ETV Bharat / state

Asansol TMC Leader : দাদাগিরি তৃণমূল নেতার, সবজি বিক্রেতাকে বাঁশপেটা! ভাইরাল ভিডিয়ো - Asansol TMC Leader

আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর 4 নম্বর ইসিএল কলোনি এলাকায় এক সবজি বিক্রেতাকে বাঁশপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে (allegation against TMC leader in Asansol of beating vegetable seller) ৷ ঘটনার পর থেকেই পলাতক শিবপ্রসাদ রাউত নামে ওই তৃণমূল নেতা ৷

allegation against tmc leader
দাদাগিরি তৃণমূল নেতার
author img

By

Published : Jun 25, 2022, 5:48 PM IST

আসানসোল, 25 জুন: হাতাহাতি করার দায়ে তৃণমুল নেতার হাতে বেধড়ক বাঁশপেটা খেতে হল এক দরিদ্র সবজি বিক্রেতাকে (allegation against TMC leader in Asansol of beating vegetable seller)। ঘটনাটি ঘটেছে কুলটি থানার নিয়ামতপুর 4 নম্বর ইসিএল কলোনি এলাকায় । এটি আসানসোল পৌরনিগমের 60 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৷ ওই যুবককে স্থানীয় তৃণমূল নেতা শিবপ্রসাদ রাউতের বাঁশপেটা করার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে । বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব ।

জানা গিয়েছে, শুক্রবার কুলটির নিয়ামতপুরের বাসিন্দা সবজি বিক্রেতা সোহন কুইরি পাশের পাড়ায় গিয়ে এক দোকানীর সঙ্গে হাতাহাতি করে । অভিযোগ, এই ঘটনার সালিশি করতে গিয়ে নিজের পাড়ায় ডেকে সোহন কুইরিকে বেধড়ক বাঁশ পেটা করেন স্থানীয় তৃণমূল নেতা শিবপ্রসাদ রাউত ওরফে চুনচুন । ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, পাড়ার লোকের সামনেই ওই তৃণমূল নেতা ওই সবজি বিক্রেতাকে বাঁশ পেটা করছেন । কিন্তু আশ্চর্যের বিষয় হল, পাড়াভর্তি লোকের সামনে এমন ঘটনা ঘটলেও কেউ প্রতিবাদ করেননি ৷ উলটে অনেকেই এই ঘটনাটি বেশ উপভোগ করেছেন ৷

জানা গিয়েছে, যে স্থানে ঘটনাটি ঘটেছে তার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ ইন্দ্রানী মিশ্রের বাড়ি । বিষয়টি নিয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি । তবে বিষয়টি নিয়ে সরব হয়েছেন আসানসোলের বিজেপি কাউন্সিলর তথা পৌরনিগমের বিরোধী নেত্রী চৈতালী তিওয়ারি । তিনি ভাইরাল হওয়া ভিডিওটি টুইট করেছেন । তৃণমূল নেতার 'পুলিশগিরি' প্রসঙ্গে তিনি টুইটারে লেখেন, "আইনের শাসন নেই আসানসোলে, তাই শাসকরা আইন তুলে নিচ্ছে নিজের হাতে ।"

দাদাগিরি তৃণমূল নেতার, সবজি বিক্রেতাকে বাঁশপেটা!

আরও পড়ুুন : তৃণমূলের বিরুদ্ধে ভয়ের রাজনীতি করার অভিযোগ দিলীপ ঘোষের

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা চুনচুন রাউত । তাঁর ফোনও সুইচড অফ । তৃণমূল নেতা তথা ওয়ার্ড প্রেসিডেন্ট ধর্মদাস সেনগুপ্তের দাবি, "আইন নিজের হাতে না-তুলে নেওয়াই উচিত ছিল । যুবকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ।" তবে চুনচুন রাউতের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে ? সে বিষয়ে তিনি মুখ খোলেননি । এমনকি কোনও প্রতিক্রিয়াও দিতে চাননি ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পরিষদ ইন্দ্রানী মিশ্র চট্টোপাধ্যায় ।

আসানসোল, 25 জুন: হাতাহাতি করার দায়ে তৃণমুল নেতার হাতে বেধড়ক বাঁশপেটা খেতে হল এক দরিদ্র সবজি বিক্রেতাকে (allegation against TMC leader in Asansol of beating vegetable seller)। ঘটনাটি ঘটেছে কুলটি থানার নিয়ামতপুর 4 নম্বর ইসিএল কলোনি এলাকায় । এটি আসানসোল পৌরনিগমের 60 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৷ ওই যুবককে স্থানীয় তৃণমূল নেতা শিবপ্রসাদ রাউতের বাঁশপেটা করার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে । বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব ।

জানা গিয়েছে, শুক্রবার কুলটির নিয়ামতপুরের বাসিন্দা সবজি বিক্রেতা সোহন কুইরি পাশের পাড়ায় গিয়ে এক দোকানীর সঙ্গে হাতাহাতি করে । অভিযোগ, এই ঘটনার সালিশি করতে গিয়ে নিজের পাড়ায় ডেকে সোহন কুইরিকে বেধড়ক বাঁশ পেটা করেন স্থানীয় তৃণমূল নেতা শিবপ্রসাদ রাউত ওরফে চুনচুন । ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, পাড়ার লোকের সামনেই ওই তৃণমূল নেতা ওই সবজি বিক্রেতাকে বাঁশ পেটা করছেন । কিন্তু আশ্চর্যের বিষয় হল, পাড়াভর্তি লোকের সামনে এমন ঘটনা ঘটলেও কেউ প্রতিবাদ করেননি ৷ উলটে অনেকেই এই ঘটনাটি বেশ উপভোগ করেছেন ৷

জানা গিয়েছে, যে স্থানে ঘটনাটি ঘটেছে তার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ ইন্দ্রানী মিশ্রের বাড়ি । বিষয়টি নিয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি । তবে বিষয়টি নিয়ে সরব হয়েছেন আসানসোলের বিজেপি কাউন্সিলর তথা পৌরনিগমের বিরোধী নেত্রী চৈতালী তিওয়ারি । তিনি ভাইরাল হওয়া ভিডিওটি টুইট করেছেন । তৃণমূল নেতার 'পুলিশগিরি' প্রসঙ্গে তিনি টুইটারে লেখেন, "আইনের শাসন নেই আসানসোলে, তাই শাসকরা আইন তুলে নিচ্ছে নিজের হাতে ।"

দাদাগিরি তৃণমূল নেতার, সবজি বিক্রেতাকে বাঁশপেটা!

আরও পড়ুুন : তৃণমূলের বিরুদ্ধে ভয়ের রাজনীতি করার অভিযোগ দিলীপ ঘোষের

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা চুনচুন রাউত । তাঁর ফোনও সুইচড অফ । তৃণমূল নেতা তথা ওয়ার্ড প্রেসিডেন্ট ধর্মদাস সেনগুপ্তের দাবি, "আইন নিজের হাতে না-তুলে নেওয়াই উচিত ছিল । যুবকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ।" তবে চুনচুন রাউতের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে ? সে বিষয়ে তিনি মুখ খোলেননি । এমনকি কোনও প্রতিক্রিয়াও দিতে চাননি ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পরিষদ ইন্দ্রানী মিশ্র চট্টোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.