ETV Bharat / state

টানা বৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ি, আহত 30টি গবাদি পশু

আসানসোল উত্তর থানার অন্তর্গত গোপালনগর বাইপাস এলাকার দুধ ওগবাদি পশু ব্যবসায়ী রামেশ্বর যাদব। গত তিনদিনের টানা বৃষ্টিতে ভেঙে পড়ে তাঁর বাড়ি ৷ তড়িঘড়ি বাইরে এলেও তাঁর 30টি গবাদি পশুর দড়ি খুলে দিতে পারেননি ৷ চাপা পড়ে পশুগুলি ৷

a house collapsed due to heavy rain in asansol, injured 30 cattle
টানা বৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ি
author img

By

Published : Jun 17, 2021, 5:55 AM IST

আসানসোল, 17 জুন : গত তিনদিনের টানা বৃষ্টিতে ভেঙ্গে পড়ল বাড়ি । টালির ছাউনি দেওয়া ওই বাড়িটি বুধবার সকালে ভেঙে পড়ায় চাপা পড়ে 30টি গবাদি পশু । ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত নুনিয়া নদীর ধারে গোপালনগর বাইপাস এলাকার খাটালে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে ৷

বাড়ির মালিক রামেশ্বর যাদব দুধ ও গবাদিপশুর ব্যবসা করেন । তার বাড়িতে ছিল 30টি গবাদি পশু । রামেশ্বর যাদব জানিয়েছেন, সকালে হঠাৎই চড়চড় করে শব্দ উঠতে থাকে বাড়ির দেওয়ালে । আমরা সবাই দৌড়ে ঘর থেকে বের হই । কিন্তু চাপা পড়ে যায় আমার 30টি গবাদিপশু। কোনওমতে দেওয়াল সরিয়ে তাদের উদ্ধার করা হয় । বেশ কয়েকটি গবাদিপশু গুরুতর চোট পেয়েছে । তাদেরকে অন্যত্র সরানো হয়েছে ।

আরও পড়ুন : শ্মশানে পরিকাঠামোর অভাব, সঙ্গে বৃষ্টি ; শবদাহে সমস্যা

এই ঘটনায় রামেশ্বর যাদবের বাড়ির সমস্ত আসবাবপত্র নষ্ট হয়ে গিয়েছে । প্রায় পথে বসার উপক্রম । আসানসোল পৌর নিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন রামেশ্বর । তিনি আপাতত কিছু ত্রিপল ও ত্রাণ সামগ্রী দিয়েছেন ।

আসানসোল, 17 জুন : গত তিনদিনের টানা বৃষ্টিতে ভেঙ্গে পড়ল বাড়ি । টালির ছাউনি দেওয়া ওই বাড়িটি বুধবার সকালে ভেঙে পড়ায় চাপা পড়ে 30টি গবাদি পশু । ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার অন্তর্গত নুনিয়া নদীর ধারে গোপালনগর বাইপাস এলাকার খাটালে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে ৷

বাড়ির মালিক রামেশ্বর যাদব দুধ ও গবাদিপশুর ব্যবসা করেন । তার বাড়িতে ছিল 30টি গবাদি পশু । রামেশ্বর যাদব জানিয়েছেন, সকালে হঠাৎই চড়চড় করে শব্দ উঠতে থাকে বাড়ির দেওয়ালে । আমরা সবাই দৌড়ে ঘর থেকে বের হই । কিন্তু চাপা পড়ে যায় আমার 30টি গবাদিপশু। কোনওমতে দেওয়াল সরিয়ে তাদের উদ্ধার করা হয় । বেশ কয়েকটি গবাদিপশু গুরুতর চোট পেয়েছে । তাদেরকে অন্যত্র সরানো হয়েছে ।

আরও পড়ুন : শ্মশানে পরিকাঠামোর অভাব, সঙ্গে বৃষ্টি ; শবদাহে সমস্যা

এই ঘটনায় রামেশ্বর যাদবের বাড়ির সমস্ত আসবাবপত্র নষ্ট হয়ে গিয়েছে । প্রায় পথে বসার উপক্রম । আসানসোল পৌর নিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন রামেশ্বর । তিনি আপাতত কিছু ত্রিপল ও ত্রাণ সামগ্রী দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.