ETV Bharat / state

ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ

author img

By

Published : Jun 26, 2020, 4:40 PM IST

চুক্তিমতো 200 টাকা দৈনিক মজুরিতে কাজ করছিলেন শ্রমিকরা । পেলেন 60 টাকা দৈনিক মজুরি । প্রতিবাদে কোদাল নিয়ে জাতীয় সড়ক অবরোধ ।

blockade national high way
জাতীয় সড়ক অবরোধ

নাকাশিপাড়া, 26 জুন : টাকা আত্মসাতের অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে । অভিযোগ, 100 দিনের কাজ করিয়ে নিচ্ছে অথচ মজুরি তুলনামূলক কম দিচ্ছে শ্রমিকদের । পাওনা মজুরি পুরোপুরি দেওয়ার দাবি তুলে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল শ্রমিকরা । নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার ঘটনা ।

জানা গেছে, দুসপ্তাহ আগে 100 দিনের কাজ শুরু হয় নদিয়ার নাকাশিপাড়া থানার বিল্ল গ্রাম পঞ্চায়েতের অধীনে । মাটি কাটার কাজ । প্রায় শতাধিক শ্রমিক এই কাজের সঙ্গে নিযুক্ত । বেশিরভাগ মহিলা । চুক্তি হয়েছিল 200 টাকা দৈনিক মজুরিতে । শ্রমিকদের দৈনিক মজুরি সপ্তাহ শেষে ব্যাঙ্কে জমা পড়ে ।

শ্রমিকরা জানায়, কাজ করেছেন অথচ চুক্তিমতো টাকা ব্যাঙ্কে জমা পড়েনি । গত দুদিন ব্যাঙ্কে গিয়ে জানতে পারে 60 টাকা দৈনিক মজুরি মিলেছে । তারপরেই ক্ষোভ প্রকাশ করে শ্রমিকরা কোদাল নিয়ে জাতীয় সড়কের উপর বিক্ষোভ দেখাতে শুরু করে ।

ঘটনার খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ পৌঁছায় । দীর্ঘক্ষণ বিক্ষোভকারীদের কথোপকথন চলে । তারপর প্রশাসনের তরফে তদন্তের আশ্বাস পেলে শ্রমিকরা বিক্ষোভ তুলে নেয় ।

নাকাশিপাড়া, 26 জুন : টাকা আত্মসাতের অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে । অভিযোগ, 100 দিনের কাজ করিয়ে নিচ্ছে অথচ মজুরি তুলনামূলক কম দিচ্ছে শ্রমিকদের । পাওনা মজুরি পুরোপুরি দেওয়ার দাবি তুলে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল শ্রমিকরা । নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার ঘটনা ।

জানা গেছে, দুসপ্তাহ আগে 100 দিনের কাজ শুরু হয় নদিয়ার নাকাশিপাড়া থানার বিল্ল গ্রাম পঞ্চায়েতের অধীনে । মাটি কাটার কাজ । প্রায় শতাধিক শ্রমিক এই কাজের সঙ্গে নিযুক্ত । বেশিরভাগ মহিলা । চুক্তি হয়েছিল 200 টাকা দৈনিক মজুরিতে । শ্রমিকদের দৈনিক মজুরি সপ্তাহ শেষে ব্যাঙ্কে জমা পড়ে ।

শ্রমিকরা জানায়, কাজ করেছেন অথচ চুক্তিমতো টাকা ব্যাঙ্কে জমা পড়েনি । গত দুদিন ব্যাঙ্কে গিয়ে জানতে পারে 60 টাকা দৈনিক মজুরি মিলেছে । তারপরেই ক্ষোভ প্রকাশ করে শ্রমিকরা কোদাল নিয়ে জাতীয় সড়কের উপর বিক্ষোভ দেখাতে শুরু করে ।

ঘটনার খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ পৌঁছায় । দীর্ঘক্ষণ বিক্ষোভকারীদের কথোপকথন চলে । তারপর প্রশাসনের তরফে তদন্তের আশ্বাস পেলে শ্রমিকরা বিক্ষোভ তুলে নেয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.