ETV Bharat / state

ডায়াবেটিস নিয়ে সচেতনতা বাড়াতে সাইকেলে দেশ-দেশান্তর পাড়ি সম্রাটের - দুর্গাপুর

দুই বছর আগে সম্রাটের মা গীতালি মল্লিকের মৃত্যু হয় ৷ ডায়াবেটিসের কারণে এক এক করে তাঁর শরীরের সব অঙ্গ নষ্ট হয়ে যায় ৷ ডায়াবেটিস নিয়ে কোনওরকম সচেতনতা না থাকায় মাকে বাঁচাতে পারেননি সম্রাট ৷ মায়ের মৃত্যুর পর ভারতের একটি স্বেচ্ছাসেবক সংস্থার সঙ্গে যোগাযোগ হয় সম্রাটের ৷ সংস্থাটি মানুষকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন করে ৷ এরপরই কর্পোরেট চাকরি ছেড়ে সেই সংস্থার সঙ্গে যুক্ত হন সম্রাট ৷

dd
author img

By

Published : Nov 12, 2019, 11:02 PM IST

দুর্গাপুর , 12 নভেম্বর : সাইকেলে পাড়ি দিয়েছেন ভারতের একাধিক রাজ্যে ৷ সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও গেছেন তিনি ৷ ডায়াবেটিস মুক্ত পৃথিবী গড়ার লক্ষ্য সম্রাট মল্লিকের ৷ মানুষের মধ্যে ডায়াবেটিস নিয়ে সচেতনতা ছড়িয়ে দিতে সাইকেলে চেপে দেশ দেশান্তরে পাড়ি দেন তিনি ৷ আজ সকালে দুর্গাপুর পৌঁছান সম্রাট ৷ সেখানে একটি বেসরকারি হাসপাতালে সম্বর্ধনা দেওয়া হয় তাঁকে ৷ 14 নভেম্বর 'ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে'-তে কলকাতায় পৌঁছাবেন তিনি ৷

দুই বছর আগে সম্রাটের মা গীতালি মল্লিকের মৃত্যু হয় ৷ ডায়াবেটিসের কারণে এক এক করে তাঁর শরীরের সব অঙ্গ নষ্ট হয়ে যায় ৷ ডায়াবেটিস নিয়ে কোনওরকম সচেতনতা না থাকায় মাকে বাঁচাতে পারেননি সম্রাট ৷ মায়ের মৃত্যুর পর ভারতের একটি স্বেচ্ছাসেবক সংস্থার সঙ্গে যোগাযোগ হয় সম্রাটের ৷ সংস্থাটি মানুষকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন করে ৷ এরপরই কর্পোরেট চাকরি ছেড়ে সেই সংস্থার সঙ্গে যুক্ত হন সম্রাট ৷

দেখুন ভিডি্য়ো...

সাইকেল চালিয়ে ভারতের নানা রাজ্যে গিয়েছেন সম্রাট ৷ প্রায় 11000 কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়েছেন ইতিমধ্যে ৷ এই বছর 5 অক্টোবর সাইকেল চালিয়ে তিনি ঢাকায় যান ৷ সেখান থেকে বাংলাদেশের 21টি জেলায় যান সম্রাট ৷ ভারতের ত্রিপুরা, অসম, বিহার, ঝাড়খণ্ড ঘুরে সম্রাট দুর্গাপুরে যান । দুর্গাপুর থেকে তিনি রওনা দেন পূর্ব বর্ধমানের উদ্দেশে । 14 নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে-তে কলকাতায় শেষ হবে তাঁর সাইকেল অভিযান ৷ এই অভিযানে প্রায় 3,500 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছেন সম্রাট ৷ এর আগে সম্রাট ৮০০০ কিমি রাস্তা সাইকেলে পাড়ি দিয়েছেন ৷ নদী পরিষ্কার রাখা ও জল অপচয় বন্ধে দেশবাসীকে সচেতন করেছেন তিনি ।

দুর্গাপুর , 12 নভেম্বর : সাইকেলে পাড়ি দিয়েছেন ভারতের একাধিক রাজ্যে ৷ সীমান্ত পেরিয়ে বাংলাদেশেও গেছেন তিনি ৷ ডায়াবেটিস মুক্ত পৃথিবী গড়ার লক্ষ্য সম্রাট মল্লিকের ৷ মানুষের মধ্যে ডায়াবেটিস নিয়ে সচেতনতা ছড়িয়ে দিতে সাইকেলে চেপে দেশ দেশান্তরে পাড়ি দেন তিনি ৷ আজ সকালে দুর্গাপুর পৌঁছান সম্রাট ৷ সেখানে একটি বেসরকারি হাসপাতালে সম্বর্ধনা দেওয়া হয় তাঁকে ৷ 14 নভেম্বর 'ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে'-তে কলকাতায় পৌঁছাবেন তিনি ৷

দুই বছর আগে সম্রাটের মা গীতালি মল্লিকের মৃত্যু হয় ৷ ডায়াবেটিসের কারণে এক এক করে তাঁর শরীরের সব অঙ্গ নষ্ট হয়ে যায় ৷ ডায়াবেটিস নিয়ে কোনওরকম সচেতনতা না থাকায় মাকে বাঁচাতে পারেননি সম্রাট ৷ মায়ের মৃত্যুর পর ভারতের একটি স্বেচ্ছাসেবক সংস্থার সঙ্গে যোগাযোগ হয় সম্রাটের ৷ সংস্থাটি মানুষকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন করে ৷ এরপরই কর্পোরেট চাকরি ছেড়ে সেই সংস্থার সঙ্গে যুক্ত হন সম্রাট ৷

দেখুন ভিডি্য়ো...

সাইকেল চালিয়ে ভারতের নানা রাজ্যে গিয়েছেন সম্রাট ৷ প্রায় 11000 কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়েছেন ইতিমধ্যে ৷ এই বছর 5 অক্টোবর সাইকেল চালিয়ে তিনি ঢাকায় যান ৷ সেখান থেকে বাংলাদেশের 21টি জেলায় যান সম্রাট ৷ ভারতের ত্রিপুরা, অসম, বিহার, ঝাড়খণ্ড ঘুরে সম্রাট দুর্গাপুরে যান । দুর্গাপুর থেকে তিনি রওনা দেন পূর্ব বর্ধমানের উদ্দেশে । 14 নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে-তে কলকাতায় শেষ হবে তাঁর সাইকেল অভিযান ৷ এই অভিযানে প্রায় 3,500 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছেন সম্রাট ৷ এর আগে সম্রাট ৮০০০ কিমি রাস্তা সাইকেলে পাড়ি দিয়েছেন ৷ নদী পরিষ্কার রাখা ও জল অপচয় বন্ধে দেশবাসীকে সচেতন করেছেন তিনি ।

Intro:চোখের সামনে ৬৫ বছর বয়সী মধুমেহ রোগে আক্রান্ত মা এর দেহের একটি একটি করে অঙ্গ নষ্ট হতে দেখেছে।আর ২০১৭ তে মা কে চোখের সামনে প্রচন্ড কষ্ট পেয়ে মরতে দেখে তার একমাত্র সন্তান এটা বুঝেছিল যে বহু মানুষ সচেতনতার অভাবে নিয়মিত রক্তপরীক্ষা না করানোর জন্য জানতেই পারেন না যে তিনি আক্রান্ত সাইলেন্ট কিলার ডায়েবেটিক রোগে।তাই মানুষকে সচেতন করতেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়া গীতালী মল্লিকের একমাত্র সন্তান সম্রাট মল্লিকের।দু'বছর আগে মা গীতালি মল্লিক ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে মারা যান। আর সেটাই প্রেরণা একমাত্র সন্তান সম্রাট মল্লিক এর কাছে। গত 5 ই অক্টোবর সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন ডায়াবেটিক রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে। ৫ ই অক্টোবর রওনা দেন বাংলাদেশের ঢাকার উদ্দেশ্যে। বাংলাদেশের 21টি জেলায় সাইকেল নিয়ে মানুষকে সচেতন করার পরে ভারতবর্ষের বেশকিছু রাজ্য ত্রিপুরা,আসাম, বিহার,ঝাড়খন্ড রাজ্য ঘুরে সম্রাট দুর্গাপুরে আসে। দুর্গাপুর থেকে সে রওনা দিল পূর্ব বর্ধমানের উদ্দেশ্যে। সেখান থেকে আগামী 14 ই নভেম্বর ""ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে ""কলকাতায় গিয়ে শেষ করবে তার তিন হাজার কিলোমিটারের সাইকেল যাত্রা।যদিও সম্রাটের দাবী প্রায় ৩৫০০ কিমি পথ তিনি ইতিমধ্যেই অতিক্রম করেছেন।এর আগে সম্রাট ৮০০০ কিমি পথ সাইকেল যাত্রা করেছে নদী পরিচ্ছন্ন রাখা ও জলের অপচয় যাতে না হয় সেই সম্পর্কে দেশবাসীকে সচেতন করতে।কর্পোরেট জগতের চাকরি ছেড়ে এই যুবক এখন নেমে পড়ছেন মানব সচেতনতা মুলক প্রচারে।দুর্গাপুরের একটি বে-সরকারী হাসপাতালে সম্রাটকে সম্বর্ধিত করা হয়।।সম্রাটের এই যাত্রাপথে ইটিভি ভারতের পক্ষ থেকেও শুভেচ্ছা জানায় আমরা।।Body:GConclusion:G
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.