ETV Bharat / state

সাইবার ক্রাইমের অভিযোগে দুর্গাপুর থেকে গ্রেফতার 4 - 4 arrested from Durgapur for cyber crime

ধৃতদের কাছ থেকে 15টি মোবাইল ও কয়েকটি সিম উদ্ধার করেছে পুলিশ ৷ বেশ কিছু টাকাও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে । জেরার মুখে অভিযোগ স্বীকার করে নিয়েছে অভিযুক্তরা ৷

সাইবার ক্রাইমের অভিযোগে দুর্গাপুর থেকে গ্রেফতার 4
সাইবার ক্রাইমের অভিযোগে দুর্গাপুর থেকে গ্রেফতার 4
author img

By

Published : Mar 9, 2021, 3:50 PM IST

দুর্গাপুর, 8 মার্চ : সাইবার ক্রাইমের অপরাধে গ্রেফতার চার অভিযুক্ত ৷ ধৃতরা হল রোহিত মণ্ডল, সঞ্জয় মণ্ডল, সীতারাম মণ্ডল ও রাজেশ মণ্ডল ৷ প্রত্যেকের বয়স 26 থেকে 30-র মধ্যে ৷ তারা জামতাড়ার বাসিন্দা ৷ আজ একটি অভিযান চালিয়ে এই চার অভিযুক্তকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ ৷

মাস দেড়েক ধরে দুর্গাপুরের বেনাচিতি সংলগ্ন 54 ফুট এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকত চার যুবক। তারা ঝাড়খণ্ডের বাসিন্দা ৷ অভিযোগ, এরা কোনওরকম পরিচয়পত্রের প্রমাণ ছাড়াই ঘর ভাড়া নিয়ে থাকছিল । এদিকে, গত ডিসেম্বর মাসে সাইবার ক্রাইম সংক্রান্ত একটি মামলার তদন্তে কীভাবে আরও গতি আনা যায় তা নিয়ে আলোচনায় বসেছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার ক্রাইম শাখার অফিসাররা । এরই মধ্যে খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ 54 ফুট এলাকায় একটি বাড়িতে আচমকা হানা দেয় ৷ তল্লাশি চালিয়ে চার যুবককে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের কাছ থেকে 15টি মোবাইল ও কয়েকটি সিম উদ্ধার করেছে পুলিশ ৷ বেশ কিছু টাকাও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে । জেরার মুখে অভিযোগ স্বীকার করে নিয়েছে অভিযুক্তরা ৷

আরও পড়ুন, সাইবার হ্যাকিং : অ্যাকাউন্ট থেকে 30 লাখ টাকা গায়েব, কীভাবে ?

মূলত, জম্মু-কাশ্মীর, অসম এইসব এলাকার মানুষদের অত্যাধুনিক মানের প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই অপরাধ সংগঠিত করত । এর পিছনে আরও কেউ আছে কি না সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

দুর্গাপুর, 8 মার্চ : সাইবার ক্রাইমের অপরাধে গ্রেফতার চার অভিযুক্ত ৷ ধৃতরা হল রোহিত মণ্ডল, সঞ্জয় মণ্ডল, সীতারাম মণ্ডল ও রাজেশ মণ্ডল ৷ প্রত্যেকের বয়স 26 থেকে 30-র মধ্যে ৷ তারা জামতাড়ার বাসিন্দা ৷ আজ একটি অভিযান চালিয়ে এই চার অভিযুক্তকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ ৷

মাস দেড়েক ধরে দুর্গাপুরের বেনাচিতি সংলগ্ন 54 ফুট এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকত চার যুবক। তারা ঝাড়খণ্ডের বাসিন্দা ৷ অভিযোগ, এরা কোনওরকম পরিচয়পত্রের প্রমাণ ছাড়াই ঘর ভাড়া নিয়ে থাকছিল । এদিকে, গত ডিসেম্বর মাসে সাইবার ক্রাইম সংক্রান্ত একটি মামলার তদন্তে কীভাবে আরও গতি আনা যায় তা নিয়ে আলোচনায় বসেছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার ক্রাইম শাখার অফিসাররা । এরই মধ্যে খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ 54 ফুট এলাকায় একটি বাড়িতে আচমকা হানা দেয় ৷ তল্লাশি চালিয়ে চার যুবককে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের কাছ থেকে 15টি মোবাইল ও কয়েকটি সিম উদ্ধার করেছে পুলিশ ৷ বেশ কিছু টাকাও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে । জেরার মুখে অভিযোগ স্বীকার করে নিয়েছে অভিযুক্তরা ৷

আরও পড়ুন, সাইবার হ্যাকিং : অ্যাকাউন্ট থেকে 30 লাখ টাকা গায়েব, কীভাবে ?

মূলত, জম্মু-কাশ্মীর, অসম এইসব এলাকার মানুষদের অত্যাধুনিক মানের প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই অপরাধ সংগঠিত করত । এর পিছনে আরও কেউ আছে কি না সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.