দুর্গাপুর, 27 ডিসেম্বর: গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ও উত্তেজনা পাণ্ডবেশ্বরে । শনিবার রাত আটটা নাগাদ এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে ৷ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ।
শনিবার রাত্রি আটটা নাগাদ পাণ্ডবেশ্বরের এক 13 বছরের কিশোরীকে একটি পরিত্যক্ত বাড়িতে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে । কিশোরীর বাড়িও ওই এলাকায় ৷ প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী যুবক ঘটনাটি পাড়ার বাসিন্দাদের জানান । প্রতিবেশীরা জড়ো হতেই কিশোরীকে ফেলে দিয়ে অভিযুক্তরা ঘটনাস্থান থেকে পালিয়ে যায় । পাণ্ডবেশ্বর থানার পুলিশ এসে তিন অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে ।
আরও পড়ুন :- তিনবছরের শিশুকে গণধর্ষণ, অভিযুক্ত দুই নাবালক
অভিযুক্তরা প্রত্যেকেই আক্রান্ত কিশোরীর প্রতিবেশী ও পরিচিত বলে স্থানীয়রা জানান । অভিযুক্তদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । ঘটনার তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন প্রতিবেশীরা ।