ETV Bharat / state

মৃতদেহ বদল ! কাঠগড়ায় দুর্গাপুরের হাসপাতাল - a private hospital of durgapur

মৃতদেহ বদলের ঘটনায় কাঠগড়ায় দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতাল । ঘটনায় থানায় অভিযোগ দায়ের।

মৃতদেহ বদল নিয়ে চাঞ্চল্য দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে
মৃতদেহ বদল নিয়ে চাঞ্চল্য দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে
author img

By

Published : Mar 5, 2021, 11:24 AM IST

দুর্গাপুর, 5 মার্চ : মৃতদেহ বদলের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের শোভাপুর এলাকার একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে । ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা । 24 ফেব্রুয়ারি ধানবাদের নিরসার বাসিন্দা চম্পাই মাজি (55) স্নায়ুরোগ নিয়ে দুর্গাপুর থানা এলাকার শোভাপুরে ওই হাসপাতালে ভর্তি হন । বুধবার দুপুরে তাঁর মৃত্যু হলে দেহ হাসপাতালের মর্গে রাখা হয় । বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ির লোক মৃতদেহ মর্গ থেকে নিয়ে যান ।

অপরজন দুর্গাপুরের ফরিদপুর থানার ইছাপুরের বাসিন্দা পরেশ সামন্ত (78)। কিছুদিন আগে ব্রেনের সমস্যা নিয়ে ওই হাসপাতালেই ভর্তি হন । বুধবার মৃত্যু হয় তাঁর । দেহ রাখা হয় হাসপাতালের মর্গে । বৃহস্পতিবার বাড়ির লোক এসে মৃতদেহ নিয়ে যান । হাসপাতালের তরফে দুই পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয় । অজান্তেই লাউদোহার পরেশ সামন্তর জায়গায় তাঁর পরিবারের হাতে ধানবাদের নিরসার চম্পাই মাজির মৃতদেহ তুলে দেওয়া হয় ।

আরও পড়ুন :দেগঙ্গায় আদর্শ আচরণবিধি অমান্য করেই চলল রোগীদের মধ্যে চশমা বিতরণ

বিষয়টি পরেশ সামন্তর মৃতদেহ সৎকার করতে গিয়ে তাঁর পরিবারের নজরে আসে । তখনই বাধে বিপত্তি । ততক্ষণে লাউদোহার পরেশ সামন্তর মৃতদেহ পৌঁছে গেছে ধানবাদে চম্পাই মাজির বাড়ি ।

দুই পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতায় এই কাজ হয়েছে । এরপরই হাসপাতাল কর্তৃপক্ষকে ঘিরে উভয় পরিবারই বিক্ষোভ দেখাতে শুরু করে । বিক্ষোভের জেরে দুর্গাপুরের ওই হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি মেটানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে । এরপর দুর্গাপুরের হাসপাতাল কর্তৃপক্ষ সব দায় দুই পরিবারের ওপর চাপিয়ে দেয় । মৃতদের পরিবারের অভিযোগ, তাদের মৃতদেহ দেখতে না দেওয়ার ফলেই এই বিপত্তি । গোটা ঘটনায় গতরাতেই দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করে উভয় পরিবার।

দুর্গাপুর, 5 মার্চ : মৃতদেহ বদলের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের শোভাপুর এলাকার একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে । ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা । 24 ফেব্রুয়ারি ধানবাদের নিরসার বাসিন্দা চম্পাই মাজি (55) স্নায়ুরোগ নিয়ে দুর্গাপুর থানা এলাকার শোভাপুরে ওই হাসপাতালে ভর্তি হন । বুধবার দুপুরে তাঁর মৃত্যু হলে দেহ হাসপাতালের মর্গে রাখা হয় । বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ির লোক মৃতদেহ মর্গ থেকে নিয়ে যান ।

অপরজন দুর্গাপুরের ফরিদপুর থানার ইছাপুরের বাসিন্দা পরেশ সামন্ত (78)। কিছুদিন আগে ব্রেনের সমস্যা নিয়ে ওই হাসপাতালেই ভর্তি হন । বুধবার মৃত্যু হয় তাঁর । দেহ রাখা হয় হাসপাতালের মর্গে । বৃহস্পতিবার বাড়ির লোক এসে মৃতদেহ নিয়ে যান । হাসপাতালের তরফে দুই পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয় । অজান্তেই লাউদোহার পরেশ সামন্তর জায়গায় তাঁর পরিবারের হাতে ধানবাদের নিরসার চম্পাই মাজির মৃতদেহ তুলে দেওয়া হয় ।

আরও পড়ুন :দেগঙ্গায় আদর্শ আচরণবিধি অমান্য করেই চলল রোগীদের মধ্যে চশমা বিতরণ

বিষয়টি পরেশ সামন্তর মৃতদেহ সৎকার করতে গিয়ে তাঁর পরিবারের নজরে আসে । তখনই বাধে বিপত্তি । ততক্ষণে লাউদোহার পরেশ সামন্তর মৃতদেহ পৌঁছে গেছে ধানবাদে চম্পাই মাজির বাড়ি ।

দুই পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতায় এই কাজ হয়েছে । এরপরই হাসপাতাল কর্তৃপক্ষকে ঘিরে উভয় পরিবারই বিক্ষোভ দেখাতে শুরু করে । বিক্ষোভের জেরে দুর্গাপুরের ওই হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি মেটানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে । এরপর দুর্গাপুরের হাসপাতাল কর্তৃপক্ষ সব দায় দুই পরিবারের ওপর চাপিয়ে দেয় । মৃতদের পরিবারের অভিযোগ, তাদের মৃতদেহ দেখতে না দেওয়ার ফলেই এই বিপত্তি । গোটা ঘটনায় গতরাতেই দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করে উভয় পরিবার।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.