পাণ্ডবেশ্বর, 14 অক্টোবর: পাণ্ডবেশ্বরের অজয় নদ থেকে শুক্রবার 12 বছরের নাবালকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। পাণ্ডবেশ্বরের এবি পিট এলাকায় মামার বাড়িতে থাকত নাবালক। স্থানীয় সূত্রে জানা যায়, মামার বাড়ি থেকেই এখানকার এক ইংরেজি মাধ্যম স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত সে। মৃত নাবালকের বাড়ি ঝাড়খণ্ডের ঝালার এলাকায়। ঘটনায় তার দুই বন্ধুকে আটক করেছে পুলিশ।
মামা গণপতি মণ্ডল জানান, বৃহস্পতিবার প্রতিদিনের মতোই স্কুলে গিয়ে হঠাৎ করে বেলা 11টায নাগাদ বাড়ি ফিরে এসে এক বন্ধুর সঙ্গে বেরিয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় সেই ছবি ধরা পড়ে। রাত পর্যন্ত এদিক-ওদিক বহু খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে নাবালকের বন্ধুকে চাপ দিলে সে জানায়, তারা নদীতে স্নান করতে গিয়েছিল তারপর তলিয়ে যায় বছর বারোর ওই নাবালক ৷ অনেক ডাকাডাকি করার পরও কোনও সাড়া না-পাওয়াই অন্য একজনকে সঙ্গে নিয়ে তারা বাড়ি চলে আসে। কেন নদীতে তলিয়ে যাওয়ার পরও বাড়িতে এসে তার বন্ধুরা কিছু জানাল না এমন প্রশ্নই তুলেছেন পরিবারের সদস্যরা ৷
শুক্রবার সকাল থেকে পাণ্ডবেশ্বর থানার পুলিশ এবং স্থানীয় লোকেরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। জানা যায়, পঞ্চপান্ডব মন্দিরের কাছের ঘাটে স্নান করতে নেমেছিল পাণ্ডবেশ্বরের ওই নাবালক ৷ তার দেহ উদ্ধার হয় সেখান থেকে বহু দূরে রেল ব্রিজের নীচে নদ থেকে। কেন ওই নাবালক স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এল? এবং কেনই তাড়াহুড়ো করে এসে নদীতে স্নান করতে গেল? সেই প্রশ্নও উঠেছে।
এদিকে এই ঘটনায় মৃত নাবালকের দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল? কীভাবে নদীতে গিয়ে স্নান করতে করতে নাবালক তলিয়ে গেল এবং এর পিছনে কী অন্য কোনও কারণ রয়েছে? তার মারা যাওয়া কি পরিকল্পিত হত্যা না অন্যকিছু? এই ধরনের নানা প্রশ্নকে সামনে রেখে ঘটনার তদন্ত শুরু করছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। শুক্রবার দুপুরে এই মর্মে মৃত ছাত্রের মামার বাড়ির লোকরা পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নাবালকের মৃতদেহ আপাতত ময়নাতদন্তের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ধান জমির পুকর থেকে উদ্ধার রাতভর নিখোঁজ মহিলার দেহ