শান্তিপুর, 20 মে : বুধবার মধ্যরাতে বিজেপি সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে ৷ তবে বোমাটি না ফাটায় আট মাসের এক শিশু ও ন'বছরের এক মেয়ে-সহ অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের অন্যান্যরা ৷ পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ ঘটনায় আতঙ্কিত আক্রান্ত পরিবারের পাশাপাশি গোটা পাড়া ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বইচাপাড়ায় । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷
ফুলিয়া বইচাপাড়ার বাসিন্দা স্বপন বিশ্বাস এলাকায় বিজেপি সমর্থক হিসাবে পরিচিত । অভিযোগ, গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে । সকালে উঠে বাড়ির উঠোনে বোমাটি পড়ে থাকতে দেখেন তাঁরা ৷ খবর জানাজানি হতেই আশপাশের মানুষ ভিড় জমান । খবর দেওয়া হয় শান্তিপুর থানায় । শান্তিপুর থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে নিয়ে যায় ।
স্বপন বিশ্বাস ও এলাকার মানুষের দাবি, যেহেতু তাঁরা বিজেপি সমর্থক সেই কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ঘটনাটি ঘটিয়ে থাকবে । ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত গোটা পরিবার-সহ এলাকাবাসীরা । কে বা কারা কী উদ্দেশ্যে বোমাটি মেরেছিল তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ । যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
এদিকে তৃণমূলের তরফে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে ৷ নদিয়ার সাধারণ সম্পাদক তপন সরকারের দাবি, এটি বিজেপির গোষ্ঠী কোন্দল ৷ আর এমনিতেও তারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে ৷ তাই নিজেরাই এসব করে তৃণমূলে উপরে দোষ চাপাচ্ছে ৷
আরও পড়ুন: বাড়িতে বসে কীভাবে করবেন কোভিড টেস্ট ?