ETV Bharat / state

রানাঘাটে পরিবর্তন যাত্রায় বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ - তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান

রানাঘাটের বিবেকানন্দ মূর্তির পাদদেশে বিজেপির পরিবর্তন রথযাত্রার আয়োজন করা হয় । আর তার আগেই প্রায় শতাধিক ভিন্ন দলের নেতা কর্মীরা বিজেপিতে যোগ দিলেন বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বদের ।

রানাঘাটের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান
রানাঘাটের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান
author img

By

Published : Feb 18, 2021, 1:42 PM IST

রানাঘাট, 18 ফেব্রুয়ারি : লক্ষ্য, বঙ্গে পদ্ম ফোঁটান । আর তাই একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘর গোছাতে মরিয়া বিজেপি । প্রায়ই বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দিচ্ছে । তার ছবি দেখা গেল রানাঘাট পৌরসভা এলাকায় । আজ সকালে রানাঘাটে বিজেপির পরিবর্তনের রথযাত্রার আয়োজন করা হয় । সেখানেই তৃণমূল সহ বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দিতে দেখা গেল নেতাকর্মীদের । শান্তিপুর থেকে রানাঘাট হয়ে চাকদা পর্যন্ত গতকাল বিজেপির রথযাত্রা হয় ।

সম্প্রতি রানাঘাটের তৃণমূল বিধায়কের পদ ত্যাগ করেন পার্থসারথি চট্টোপাধ্যায় । তিনি বিজেপিতে যোগ দেন । আজ তাঁরই হাত ধরে দলে দলে যোগ দিলেন তৃণমূল সহ অন্যান্য দলের নেতাকর্মীরা । পার্থসারথি চট্টোপাধ্যায়ের কথায়, "রানাঘাটের 5, 11, 12, 17 নম্বর ওয়ার্ডসহ আরও বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূল, সিপিআইএম থেকে নেতাকর্মীরা আমাদের দলে নিযুক্ত হয়েছেন । ওরা সকলেই আমাদের ভারতীয় জনতা পার্টি দলের সদস্য হলেন ।"

আরও পড়ুন : রতুয়ায় বড় ধাক্কা তৃণমূলে, প্রায় দেড়শো জনকে নিয়ে বিজেপিতে জেলা সাধারণ সম্পাদক

এবিষয়ে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় প্রামাণিক বলেন, "সারা পশ্চিমবঙ্গজুড়ে জঞ্জাল সাফাইয়ের যে কর্মসূচি চলছে, তা রানাঘাটেও অব্যাহত । আজকের পরিবর্তন রথযাত্রায় প্রচুর সংখ্যক নেতা কর্মীরা বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করেন । তৃণমূল দলে যাদের দমবন্ধ পরিস্থিতি তারা বিজেপিতে যোগ দিচ্ছেন । আজ তৃণমূল দল প্রাইভেট লিমিটেডে পরিণত হয়েছে । আগামী দিনের যে প্রকৃত পরিবর্তন তা বিধানসভা নির্বাচনের পর আসতে চলেছে । মূলত সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই । আর সেই পরিবর্তনের সাক্ষী হওয়ার জন্য আমরা প্রস্তুত । আর ভারতবর্ষের মধ্যে বৃহত্তম দল বিজেপি, আর সেখানেই যোগ দিচ্ছেন সকলে ।"

রানাঘাটের পরিবর্তন যাত্রায় বিজেপিতে ভিন্ন দল থেকে যোগ । দেখুন ভিডিয়ো...

বিবেকানন্দ মূর্তির পাদদেশে পরিবর্তন যাত্রায় বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি আরও বলেন, "রানাঘাট শহরের 20টা ওয়ার্ডের বিভিন্ন কার্যকর্তা, প্রায় শতাধিক কার্যকর্তারা আজ আমাদের দলে যোগদান করেছেন । নব্য বিজেপি কর্মী পার্থসারথি চট্টোপাধ্যায়ের হাত ধরে বিজেপিতে সামিল হয়েছেন ।"

রানাঘাট, 18 ফেব্রুয়ারি : লক্ষ্য, বঙ্গে পদ্ম ফোঁটান । আর তাই একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘর গোছাতে মরিয়া বিজেপি । প্রায়ই বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দিচ্ছে । তার ছবি দেখা গেল রানাঘাট পৌরসভা এলাকায় । আজ সকালে রানাঘাটে বিজেপির পরিবর্তনের রথযাত্রার আয়োজন করা হয় । সেখানেই তৃণমূল সহ বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দিতে দেখা গেল নেতাকর্মীদের । শান্তিপুর থেকে রানাঘাট হয়ে চাকদা পর্যন্ত গতকাল বিজেপির রথযাত্রা হয় ।

সম্প্রতি রানাঘাটের তৃণমূল বিধায়কের পদ ত্যাগ করেন পার্থসারথি চট্টোপাধ্যায় । তিনি বিজেপিতে যোগ দেন । আজ তাঁরই হাত ধরে দলে দলে যোগ দিলেন তৃণমূল সহ অন্যান্য দলের নেতাকর্মীরা । পার্থসারথি চট্টোপাধ্যায়ের কথায়, "রানাঘাটের 5, 11, 12, 17 নম্বর ওয়ার্ডসহ আরও বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূল, সিপিআইএম থেকে নেতাকর্মীরা আমাদের দলে নিযুক্ত হয়েছেন । ওরা সকলেই আমাদের ভারতীয় জনতা পার্টি দলের সদস্য হলেন ।"

আরও পড়ুন : রতুয়ায় বড় ধাক্কা তৃণমূলে, প্রায় দেড়শো জনকে নিয়ে বিজেপিতে জেলা সাধারণ সম্পাদক

এবিষয়ে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় প্রামাণিক বলেন, "সারা পশ্চিমবঙ্গজুড়ে জঞ্জাল সাফাইয়ের যে কর্মসূচি চলছে, তা রানাঘাটেও অব্যাহত । আজকের পরিবর্তন রথযাত্রায় প্রচুর সংখ্যক নেতা কর্মীরা বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করেন । তৃণমূল দলে যাদের দমবন্ধ পরিস্থিতি তারা বিজেপিতে যোগ দিচ্ছেন । আজ তৃণমূল দল প্রাইভেট লিমিটেডে পরিণত হয়েছে । আগামী দিনের যে প্রকৃত পরিবর্তন তা বিধানসভা নির্বাচনের পর আসতে চলেছে । মূলত সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই । আর সেই পরিবর্তনের সাক্ষী হওয়ার জন্য আমরা প্রস্তুত । আর ভারতবর্ষের মধ্যে বৃহত্তম দল বিজেপি, আর সেখানেই যোগ দিচ্ছেন সকলে ।"

রানাঘাটের পরিবর্তন যাত্রায় বিজেপিতে ভিন্ন দল থেকে যোগ । দেখুন ভিডিয়ো...

বিবেকানন্দ মূর্তির পাদদেশে পরিবর্তন যাত্রায় বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি আরও বলেন, "রানাঘাট শহরের 20টা ওয়ার্ডের বিভিন্ন কার্যকর্তা, প্রায় শতাধিক কার্যকর্তারা আজ আমাদের দলে যোগদান করেছেন । নব্য বিজেপি কর্মী পার্থসারথি চট্টোপাধ্যায়ের হাত ধরে বিজেপিতে সামিল হয়েছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.