আগরতলা, 19 ফেব্রুয়ারি: মিটেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচন ৷ কিন্তু ভোট-পরবর্তী হিংসার ঘটনা তারপরও চলেছে বলে অভিযোগ ৷ 16 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ত্রিপুরায় নির্বাচন হয় ৷ তারপর 48 ঘণ্টায় 16টি হিংসাত্মক ঘটনার খবর পাওয়া গিয়েছে (Tripura post poll violence) ৷ 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শনিবার এই তথ্য জানিয়েছেন, রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিক কিরণকুমার দিনকারাও (Chief Electoral Officer (CEO) Gitte Kirankumar Dinkarrao) ৷
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ভোট-পর্বের জন্য 400 কোম্পানি সশস্ত্র কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিএপিএফ জওয়ান (Central Armed Police Force, CAPF) মোতায়েন করা হয়েছিল ৷ এর মধ্যে বিশাল সংখ্যক সিএপিএফ নাগাল্যান্ড ও মেঘালয়ে গিয়েছে ৷ সেখানে নির্বাচন 27 ফেব্রুয়ারি ৷ নির্বাচনী আধিকারিক সংবাদমাধ্যমে বলেন, "2 মার্চ ভোটগণনা ৷ ততদিন পর্যন্ত ত্রিপুরার বিভিন্ন অংশে পর্যাপ্ত পরিমাণে সিএপিএফ জওয়ানরা থাকবেন ৷ যাতে কোনও রকম ভোট-পরবর্তী হিংসার ঘটনা না ঘটে, তার জন্য় এই সিদ্ধান্ত ৷" দিনকারাও আরও জানান, এমনকী ভোট-পরবর্তী এই হিংসার জেরে শনিবার 23টি সাব-ডিভিশনে শান্তি বৈঠক হয়েছে ৷
আরও পড়ুন: বামফ্রন্টের পোলিং এজেন্টদের আক্রমণের অভিযোগ, বিজেপিকে তোপ মানিকের
তিনি জনসাধারণের উদ্দেশ্যে শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন ৷ পাশাপাশি তাঁর স্পষ্ট বার্তা, কেউ নিজের হাতে আইন তুলে নিলে তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ করবে ৷ শুধুমাত্র ভোটের দিনই রাজ্যের উত্তর-পূর্বের বিভিন্ন জেলা থেকে 6টি হিংসার ঘটনার খবর পাওয়া গিয়েছিল ৷ প্রসঙ্গত, বিজেপ শাসিত ত্রিপুরা নির্বাচনে 60টি বিধানসভা আসনে প্রার্থীর সংখ্যা 259 ৷ শাসকদল ছাড়াও সিপিএম, কংগ্রেস, আইপিটিএফ, তিপ্রা মোথা ও তৃণমূল কংগ্রেস লড়েছে ৷ নির্বাচনে 28 লক্ষেরও বেশি ত্রিপুরাবাসী অর্থাৎ 92 শতাংশ ভোট পড়েছে ৷
ভোটের দিনই প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপির বিরুদ্ধে বামফ্রন্টের পোলিং এজেন্টের উপর হামলা করার অভিযোগ তোলেন ৷ তাঁর অভিযোগ, ধনপুর বিধানসভা কেন্দ্রের অধীনে একাধিক ভোটগ্রহণ কেন্দ্রে বাম পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি ৷ এমনকী বিজেপি কর্মীরা তাঁদের আক্রমণ করেছেন বলেও তাঁর দাবি ৷ সশস্ত্র কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকতেও নির্বাচন চলাকালীন এবং ভোট-পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে উত্তর-পূর্বের এই ছোট্ট রাজ্যটিতে ৷ উল্লেখ্য, 2018 সালে বিধানসভা নির্বাচনে দীর্ঘ আড়াই দশকের বাম জমানার অবসান ঘটিয়ে ত্রিপুরার মসনদ ছিনিয়ে নেয় বিজেপি ৷ মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব ৷ পরে মুখ্যমন্ত্রী বদল হয় এবং দায়িত্বভার নেন ডাঃ মানিক সাহা ৷ এবার মসনদে কারা বসবে তা জানা যাবে 2 মার্চ ।
আরও পড়ুন: প্রতিটি বুথে সশস্ত্র জওয়ান, ভোট ঘিরে বেনজির নিরাপত্তা