ETV Bharat / state

টানা বৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ি, আহত 30টি গবাদি পশু - আসানসোল উত্তর থানা

আসানসোল উত্তর থানার অন্তর্গত গোপালনগর বাইপাস এলাকার দুধ ওগবাদি পশু ব্যবসায়ী রামেশ্বর যাদব। গত তিনদিনের টানা বৃষ্টিতে ভেঙে পড়ে তাঁর বাড়ি ৷ তড়িঘড়ি বাইরে এলেও তাঁর 30টি গবাদি পশুর দড়ি খুলে দিতে পারেননি ৷ চাপা পড়ে পশুগুলি ৷

a house collapsed due to heavy rain in asansol, injured 30 cattle
টানা বৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ি
author img

By

Published : Jun 17, 2021, 5:55 AM IST

আসানসোল, 17 জুন : গত তিনদিনের টানা বৃষ্টিতে ভেঙ্গে পড়ল বাড়ি । টালির ছাউনি দেওয়া ওই বাড়িটি বুধবার সকালে ভেঙে পড়ায় চাপা পড়ে 30টি গবাদি পশু । ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত নুনিয়া নদীর ধারে গোপালনগর বাইপাস এলাকার খাটালে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে ৷

বাড়ির মালিক রামেশ্বর যাদব দুধ ও গবাদিপশুর ব্যবসা করেন । তার বাড়িতে ছিল 30টি গবাদি পশু । রামেশ্বর যাদব জানিয়েছেন, সকালে হঠাৎই চড়চড় করে শব্দ উঠতে থাকে বাড়ির দেওয়ালে । আমরা সবাই দৌড়ে ঘর থেকে বের হই । কিন্তু চাপা পড়ে যায় আমার 30টি গবাদিপশু। কোনওমতে দেওয়াল সরিয়ে তাদের উদ্ধার করা হয় । বেশ কয়েকটি গবাদিপশু গুরুতর চোট পেয়েছে । তাদেরকে অন্যত্র সরানো হয়েছে ।

আরও পড়ুন : শ্মশানে পরিকাঠামোর অভাব, সঙ্গে বৃষ্টি ; শবদাহে সমস্যা

এই ঘটনায় রামেশ্বর যাদবের বাড়ির সমস্ত আসবাবপত্র নষ্ট হয়ে গিয়েছে । প্রায় পথে বসার উপক্রম । আসানসোল পৌর নিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন রামেশ্বর । তিনি আপাতত কিছু ত্রিপল ও ত্রাণ সামগ্রী দিয়েছেন ।

আসানসোল, 17 জুন : গত তিনদিনের টানা বৃষ্টিতে ভেঙ্গে পড়ল বাড়ি । টালির ছাউনি দেওয়া ওই বাড়িটি বুধবার সকালে ভেঙে পড়ায় চাপা পড়ে 30টি গবাদি পশু । ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত নুনিয়া নদীর ধারে গোপালনগর বাইপাস এলাকার খাটালে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে ৷

বাড়ির মালিক রামেশ্বর যাদব দুধ ও গবাদিপশুর ব্যবসা করেন । তার বাড়িতে ছিল 30টি গবাদি পশু । রামেশ্বর যাদব জানিয়েছেন, সকালে হঠাৎই চড়চড় করে শব্দ উঠতে থাকে বাড়ির দেওয়ালে । আমরা সবাই দৌড়ে ঘর থেকে বের হই । কিন্তু চাপা পড়ে যায় আমার 30টি গবাদিপশু। কোনওমতে দেওয়াল সরিয়ে তাদের উদ্ধার করা হয় । বেশ কয়েকটি গবাদিপশু গুরুতর চোট পেয়েছে । তাদেরকে অন্যত্র সরানো হয়েছে ।

আরও পড়ুন : শ্মশানে পরিকাঠামোর অভাব, সঙ্গে বৃষ্টি ; শবদাহে সমস্যা

এই ঘটনায় রামেশ্বর যাদবের বাড়ির সমস্ত আসবাবপত্র নষ্ট হয়ে গিয়েছে । প্রায় পথে বসার উপক্রম । আসানসোল পৌর নিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন রামেশ্বর । তিনি আপাতত কিছু ত্রিপল ও ত্রাণ সামগ্রী দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.