আসানসোল, 16জুলাই: বারবার অনুরোধ করা হয়েছে কিন্তু তার পরেও শুনছে না অসচেতন মানুষজন। এবার মাস্ক না পরা মানুষজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আসানসোল,জামুড়িয়া, রানীগঞ্জ এলাকায় মাস্ক না পরায় 159 বাসিন্দার বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। এই অভিযান রোজই চলবে বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ADC (সেন্ট্রাল) সায়ক দাস।
দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। পশ্চিম বর্ধমান জেলায় বর্তমানে শতাধিক কোভিড আক্রান্ত রোগী সক্রিয় রয়েছেন। রানীগঞ্জের দুটি ওয়ার্ডকে লকডাউন ঘোষণা করেছেন আসানসোলের মেয়র। আসানসোলের মহিশিলা, ধাদকার কিছু এলাকাকেও কনটেনমেন্ট জ়়োন করা হয়েছে। কিন্তু তারপরেও আসানসোল শহর সহ আশেপাশের শহরগুলিতে মানুষজন সচেতন হয়নি। দেখা যাচ্ছে প্রচুর মানুষ মাস্ক না পরেই ঘুরে বেড়াচ্ছে। আজ সকাল থেকে আসানসোল, জামুড়িয়া, রানীগঞ্জ এলাকায় পুলিশ অভিযান চালায় । রাস্তায় নেমে পুলিশ মাস্ক বিহীন মানুষজন দেখতে পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে।
মাস্ক না পরায় 159 জনের বিরুদ্ধে ব্যবস্থা আসানসোল- দুর্গাপুরে
কোরোনা সংক্রমণ রুখতে কঠোর পদক্ষেপ নিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আসানসোল,জামুড়িয়া, রানীগঞ্জ এলাকায় মাস্ক না পরায় 159 বাসিন্দার বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ।
আসানসোল, 16জুলাই: বারবার অনুরোধ করা হয়েছে কিন্তু তার পরেও শুনছে না অসচেতন মানুষজন। এবার মাস্ক না পরা মানুষজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আসানসোল,জামুড়িয়া, রানীগঞ্জ এলাকায় মাস্ক না পরায় 159 বাসিন্দার বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। এই অভিযান রোজই চলবে বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ADC (সেন্ট্রাল) সায়ক দাস।
দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। পশ্চিম বর্ধমান জেলায় বর্তমানে শতাধিক কোভিড আক্রান্ত রোগী সক্রিয় রয়েছেন। রানীগঞ্জের দুটি ওয়ার্ডকে লকডাউন ঘোষণা করেছেন আসানসোলের মেয়র। আসানসোলের মহিশিলা, ধাদকার কিছু এলাকাকেও কনটেনমেন্ট জ়়োন করা হয়েছে। কিন্তু তারপরেও আসানসোল শহর সহ আশেপাশের শহরগুলিতে মানুষজন সচেতন হয়নি। দেখা যাচ্ছে প্রচুর মানুষ মাস্ক না পরেই ঘুরে বেড়াচ্ছে। আজ সকাল থেকে আসানসোল, জামুড়িয়া, রানীগঞ্জ এলাকায় পুলিশ অভিযান চালায় । রাস্তায় নেমে পুলিশ মাস্ক বিহীন মানুষজন দেখতে পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে।