ETV Bharat / state

চাকদায় দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত যুবক

গতকাল পাড়ার মোড়ে চা খেতে গিয়ে বোমার আঘাতে মৃত্যু হল এক যুবকের ৷ মৃতের নাম সৌরভ রায় ৷ চাকদা থানার হিংনারা এলাকার বাসিন্দা ছিলেন ওই যুবক ৷

bomb blast in chakdaha
আঘাতে মৃত্যু এক যুবক
author img

By

Published : Dec 7, 2019, 5:56 PM IST

চাকদা, 7 ডিসেম্বর : দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হল এক যুবকের । মৃত যুবকের নাম সৌরভ রায় । নদিয়া জেলার চাকদার ঘটনা । গতকাল সন্ধেবেলা একটি চায়ের দোকানে বসেছিলেন সৌরভ ৷ সেখানে বোমাবাজিতে আক্রান্ত হন তিনি ৷ গতকালই তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ এরপর আজ তিনি মারা যান ৷ জানা গেছে, নদিয়ার চাকদা থানার হিংনারা এলাকার বাসিন্দা সৌরভ পেশায় নির্মাণ কর্মী ছিলেন ৷

স্থানীয় সূত্রে খবর, পাড়ার মোড়ে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন সৌরভ । ওই সময় বাইকে চড়ে কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে । জখম হন সৌরভ ৷ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী JNM হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসাধীন ছিলেন ৷ এরপর আজ সকালে মারা যান ।

কে বা কারা এই হামলা চালিয়েছে,সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি সৌরভের পরিবার ৷ তবে তাদের অনুমান, একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল সৌরভের । তা নিয়ে ঝামেলার জেরেই হয়তো এই খুন ৷ ঘটনায় চাকদা থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ৷

চাকদা, 7 ডিসেম্বর : দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হল এক যুবকের । মৃত যুবকের নাম সৌরভ রায় । নদিয়া জেলার চাকদার ঘটনা । গতকাল সন্ধেবেলা একটি চায়ের দোকানে বসেছিলেন সৌরভ ৷ সেখানে বোমাবাজিতে আক্রান্ত হন তিনি ৷ গতকালই তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ এরপর আজ তিনি মারা যান ৷ জানা গেছে, নদিয়ার চাকদা থানার হিংনারা এলাকার বাসিন্দা সৌরভ পেশায় নির্মাণ কর্মী ছিলেন ৷

স্থানীয় সূত্রে খবর, পাড়ার মোড়ে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন সৌরভ । ওই সময় বাইকে চড়ে কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে । জখম হন সৌরভ ৷ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী JNM হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসাধীন ছিলেন ৷ এরপর আজ সকালে মারা যান ।

কে বা কারা এই হামলা চালিয়েছে,সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি সৌরভের পরিবার ৷ তবে তাদের অনুমান, একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল সৌরভের । তা নিয়ে ঝামেলার জেরেই হয়তো এই খুন ৷ ঘটনায় চাকদা থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ৷

Intro:দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হল এক যুবকের।মৃত যুবকের নাম সৌরভ রায়।শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নদীয়ার চাকদহে।সূত্রের খবর,নদীয়ার চাকদহ থানার হিংনারা এলাকার বাসিন্দা পেশায় নির্মাণ কর্মী সৌরভ রায় শুক্রবার সন্ধ্যায় পাড়ার মোড়ে চা খেতে গিয়েছিল।অভিযোগ,তখনই বাইকে চড়ে কয়েকজন দুস্কৃতী এসে সৌরভ কে লক্ষ করে বোমা ছোড়ে।ঘটনায় আহত সৌরভ কে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী JNM হাসপাতালে নিয়ে গেলে সেখানেই শনিবার সকালে তার মৃত্যু হয়।কে বা কারা এই হামলা চালিয়েছে,সেই বিষয়ে স্পষ্ট কিছু বলতে না পারলেও পরিবারের অভিযোগ,একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল সৌরভের।সেই নিয়ে কোনো ঝামেলার জেরেই হয়ত এই খুন।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।Body:CHAKDAHA DEADConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.