ETV Bharat / state

মমতার সাম্প্রদায়িক রাজনীতির জন্যই BJP-কে ভোট দিয়েছে মানুষ : জগন্নাথ - Result Counting

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক রাজনীতির জন্যই সকলে BJP-কে ভোট দিয়েছেন । গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে এই মন্তব্য করলেন রানাঘাট কেন্দ্রের BJP প্রার্থী জগন্নাথ সরকার ।

জগন্নাথ সরকার
author img

By

Published : May 23, 2019, 5:11 PM IST

রানাঘাট, 23 মে : মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক রাজনীতির জন্যই সকলে BJP-কে ভোট দিয়েছেন । গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে এই মন্তব্য করলেন নদিয়া (রানাঘাট) লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী জগন্নাথ সরকার ।

আজ গণনা শুরু হওয়ার প্রথম থেকেই তৃণমূল প্রার্থী রূপালি বিশ্বাসের থেকে এগিয়ে ছিলেন জগন্নাথবাবু । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবধানও বেড়েছে । এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে BJP প্রার্থীর জয় একপ্রকার নিশ্চিত । এই পরিস্থিতিতে আজ গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে BJP প্রার্থী জগন্নাথ সরকার বলেন, "মমতা ব্যানার্জির যে সাম্প্রদায়িক রাজনীতি, তার বদলা নেওয়ার জন্যই যারা দেশকে এগিয়ে নিয়ে যায়, সেই BJP-কে সকলে মিলে ভোট দিয়েছেন বলে এই জয় হয়েছে আমাদের ।

সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, "ভোটের আগে তৃণমূলের সন্ত্রাসের জেরে বিরোধীরা প্রচার করতে পারেনি বলে অভিযোগ করেছিল BJP ।" উত্তরে তিনি বলেন, "সোশাল মিডিয়ার কারণে জনগণ প্রভাবিত হয়েছে । তাই সহজেই এই কেন্দ্রে দলীয় সংগঠন মজবুত করার কাজ সহজ হয়েছে ।"

রানাঘাট, 23 মে : মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক রাজনীতির জন্যই সকলে BJP-কে ভোট দিয়েছেন । গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে এই মন্তব্য করলেন নদিয়া (রানাঘাট) লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী জগন্নাথ সরকার ।

আজ গণনা শুরু হওয়ার প্রথম থেকেই তৃণমূল প্রার্থী রূপালি বিশ্বাসের থেকে এগিয়ে ছিলেন জগন্নাথবাবু । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবধানও বেড়েছে । এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে BJP প্রার্থীর জয় একপ্রকার নিশ্চিত । এই পরিস্থিতিতে আজ গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে BJP প্রার্থী জগন্নাথ সরকার বলেন, "মমতা ব্যানার্জির যে সাম্প্রদায়িক রাজনীতি, তার বদলা নেওয়ার জন্যই যারা দেশকে এগিয়ে নিয়ে যায়, সেই BJP-কে সকলে মিলে ভোট দিয়েছেন বলে এই জয় হয়েছে আমাদের ।

সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, "ভোটের আগে তৃণমূলের সন্ত্রাসের জেরে বিরোধীরা প্রচার করতে পারেনি বলে অভিযোগ করেছিল BJP ।" উত্তরে তিনি বলেন, "সোশাল মিডিয়ার কারণে জনগণ প্রভাবিত হয়েছে । তাই সহজেই এই কেন্দ্রে দলীয় সংগঠন মজবুত করার কাজ সহজ হয়েছে ।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.