ETV Bharat / state

রানিগঞ্জে  নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার এক - রানিগঞ্জে নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপতার এক

শৌচকর্ম করতে বাইরে গেলে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । রানিগঞ্জের ঘটনা ।

1minor girl rape in ranigunj
নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপতার এক
author img

By

Published : Feb 3, 2020, 4:35 PM IST

রানিগঞ্জ, 3 ফেব্রুয়ারি: পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল । অভিযুক্ত গুলচান্দ ভুঁইঞাকে গ্রেপ্তার করেছে রানিগঞ্জ থানার পুলিশ ৷ আসানসোল জেলা হাসপাতালে ওই নাবালিকাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷

গতকাল সন্ধ্যায় শৌচকর্ম করতে বাইরে যায় ওই নাবালিকা ৷ অভিযোগ, সেই সময় গুলচান্দ ভুঁইঞা নামে ওই ব্যক্তি তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ৷ বাড়িতে এসে ঘটনাটি বলে ওই নাবালিকা । পরে অভিযোগের ভিত্তিতে গুলচান্দকে গ্রেপ্তার করা হয় ৷

ওই নাবালিকার বাবা বলেন, বাড়িতে শৌচালয় না থাকায় গতকাল সন্ধ্যায় শৌচকর্মের জন্য বাইরে যায় মেয়ে । এরপর তার কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ চারিদিকে খোঁজাখুঁজি করলেও কোথাও পাওয়া যায়নি তাকে । অনেক রাতে বাড়ি ফিরে এসে ঘটনাটি জানায় সে ৷

স্থানীয় বাসিন্দা প্রশান্ত সোরেন বলেন, এই প্রথমবার নয়, এর আগেও কয়েকবার এই ধরনের ঘটনা ঘটিযেছে গুলচান্দ ভুঁইঞা নামে ওই যুবক ৷ তাকে মারধরও করা হয়েছিল ৷ তবে, এবার তাকে ও তার পরিবারকে পাড়া থেকে বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি ।

রানিগঞ্জ, 3 ফেব্রুয়ারি: পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল । অভিযুক্ত গুলচান্দ ভুঁইঞাকে গ্রেপ্তার করেছে রানিগঞ্জ থানার পুলিশ ৷ আসানসোল জেলা হাসপাতালে ওই নাবালিকাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷

গতকাল সন্ধ্যায় শৌচকর্ম করতে বাইরে যায় ওই নাবালিকা ৷ অভিযোগ, সেই সময় গুলচান্দ ভুঁইঞা নামে ওই ব্যক্তি তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ৷ বাড়িতে এসে ঘটনাটি বলে ওই নাবালিকা । পরে অভিযোগের ভিত্তিতে গুলচান্দকে গ্রেপ্তার করা হয় ৷

ওই নাবালিকার বাবা বলেন, বাড়িতে শৌচালয় না থাকায় গতকাল সন্ধ্যায় শৌচকর্মের জন্য বাইরে যায় মেয়ে । এরপর তার কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ চারিদিকে খোঁজাখুঁজি করলেও কোথাও পাওয়া যায়নি তাকে । অনেক রাতে বাড়ি ফিরে এসে ঘটনাটি জানায় সে ৷

স্থানীয় বাসিন্দা প্রশান্ত সোরেন বলেন, এই প্রথমবার নয়, এর আগেও কয়েকবার এই ধরনের ঘটনা ঘটিযেছে গুলচান্দ ভুঁইঞা নামে ওই যুবক ৷ তাকে মারধরও করা হয়েছিল ৷ তবে, এবার তাকে ও তার পরিবারকে পাড়া থেকে বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি ।

Intro:শৌচকর্ম করতে গিয়ে ধর্ষণের শিকার নাবালিকা! জামুরিয়া পর এবার রানীগঞ্জে নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটলো । তবে মর্মান্তিক এই ঘটনায় আবারও উঠলো বাড়িতে শৌচালয় না তত্ব । কয়েক দিন আগেই সৌচকর্ম করতে গিয়ে হিরাপুর এর এক মহিলা হাতির হানায় মৃত্যু হয় । ফলে বছর দুয়েক আগে পশ্চিম বর্ধমান জেলাকে নির্মল বাংলা ঘোষণা নিয়ে সত্যতা নিয়ে প্রশ্ন উঠল ? অভিযুক্তকেগ্রেফতার করে রানীগঞ্জ থানার পুলিশ । আজ সকালে রানীগঞ্জ থানার পুলিশ ওই নাবালিকাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় মেডিকেলের জন্য ।

গতকাল সন্ধ্যা নাগাদ রানীগঞ্জের বাঁশড়া মাঝি পাড়া এলাকায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ! অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে রানীগঞ্জ থানার পুলিশ । আজ সকালে ওই নাবালিকা মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতাল ।

নাবালিকার বাবা জানান " গতকাল সন্ধ্যায় বাড়িতে শৌচালয় না থাকায় সৌচকর্মের জন্য বাইরে যায় মেয়ে । এরপর মেয়ে নিখোঁজ হয়ে যায় । চারিদিকে খোঁজাখুঁজি করলেও কোথাও পাওয়া যায়নি । পাড়ার কিছুটা দূরে যাত্রা অনুষ্ঠান হচ্ছিল সেখানে গিয়ে খোঁজ মেলেনি মেয়ের । অনেক রাতে মেয়ে কানতে কানতে বাড়ি ফিরে। বাড়ি ফিরে মেয়ে জানায় তাঁর সঙ্গে পাড়ার গুলচান্দ ভূঁইয়া নামে এক ব্যক্তি দুষ্কর্ম করে । গোটা বিষয়টি পাড়া-প্রতিবেশীকে জানায় । এরপর আজ সকালে থানায় লিখিত অভিযোগ জানায় । আজ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে রানিগঞ্জ থানার পুলিশ ।

স্থানীয় এক বাসিন্দা প্রশান্ত সরেন জানান " গতকাল সন্ধ্যায় গুলচান্দ ভুঁইয়া নামে এক ব্যক্তি জোরপূর্বক পাড়ার নাবালিকা মেয়েকে ধর্ষণ করে । শুধু এই প্রথমবার নয় এর আগেও কয়েকবার দুষ্কর্মের সঙ্গে জড়িত হয়েছে ওই ব্যক্তি । মারধর করা হয়েছিল কয়েকবার । এরপর ওই অভিযুক্ত ব্যক্তির পরিবারকে পাড়া থেকে বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্রামের পক্ষ থেকে ।


Body:।


Conclusion:।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.