ETV Bharat / state

Hanskhali Rape Case : মৃত্যুর শংসাপত্র ছাড়াই দিনের পর দিন শবদাহ হচ্ছে হাঁসখালির শ্মশানে - Without Doctor Certificate Cremation is Going on Day After Day in Hanskhali Crematorium

দিনের পর দিন হাঁসখালি শ্মশানে চিকিৎসকের দেওয়া শংসাপত্র ছাড়াই শবদেহ দাহ করা হচ্ছে (Without Doctor Certificate Cremation is Going on Day After Day in Hanskhali Crematorium) ৷ এমনি অভিযোগ করলেন স্থানীয় গ্রামবাসীরা ৷ হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণ এবং হত্যার ঘটনায় কীভাবে চিকিৎসকের মৃত্যু শংসাপত্র ছাড়া দেহ পোড়ানো হল ? সেই প্রশ্নের জবাব খুঁজতে গিয়েই এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে ৷

Without Doctor Certificate Cremation is Going on Day After Day in Hanskhali Crematorium
Without Doctor Certificate Cremation is Going on Day After Day in Hanskhali Crematorium
author img

By

Published : Apr 12, 2022, 1:08 PM IST

হাঁসখালি, 12 এপ্রিল : চিকিৎসকের দেওয়া মৃত্যুর শংসাপত্র ছাড়াই হাঁসখালির মৃত নির্যাতিতা নাবালিকাকে দাহ করা হয়েছিল শ্মশানে ৷ হাঁসখালি ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় এমনি অভিযোগ উঠেছে ৷ এবার আরও বড় অভিযোগ করলেন গ্রামবাসীরা ৷ তাঁদের অভিযোগ, হাঁসখালির শ্যামনগরের ওই শ্মশানে দিনের পর দিন এভাবেই শবদাহ হয়ে আসছে ৷ ওই শ্মশানে স্বাভাবিক মৃত্যুর ঘটনাতেও চিকিৎসকের মৃত্যুর শংসাপত্র ছাড়াই দাহ করা হয় বলে অভিযোগ (Without Doctor Certificate Cremation is Going on Day After Day in Hanskhali Crematorium) ৷

গত 5 মার্চ 14 বছরের এক নাবালিকাকে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ ও মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলে সোহেল গয়ালির বিরুদ্ধে ৷ ওইদিন রাতেই ওই নাবালিকার মৃত্যু হয় (Hanskhali Rape Case) ৷ অভিযোগ, মৃত্যুর পরেই নাবালিকার দেহ পুলিশকে না জানিয়ে পুড়িয়ে দেওয়া হয় ৷ দেহের ময়নাতদন্ত না করেই শ্যামনগরের কাঠের চুল্লির ওই শ্মশানে নিয়ে যাওয়া হয় নির্যাতিতা নাবালিকার দেহ ৷ সেখানে চিকিৎসকের মৃত্যুর শংসাপত্র ছাড়াই দেহ জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷

তার পরেই প্রশ্ন ওঠে শ্মশানের দায়িত্বে থাকা কর্মীরা কীভাবে বৈধ নথি ছাড়া দেহ দাহ করতে দিলেন ? যা নিয়ে স্থানীয়দের অভিযোগ, ওই শ্মশানে এমন হামেশাই ঘটে থাকে ৷ স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেও দাহ করতে চিকিৎসকের দেওয়া মৃত্যু শংসাপত্র লাগে না ওই শ্মশানে ৷ এ নিয়ে শ্মশানে কর্মরত এক কর্মী বলেন, ‘‘এখানে কোনও কাগজপত্রের বিষয় নেই ৷ দুই গ্রামের মানুষ এখানেই দেহ নিয়ে আসে ৷ আর দেহ পুড়িয়ে দেওয়া হয় ৷''

আরও পড়ুন : Hanskhali Rape : তৃণমূল নেতার ছেলেকে জেরায় মিলল তথ্য, হাঁসখালি ধর্ষণকাণ্ডে গ্রেফতার আরও এক যুবক

এখানেই প্রশ্ন উঠছে, কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে দিনের পর দিন এমন বেআইনি কার্যকলাপ চলছে একটি শ্মশানে ? শ্মশানের রেকর্ড বুকেই বা কী তথ্য তোলা হচ্ছে ? বর্তমানে রাজ্যের প্রতিটি গ্রামে স্বাস্থ্য ক্ষেত্রে আশাকর্মীরা এবং আইনশৃঙ্খলার ক্ষেত্রে সিভিক ভলান্টিয়াররা প্রশাসনের সূত্র হিসেবে কাজ করছেন ৷ তাঁদের নজর এড়িয়ে দিনের পর দিন কীভাবে এই বেআইনি কাজ হতে পারে ? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি প্রশাসনের ভিতরেও লোকজন এর সঙ্গে জড়িত ? যার কোনও উত্তর পাওয়া যায়নি ৷

হাঁসখালি, 12 এপ্রিল : চিকিৎসকের দেওয়া মৃত্যুর শংসাপত্র ছাড়াই হাঁসখালির মৃত নির্যাতিতা নাবালিকাকে দাহ করা হয়েছিল শ্মশানে ৷ হাঁসখালি ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় এমনি অভিযোগ উঠেছে ৷ এবার আরও বড় অভিযোগ করলেন গ্রামবাসীরা ৷ তাঁদের অভিযোগ, হাঁসখালির শ্যামনগরের ওই শ্মশানে দিনের পর দিন এভাবেই শবদাহ হয়ে আসছে ৷ ওই শ্মশানে স্বাভাবিক মৃত্যুর ঘটনাতেও চিকিৎসকের মৃত্যুর শংসাপত্র ছাড়াই দাহ করা হয় বলে অভিযোগ (Without Doctor Certificate Cremation is Going on Day After Day in Hanskhali Crematorium) ৷

গত 5 মার্চ 14 বছরের এক নাবালিকাকে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ ও মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলে সোহেল গয়ালির বিরুদ্ধে ৷ ওইদিন রাতেই ওই নাবালিকার মৃত্যু হয় (Hanskhali Rape Case) ৷ অভিযোগ, মৃত্যুর পরেই নাবালিকার দেহ পুলিশকে না জানিয়ে পুড়িয়ে দেওয়া হয় ৷ দেহের ময়নাতদন্ত না করেই শ্যামনগরের কাঠের চুল্লির ওই শ্মশানে নিয়ে যাওয়া হয় নির্যাতিতা নাবালিকার দেহ ৷ সেখানে চিকিৎসকের মৃত্যুর শংসাপত্র ছাড়াই দেহ জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷

তার পরেই প্রশ্ন ওঠে শ্মশানের দায়িত্বে থাকা কর্মীরা কীভাবে বৈধ নথি ছাড়া দেহ দাহ করতে দিলেন ? যা নিয়ে স্থানীয়দের অভিযোগ, ওই শ্মশানে এমন হামেশাই ঘটে থাকে ৷ স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেও দাহ করতে চিকিৎসকের দেওয়া মৃত্যু শংসাপত্র লাগে না ওই শ্মশানে ৷ এ নিয়ে শ্মশানে কর্মরত এক কর্মী বলেন, ‘‘এখানে কোনও কাগজপত্রের বিষয় নেই ৷ দুই গ্রামের মানুষ এখানেই দেহ নিয়ে আসে ৷ আর দেহ পুড়িয়ে দেওয়া হয় ৷''

আরও পড়ুন : Hanskhali Rape : তৃণমূল নেতার ছেলেকে জেরায় মিলল তথ্য, হাঁসখালি ধর্ষণকাণ্ডে গ্রেফতার আরও এক যুবক

এখানেই প্রশ্ন উঠছে, কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে দিনের পর দিন এমন বেআইনি কার্যকলাপ চলছে একটি শ্মশানে ? শ্মশানের রেকর্ড বুকেই বা কী তথ্য তোলা হচ্ছে ? বর্তমানে রাজ্যের প্রতিটি গ্রামে স্বাস্থ্য ক্ষেত্রে আশাকর্মীরা এবং আইনশৃঙ্খলার ক্ষেত্রে সিভিক ভলান্টিয়াররা প্রশাসনের সূত্র হিসেবে কাজ করছেন ৷ তাঁদের নজর এড়িয়ে দিনের পর দিন কীভাবে এই বেআইনি কাজ হতে পারে ? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি প্রশাসনের ভিতরেও লোকজন এর সঙ্গে জড়িত ? যার কোনও উত্তর পাওয়া যায়নি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.