ETV Bharat / state

আরামবাগের নানা এলাকায় শুরু থার্মাল স্ক্রিনিং - news on corona

আরামবাগের সবচেয়ে বড় সবজি বাজার পুরাতন বাজার সহ শহরের নানা এলাকায় আজ সকাল থেকে থার্মাল স্ক্রিনিং শুরু হয়েছে । চলছে তাপমাত্রা পরীক্ষা ।

আরামবাগ
আরামবাগ
author img

By

Published : Apr 20, 2020, 1:06 PM IST

আরামবাগ, 20 এপ্রিল : রাজ্যে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । ইতিমধ্যেই 12 টি জেলাকে রেড জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । এই পরিস্থিতিতে আজ সকাল থেকেই হুগলির আরামবাগে নানা এলাকায় শুরু হয়েছে থার্মাল স্ক্রিনিং ।

আরামবাগের সবজি বাজার, বিভিন্ন অফিস এবং শহরের যে এলাকাগুলিতে ভিড় দেখা যাচ্ছে সেখানেই চলছে থার্মাল স্ক্রিনিং । থার্মাল গানের মাধ্যমে চলছে তাপমাত্রা পরীক্ষা । আরামবাগের পুরাতন বাজার শহরের সবচেয়ে বড় সবজি বাজারে । লকডাউনের মাঝেও এই ঘিঞ্জি এলাকায় প্রচুর মানুষের ভিড় জমত । দিনকয়েক আগেই সেই বাজারকে সরিয়ে আনা হয় আরামবাগ বয়েজ় স্কুলের মাঠে। সেখানেই আজ সকাল থেকে প্রধান ফটকে ক্রেতা-বিক্রেতাদের আটকে থার্মাল স্ক্রিনিং করা হয়।

আরামবাগ তৃণমূলের যুবর উদ্যোগে এবং পৌরসভা, থানা ও হাসপাতালের সহযোগিতায় এই থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে । এবিষয়ে আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরি বলেন, "আগেই এই ব্যবস্থা নিতাম আমরা । কিন্তু কিছু সমস্যা ছিল । তা মিটতেই আজ থেকে থার্মাল স্ক্রিনিংয়ের প্রক্রিয়া শুরু হল । কোরোনা সংক্রমের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে একটি হল উচ্চ তাপমাত্রা । থার্মাল গানের মাধ্যমে কারও উচ্চ তাপমাত্রা ধরা পড়লে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে । এলাকার বাজারগুলি ছাড়াও পাড়ায় পাড়ায় চলবে থার্মাল স্ক্রিনিং প্রক্রিয়া ।"

আরামবাগ, 20 এপ্রিল : রাজ্যে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । ইতিমধ্যেই 12 টি জেলাকে রেড জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । এই পরিস্থিতিতে আজ সকাল থেকেই হুগলির আরামবাগে নানা এলাকায় শুরু হয়েছে থার্মাল স্ক্রিনিং ।

আরামবাগের সবজি বাজার, বিভিন্ন অফিস এবং শহরের যে এলাকাগুলিতে ভিড় দেখা যাচ্ছে সেখানেই চলছে থার্মাল স্ক্রিনিং । থার্মাল গানের মাধ্যমে চলছে তাপমাত্রা পরীক্ষা । আরামবাগের পুরাতন বাজার শহরের সবচেয়ে বড় সবজি বাজারে । লকডাউনের মাঝেও এই ঘিঞ্জি এলাকায় প্রচুর মানুষের ভিড় জমত । দিনকয়েক আগেই সেই বাজারকে সরিয়ে আনা হয় আরামবাগ বয়েজ় স্কুলের মাঠে। সেখানেই আজ সকাল থেকে প্রধান ফটকে ক্রেতা-বিক্রেতাদের আটকে থার্মাল স্ক্রিনিং করা হয়।

আরামবাগ তৃণমূলের যুবর উদ্যোগে এবং পৌরসভা, থানা ও হাসপাতালের সহযোগিতায় এই থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে । এবিষয়ে আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরি বলেন, "আগেই এই ব্যবস্থা নিতাম আমরা । কিন্তু কিছু সমস্যা ছিল । তা মিটতেই আজ থেকে থার্মাল স্ক্রিনিংয়ের প্রক্রিয়া শুরু হল । কোরোনা সংক্রমের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে একটি হল উচ্চ তাপমাত্রা । থার্মাল গানের মাধ্যমে কারও উচ্চ তাপমাত্রা ধরা পড়লে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে । এলাকার বাজারগুলি ছাড়াও পাড়ায় পাড়ায় চলবে থার্মাল স্ক্রিনিং প্রক্রিয়া ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.