ETV Bharat / state

Hanskhali Rape Case : মৃত্যুর শংসাপত্র ছাড়াই দিনের পর দিন শবদাহ হচ্ছে হাঁসখালির শ্মশানে

author img

By

Published : Apr 12, 2022, 1:08 PM IST

দিনের পর দিন হাঁসখালি শ্মশানে চিকিৎসকের দেওয়া শংসাপত্র ছাড়াই শবদেহ দাহ করা হচ্ছে (Without Doctor Certificate Cremation is Going on Day After Day in Hanskhali Crematorium) ৷ এমনি অভিযোগ করলেন স্থানীয় গ্রামবাসীরা ৷ হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণ এবং হত্যার ঘটনায় কীভাবে চিকিৎসকের মৃত্যু শংসাপত্র ছাড়া দেহ পোড়ানো হল ? সেই প্রশ্নের জবাব খুঁজতে গিয়েই এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে ৷

Without Doctor Certificate Cremation is Going on Day After Day in Hanskhali Crematorium
Without Doctor Certificate Cremation is Going on Day After Day in Hanskhali Crematorium

হাঁসখালি, 12 এপ্রিল : চিকিৎসকের দেওয়া মৃত্যুর শংসাপত্র ছাড়াই হাঁসখালির মৃত নির্যাতিতা নাবালিকাকে দাহ করা হয়েছিল শ্মশানে ৷ হাঁসখালি ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় এমনি অভিযোগ উঠেছে ৷ এবার আরও বড় অভিযোগ করলেন গ্রামবাসীরা ৷ তাঁদের অভিযোগ, হাঁসখালির শ্যামনগরের ওই শ্মশানে দিনের পর দিন এভাবেই শবদাহ হয়ে আসছে ৷ ওই শ্মশানে স্বাভাবিক মৃত্যুর ঘটনাতেও চিকিৎসকের মৃত্যুর শংসাপত্র ছাড়াই দাহ করা হয় বলে অভিযোগ (Without Doctor Certificate Cremation is Going on Day After Day in Hanskhali Crematorium) ৷

গত 5 মার্চ 14 বছরের এক নাবালিকাকে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ ও মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলে সোহেল গয়ালির বিরুদ্ধে ৷ ওইদিন রাতেই ওই নাবালিকার মৃত্যু হয় (Hanskhali Rape Case) ৷ অভিযোগ, মৃত্যুর পরেই নাবালিকার দেহ পুলিশকে না জানিয়ে পুড়িয়ে দেওয়া হয় ৷ দেহের ময়নাতদন্ত না করেই শ্যামনগরের কাঠের চুল্লির ওই শ্মশানে নিয়ে যাওয়া হয় নির্যাতিতা নাবালিকার দেহ ৷ সেখানে চিকিৎসকের মৃত্যুর শংসাপত্র ছাড়াই দেহ জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷

তার পরেই প্রশ্ন ওঠে শ্মশানের দায়িত্বে থাকা কর্মীরা কীভাবে বৈধ নথি ছাড়া দেহ দাহ করতে দিলেন ? যা নিয়ে স্থানীয়দের অভিযোগ, ওই শ্মশানে এমন হামেশাই ঘটে থাকে ৷ স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেও দাহ করতে চিকিৎসকের দেওয়া মৃত্যু শংসাপত্র লাগে না ওই শ্মশানে ৷ এ নিয়ে শ্মশানে কর্মরত এক কর্মী বলেন, ‘‘এখানে কোনও কাগজপত্রের বিষয় নেই ৷ দুই গ্রামের মানুষ এখানেই দেহ নিয়ে আসে ৷ আর দেহ পুড়িয়ে দেওয়া হয় ৷''

আরও পড়ুন : Hanskhali Rape : তৃণমূল নেতার ছেলেকে জেরায় মিলল তথ্য, হাঁসখালি ধর্ষণকাণ্ডে গ্রেফতার আরও এক যুবক

এখানেই প্রশ্ন উঠছে, কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে দিনের পর দিন এমন বেআইনি কার্যকলাপ চলছে একটি শ্মশানে ? শ্মশানের রেকর্ড বুকেই বা কী তথ্য তোলা হচ্ছে ? বর্তমানে রাজ্যের প্রতিটি গ্রামে স্বাস্থ্য ক্ষেত্রে আশাকর্মীরা এবং আইনশৃঙ্খলার ক্ষেত্রে সিভিক ভলান্টিয়াররা প্রশাসনের সূত্র হিসেবে কাজ করছেন ৷ তাঁদের নজর এড়িয়ে দিনের পর দিন কীভাবে এই বেআইনি কাজ হতে পারে ? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি প্রশাসনের ভিতরেও লোকজন এর সঙ্গে জড়িত ? যার কোনও উত্তর পাওয়া যায়নি ৷

হাঁসখালি, 12 এপ্রিল : চিকিৎসকের দেওয়া মৃত্যুর শংসাপত্র ছাড়াই হাঁসখালির মৃত নির্যাতিতা নাবালিকাকে দাহ করা হয়েছিল শ্মশানে ৷ হাঁসখালি ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় এমনি অভিযোগ উঠেছে ৷ এবার আরও বড় অভিযোগ করলেন গ্রামবাসীরা ৷ তাঁদের অভিযোগ, হাঁসখালির শ্যামনগরের ওই শ্মশানে দিনের পর দিন এভাবেই শবদাহ হয়ে আসছে ৷ ওই শ্মশানে স্বাভাবিক মৃত্যুর ঘটনাতেও চিকিৎসকের মৃত্যুর শংসাপত্র ছাড়াই দাহ করা হয় বলে অভিযোগ (Without Doctor Certificate Cremation is Going on Day After Day in Hanskhali Crematorium) ৷

গত 5 মার্চ 14 বছরের এক নাবালিকাকে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ ও মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলে সোহেল গয়ালির বিরুদ্ধে ৷ ওইদিন রাতেই ওই নাবালিকার মৃত্যু হয় (Hanskhali Rape Case) ৷ অভিযোগ, মৃত্যুর পরেই নাবালিকার দেহ পুলিশকে না জানিয়ে পুড়িয়ে দেওয়া হয় ৷ দেহের ময়নাতদন্ত না করেই শ্যামনগরের কাঠের চুল্লির ওই শ্মশানে নিয়ে যাওয়া হয় নির্যাতিতা নাবালিকার দেহ ৷ সেখানে চিকিৎসকের মৃত্যুর শংসাপত্র ছাড়াই দেহ জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷

তার পরেই প্রশ্ন ওঠে শ্মশানের দায়িত্বে থাকা কর্মীরা কীভাবে বৈধ নথি ছাড়া দেহ দাহ করতে দিলেন ? যা নিয়ে স্থানীয়দের অভিযোগ, ওই শ্মশানে এমন হামেশাই ঘটে থাকে ৷ স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেও দাহ করতে চিকিৎসকের দেওয়া মৃত্যু শংসাপত্র লাগে না ওই শ্মশানে ৷ এ নিয়ে শ্মশানে কর্মরত এক কর্মী বলেন, ‘‘এখানে কোনও কাগজপত্রের বিষয় নেই ৷ দুই গ্রামের মানুষ এখানেই দেহ নিয়ে আসে ৷ আর দেহ পুড়িয়ে দেওয়া হয় ৷''

আরও পড়ুন : Hanskhali Rape : তৃণমূল নেতার ছেলেকে জেরায় মিলল তথ্য, হাঁসখালি ধর্ষণকাণ্ডে গ্রেফতার আরও এক যুবক

এখানেই প্রশ্ন উঠছে, কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে দিনের পর দিন এমন বেআইনি কার্যকলাপ চলছে একটি শ্মশানে ? শ্মশানের রেকর্ড বুকেই বা কী তথ্য তোলা হচ্ছে ? বর্তমানে রাজ্যের প্রতিটি গ্রামে স্বাস্থ্য ক্ষেত্রে আশাকর্মীরা এবং আইনশৃঙ্খলার ক্ষেত্রে সিভিক ভলান্টিয়াররা প্রশাসনের সূত্র হিসেবে কাজ করছেন ৷ তাঁদের নজর এড়িয়ে দিনের পর দিন কীভাবে এই বেআইনি কাজ হতে পারে ? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি প্রশাসনের ভিতরেও লোকজন এর সঙ্গে জড়িত ? যার কোনও উত্তর পাওয়া যায়নি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.