নার্সিংহোমে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে । শুধু তাই নয়, তাঁদের শারীরিক অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে । "

প্রবীণদের জন্য আসানসোল দুর্গাপুরে "নমন" প্রকল্প

সুকেশ কুমার জৈন জানান, এখনও পর্যন্ত প্রায় 350 জনের এইভাবে স্বাস্থ্য পরীক্ষা করানো সম্ভব হয়েছে । এর ফলে বৃদ্ধ-বৃদ্ধারা আরও সহজ ভাবে তাঁদের সমস্যার কথা পুলিশকে জানাতে পারছেন । যারা এইভাবে পুলিশের সঙ্গে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে এসেছেন, তারা আবার অন্যদেরও পুলিশের নম্বর দিচ্ছেন । ফলে এইভাবেই ডাটাবেস বাড়ছে । আগামীদিনে সিনিয়র সিটিজ়েনদের জন্য আরও অনেক কিছু করার ইচ্ছে আছে বলেও জানান পুলিশ কমিশনার ৷

আসানসোল, 17 ফেব্রুয়ারি : নিঃসঙ্গ প্রবীণদের পাশে দাঁড়াতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে শুরু হয়েছে " নমন " প্রকল্প ৷ বৃদ্ধ-বৃদ্ধাদের বাড়ি থেকে নিয়ে গিয়ে নার্সিংহোমে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করছে পুলিশ কমিশনারেট ৷ এই প্রকল্পের কাজ শুরু হয়েছে প্রায় এক মাস আগে ৷

কীভাবে হচ্ছে এই কাজ ? আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সুকেশ কুমার জৈন জানিয়েছেন, "বিভিন্ন থানা এলাকায় ইতিমধ্যেই আমরা ডাটাবেস তৈরি করেছি । এই "নমন" প্রকল্প শুরু হওয়ার পরই বৃদ্ধ-বৃদ্ধাদের কাছে যেমন আমাদের নম্বর আছে, তেমনি আমাদের কাছেও তাঁদের নম্বর আছে । তাঁদের সঙ্গে যোগাযোগ করে প্রতিদিন 5 জন বৃদ্ধ-বৃদ্ধাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে মাল্টি সুপার স্পেশালিটি নার্সিংহোমে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে । শুধু তাই নয়, তাঁদের শারীরিক অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে । "

প্রবীণদের জন্য আসানসোল দুর্গাপুরে "নমন" প্রকল্প

সুকেশ কুমার জৈন জানান, এখনও পর্যন্ত প্রায় 350 জনের এইভাবে স্বাস্থ্য পরীক্ষা করানো সম্ভব হয়েছে । এর ফলে বৃদ্ধ-বৃদ্ধারা আরও সহজ ভাবে তাঁদের সমস্যার কথা পুলিশকে জানাতে পারছেন । যারা এইভাবে পুলিশের সঙ্গে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে এসেছেন, তারা আবার অন্যদেরও পুলিশের নম্বর দিচ্ছেন । ফলে এইভাবেই ডাটাবেস বাড়ছে । আগামীদিনে সিনিয়র সিটিজ়েনদের জন্য আরও অনেক কিছু করার ইচ্ছে আছে বলেও জানান পুলিশ কমিশনার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.