ETV Bharat / state

Murder in Durgapur: টাকার ভাগ বাটোয়ারা নিয়ে খুন দুষ্কৃতী, গ্রেফতার 3 সঙ্গী - টাকার ভাগ বাটোয়ারা নিয়ে খুন দুষ্কৃতী

সঙ্গীদের সঙ্গে টাকা নিয়ে বচসার জেরে খুন হল এক দুষ্কৃতী(Murder in Durgapur)৷ জঙ্গল থেকে তার দেহ উদ্ধার করার পাশপাশি 3 সঙ্গীকেও গ্রেফতার করেছে পুলিশ ৷

Etv Bharat
দুর্গাপুরে দুষ্কৃতী খুনের ঘটনায় ধৃত 3
author img

By

Published : Dec 16, 2022, 9:55 PM IST

দুর্গাপুরে দুষ্কৃতী খুনের ঘটনায় গ্রেফতার 3

দুর্গাপুর, 16 ডিসেম্বর: জঙ্গল থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হওয়ায় বৃহস্পতিবার খুনের অভিযোগ দায়ের করে পরিবার । তদন্তে নেমে 3জনকে গ্রেফতার করল পুলিশ(3 Arrested in Miscreants Killed Incident in Durgapur)। সামনে এল খুনের কারণও ৷

বৃহস্পতিবার সাত সকালে দুর্গাপুরের সি-জোন এলাকার জঙ্গলে ক্ষতবিক্ষত অবস্থায় দুর্গাপুরের তালতলা এলাকার যুবক বছর যুবক রাহুল পাসোয়ানের (21) দেহ উদ্ধার হয় । পরিবারের অভিযোগ ছিল, খুন করে রাহুলকে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে । অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করে দুর্গাপুর থানার পুলিশ । তদন্তের ভিত্তিতে দুর্গাপুর থানার তালতলা এলাকা থেকেই কৃষ্ণা বাদ্যকর, রবি মূর্তি এবং আনন্দ পাসোয়ান নামে তিন যুবককে গ্রেফতার করে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাধিকবার রাহুল পাসোয়ানের নামে চুরির অভিযোগ দায়ের হয়েছে । রাহুল পাসোয়ানের সঙ্গে তার তিন সঙ্গী কৃষ্ণা বাদ্যকর, রবি মূর্তি এবং আনন্দ পাশওয়ান এলাকার বিভিন্ন অপরাধমূলক ঘটনায় যুক্ত ছিল । সেই অপরাধমূলক কাজ নিয়েই জঙ্গলে বচসা তৈরি হয় সঙ্গীদের সঙ্গে রাহুলের । তারপরেই তাকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান । ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয় । পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

আরও পড়ুন : কম্বল নিতে গিয়ে পদপিষ্ট প্রীতির দেহ এল গ্রামে, কান্নায় ভেঙে পড়ল এলাকা

দুর্গাপুরে দুষ্কৃতী খুনের ঘটনায় গ্রেফতার 3

দুর্গাপুর, 16 ডিসেম্বর: জঙ্গল থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হওয়ায় বৃহস্পতিবার খুনের অভিযোগ দায়ের করে পরিবার । তদন্তে নেমে 3জনকে গ্রেফতার করল পুলিশ(3 Arrested in Miscreants Killed Incident in Durgapur)। সামনে এল খুনের কারণও ৷

বৃহস্পতিবার সাত সকালে দুর্গাপুরের সি-জোন এলাকার জঙ্গলে ক্ষতবিক্ষত অবস্থায় দুর্গাপুরের তালতলা এলাকার যুবক বছর যুবক রাহুল পাসোয়ানের (21) দেহ উদ্ধার হয় । পরিবারের অভিযোগ ছিল, খুন করে রাহুলকে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে । অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করে দুর্গাপুর থানার পুলিশ । তদন্তের ভিত্তিতে দুর্গাপুর থানার তালতলা এলাকা থেকেই কৃষ্ণা বাদ্যকর, রবি মূর্তি এবং আনন্দ পাসোয়ান নামে তিন যুবককে গ্রেফতার করে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাধিকবার রাহুল পাসোয়ানের নামে চুরির অভিযোগ দায়ের হয়েছে । রাহুল পাসোয়ানের সঙ্গে তার তিন সঙ্গী কৃষ্ণা বাদ্যকর, রবি মূর্তি এবং আনন্দ পাশওয়ান এলাকার বিভিন্ন অপরাধমূলক ঘটনায় যুক্ত ছিল । সেই অপরাধমূলক কাজ নিয়েই জঙ্গলে বচসা তৈরি হয় সঙ্গীদের সঙ্গে রাহুলের । তারপরেই তাকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান । ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয় । পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

আরও পড়ুন : কম্বল নিতে গিয়ে পদপিষ্ট প্রীতির দেহ এল গ্রামে, কান্নায় ভেঙে পড়ল এলাকা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.