ETV Bharat / state

কাটমানি ইশুতে পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে ভাঙচুর, অভিযুক্ত BJP - panchayet Member house

100 দিনের কাজ, ইন্দিরা আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে বিক্ষোভ ও ভাঙচুর হয় । এই ঘটনায় অভিযোগ উঠেছে BJP-র কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে ।

উপপ্রধানের বাড়ির সামনে বিক্ষোভ BJP কর্মী-সমর্থকদের
author img

By

Published : Jul 14, 2019, 2:41 PM IST

নদিয়া, 14 জুলাই: 100 দিনের কাজ, ইন্দিরা আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে বিক্ষোভ ও ভাঙচুর হয় । এই ঘটনায় অভিযোগ উঠেছে BJP-র কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে । নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লার বাপুজি নগরের ঘটনা ।

সূত্রের খবর, নদিয়ার বাদকুল্লা-2 পঞ্চায়েতের উপপ্রধান উজ্জ্বল শিকদারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে গতকাল সন্ধেয় তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় BJP । অভিযোগ,গতকাল উপপ্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানোর সময় তাঁর বাড়িতে ভাঙচুর হয় । এক মহিলাসহ শিশুকে মারধরের পাশাপাশি লুটপাট চালানো হয় । জানা গেছে , পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে ।

আরও পড়ুন : "এমন মারব অন্ধ হয়ে বাড়িতে বসে থাকবে", BJP নেতার স্ত্রীকে হুমকি SDPO-র !

উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রকে ব্যবহার করে 100 দিনের কাজ প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন । সেইসঙ্গে পঞ্চায়েতের মাছের ভেড়ি, সৌরবাতি, ঋণ প্রদান সহ একাধিক প্রকল্প থেকেও কাটমানি নিয়েছেন উজ্জ্বলবাবু । যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন উজ্জ্বলবাবু । তিনি জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে BJP এই হামলা চালিয়েছে । যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা প্রত্যেকে বহিরাগত।

আরও পড়ুন : নাবালকদের মুখে "জয়শ্রীরাম", শ্রাদ্ধানুষ্ঠানে হামলা তৃণমূলের

অন্যদিকে, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে BJP । তাদের দাবি, ঘটনাটি প্রতারিত গ্রামবাসীদের ক্ষোভের বহিঃপ্রকাশ । ঘটনার তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ ।

নদিয়া, 14 জুলাই: 100 দিনের কাজ, ইন্দিরা আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে বিক্ষোভ ও ভাঙচুর হয় । এই ঘটনায় অভিযোগ উঠেছে BJP-র কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে । নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লার বাপুজি নগরের ঘটনা ।

সূত্রের খবর, নদিয়ার বাদকুল্লা-2 পঞ্চায়েতের উপপ্রধান উজ্জ্বল শিকদারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে গতকাল সন্ধেয় তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় BJP । অভিযোগ,গতকাল উপপ্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানোর সময় তাঁর বাড়িতে ভাঙচুর হয় । এক মহিলাসহ শিশুকে মারধরের পাশাপাশি লুটপাট চালানো হয় । জানা গেছে , পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে ।

আরও পড়ুন : "এমন মারব অন্ধ হয়ে বাড়িতে বসে থাকবে", BJP নেতার স্ত্রীকে হুমকি SDPO-র !

উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রকে ব্যবহার করে 100 দিনের কাজ প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন । সেইসঙ্গে পঞ্চায়েতের মাছের ভেড়ি, সৌরবাতি, ঋণ প্রদান সহ একাধিক প্রকল্প থেকেও কাটমানি নিয়েছেন উজ্জ্বলবাবু । যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন উজ্জ্বলবাবু । তিনি জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে BJP এই হামলা চালিয়েছে । যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা প্রত্যেকে বহিরাগত।

আরও পড়ুন : নাবালকদের মুখে "জয়শ্রীরাম", শ্রাদ্ধানুষ্ঠানে হামলা তৃণমূলের

অন্যদিকে, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে BJP । তাদের দাবি, ঘটনাটি প্রতারিত গ্রামবাসীদের ক্ষোভের বহিঃপ্রকাশ । ঘটনার তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ ।

Intro:100 দিন, ইন্দিরা আবাস সহ একাধিক প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে তৃণমূলের পঞ্চায়েত এর উপ প্রধানের বাড়ীতে বিক্ষোভ দেখানোর সময় বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।আর গোটা ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করলো পুলিশ।শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে নদীয়ার তাহেরপুর থানার বাদকুল্লার বাপুজি নগর এ।
সূত্রের খবর,নদীয়ার বাদকুল্লা 2 নম্বর গ্রামপঞ্চায়েত এর উপ প্রধান উজ্জ্বল সিকদারের এর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে শনিবার সন্ধ্যায় তার বাড়ীর সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।অভিযোগ,নিজের নামে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র কে ব্যবহার করে গরিব মানুষের 100 দিনের কাজের টাকা আত্মসাৎ করেছেন উপ প্রধান উজ্জ্বল সিকদার।অভিযোগ,শুধু 100 দিনের কাজের টাকা আত্মসাৎই নয়,পঞ্চায়েতের মাছের ভেড়ি, সোলার লাইট, লোন সহ একাধিক প্রকল্প থেকেও কাটমানি নিয়েছেন ওই উপ প্রধান।অভিযোগ,শনিবার বিকেলে উপ প্রধানের বাড়ী ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শনের সময় হঠাৎই উত্তেজিত হয়ে ওঠেন বিক্ষোভকারীরা।অভিযোগ,বিক্ষোভকারীরা উপ প্রধানের বাড়ীতে ব্যাপক ভাঙচুর চালায় ও লুটপাট করে। এক মহিলাসহ শিশুকে মারধর করে।অভিযোগ,এই ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে ঘটনাস্থলে উপস্থিত তাহেরপুর থানার পুলিশ এর চোখের সামনে।অভিযোগ,গোটা ঘটনার সময় কার্যত নীরব দর্শক ছিল পুলিশ।এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।যদিও তার বিরুদ্ধে ওঠা আর্থিক তছরূপ ও কাটমানি নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে উপ প্রধান উজ্জ্বল সিকদার।তার অভিযোগ,উদেশ্য প্রণোদিত ভাবে বিজেপি এই হামলা চালিয়েছে। তার দাবি, যদি আমি কাঠ মানি নিয়ে থাকি তাহলে আইনের দ্বারস্থ হবেন তারা। বাড়ি কেন ভাঙচুর করবেন। তার আরও দাবি, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা প্রত্যেকে বহিরাগত।অন্যদিকে হামলার ঘটনায় নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বিজেপি এর দাবী প্রতারিত গ্রামবাসীদের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ।Body:TAHERPUR TMCP ATTACKConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.