ETV Bharat / state

তেহট্টে তৃণমূল ও CPI(M)-র মহিলা সমর্থকদের সংঘর্ষ

তৃণমূল ও CPI(M)-এর মহিলা সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার তেহট্ট।

author img

By

Published : Feb 25, 2019, 8:25 PM IST

এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে

তেহট্ট, ২৫ ফেব্রুয়ারি : তৃণমূল ও CPI(M)-এর মহিলা সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার তেহট্ট। আজ নাটনা গ্রামপঞ্চায়েতের অধীনে জননী বহুমুখী সমিতি লিমিটেডের ক্লাস্টার কমিটির গঠনের জন্য নির্বাচন ছিল। সেসময় তেহট্টের তৃণমূল ও CPI(M) মহিলা সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয়। এই ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন মহিলা সদস্য আহত হন। আহতদের চিকিৎসার জন্য তেহট্ট মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনায় CPI(M)-এর যোগমায়া সাহা এবং তৃণমূলের শিউলি বিশ্বাসের আঘাত গুরুতর।

দীর্ঘ সময় ধরে CPI(M)-এর অধীনে ছিল ক্লাস্টার কমিটির। ক্লাস্টার কমিটির দখল কে নেবে? এই নিয়ে আজ সকালে তৃণমূল ও CPI(M)-এর মহিলা সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। অবশেষে বচসা ক্রমেই মারপিটে রূপ নেয়। CPI(M)-এর অভিযোগ, ক্লাস্টার কমিটির দখল নিতেই তাদের সদস্যদের উপর হামলা চালিয়েছে তৃণমূল।

অন্যদিকে তৃণমূলের অভিযোগ, ক্ষমতা হাতছাড়া হচ্ছে দেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন ভেস্তে দিতে এই হামলা চালিয়েছে CPI(M)। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তেহট্ট থানার পুলিশ। যদিও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার পর এলাকায় সিভিক ভলান্টিয়ার মোতায়ন করা হয়েছে।

undefined

এবিষয়ে CPI(M)-এর জেলা সম্পাদক সুমিত দে বলেন, "দীর্ঘদিন ধরে এটি আমাদের ছিল। তৃণমূল জোর করে এটা ছিনিয়ে নিতে চাইছে। ওরা ইচ্ছা করে এই হামলা চালিয়েছে।" অন্যদিকে, TMC-র জেলা সভাপতি গৌরীশংকর দত্ত বলেন, "নির্বাচনের ফলে ক্লাস্টার কমিটি আমাদের পক্ষে চলে আসত। এটি CPI(M) সহ্য করতে পারছিল না। তাই ওরা হামলা করেছে।"

তেহট্ট, ২৫ ফেব্রুয়ারি : তৃণমূল ও CPI(M)-এর মহিলা সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার তেহট্ট। আজ নাটনা গ্রামপঞ্চায়েতের অধীনে জননী বহুমুখী সমিতি লিমিটেডের ক্লাস্টার কমিটির গঠনের জন্য নির্বাচন ছিল। সেসময় তেহট্টের তৃণমূল ও CPI(M) মহিলা সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয়। এই ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন মহিলা সদস্য আহত হন। আহতদের চিকিৎসার জন্য তেহট্ট মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনায় CPI(M)-এর যোগমায়া সাহা এবং তৃণমূলের শিউলি বিশ্বাসের আঘাত গুরুতর।

দীর্ঘ সময় ধরে CPI(M)-এর অধীনে ছিল ক্লাস্টার কমিটির। ক্লাস্টার কমিটির দখল কে নেবে? এই নিয়ে আজ সকালে তৃণমূল ও CPI(M)-এর মহিলা সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। অবশেষে বচসা ক্রমেই মারপিটে রূপ নেয়। CPI(M)-এর অভিযোগ, ক্লাস্টার কমিটির দখল নিতেই তাদের সদস্যদের উপর হামলা চালিয়েছে তৃণমূল।

অন্যদিকে তৃণমূলের অভিযোগ, ক্ষমতা হাতছাড়া হচ্ছে দেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন ভেস্তে দিতে এই হামলা চালিয়েছে CPI(M)। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তেহট্ট থানার পুলিশ। যদিও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার পর এলাকায় সিভিক ভলান্টিয়ার মোতায়ন করা হয়েছে।

undefined

এবিষয়ে CPI(M)-এর জেলা সম্পাদক সুমিত দে বলেন, "দীর্ঘদিন ধরে এটি আমাদের ছিল। তৃণমূল জোর করে এটা ছিনিয়ে নিতে চাইছে। ওরা ইচ্ছা করে এই হামলা চালিয়েছে।" অন্যদিকে, TMC-র জেলা সভাপতি গৌরীশংকর দত্ত বলেন, "নির্বাচনের ফলে ক্লাস্টার কমিটি আমাদের পক্ষে চলে আসত। এটি CPI(M) সহ্য করতে পারছিল না। তাই ওরা হামলা করেছে।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.